Category: দেবহাটা

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলয়ের সচিব আজ দেবহাটার নিজ বাড়ীতে আসছেন

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলয়ের সচিব আজ দেবহাটার নিজ বাড়ীতে আসছেন


    দেবহাটা ব্যুরো:
    সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার প্রথম সচিব মোঃ শফিকুল ইসলাম নিজবাড়ী পারুলিয়ায় আসছেন। তার আগমনকে ঘিরে এলাকার মানুষের ব্যপক প্রস্তুতি। আজ ৮ জানুয়ারী, শুক্রবার বেলা ১২টায় বাড়ীতে আসবেন। এই গুনি ব্যক্তির পুরো নাম মোঃ শফিকুল আহম্মদ, পিতা-মোঃ সাজ্জাদ আলী মাষ্টার, মাতা- বেগম শাহিদা খাতুন দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় থেকে এস, এস সি ও সাতক্ষীরা সরকারী কলেজ থেকে আই, এ পাশকরেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ভুগোলে অর্নাস মাষ্টার্স শেষ করেন। ১৯৯১ সালে ২৬ জানুয়ারী বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি সহকারী সচিব হিসাবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে যোগদানের মধ্যদিয়ে চাকরী জীবন শুরু করেন। এরপর মাঠ পর্যায়ে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। নেজারত ডেপুটি কালেক্টর উপজেলা নির্বাহী অফিসার, সচীব জেলা পরিষদ, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী ওয়াকফ প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। মিলিটারী এষ্টেট অফিসার হিসাবে বগুড়া সেনানিবাসে উপপরিচালক হিসেবে সামরিক ভুমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ঢাকা সেনাবিবাসে দায়িত্ব পালন করেন। পর্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে যোগদানের পূর্বে তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয়ে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন প্রশিক্ষন ও রাষ্ট্রীয় কাজের জন্য থাইল্যান্ড, জাপান, চীন, সিঙ্গাপুর, মালেশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, মালি, কঙ্গো, মধ্য আফ্রিকা, কাতার, বেলারুশ, তুরস্ক সফর করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহীত, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। দেবহাটা বাসী এই বরেন্য ব্যক্তিকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহন করেছেন। তিনি বাড়ীতে ২দিন অবস্থান করবে ১০তারিখে তিনি ঢাকায় ফিরে যাবেন। ২দিনে নিজ বাড়ীতে অবস্থান কালে ব্যক্তিগত এবং সরকারী বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন।

  • দেবহাটা উপজেলা চেয়ারম্যানকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা

    দেবহাটা উপজেলা চেয়ারম্যানকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা

    দেবহাটা ব্যুরো: দেবহাটার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমানকে উপজেলা ঠিকাদার কল্যান সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে উপজেলা ঠিকাদার কল্যান সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মারুফ হোসেন, সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাধারন সম্পাদক মাহমুদুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ঠিকাদার সমিতির সদস্য রুহুল আমিনসহ ঠিকাদার কল্যান সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরকারের সকল উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

  • দেবহাটায় মুনসুর আহম্মেদের রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধা সংসদের দোয়া অনুষ্ঠিত

    দেবহাটায় মুনসুর আহম্মেদের রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধা সংসদের দোয়া অনুষ্ঠিত

    দেবহাটা ব্যুরো: বর্ষিয়ান জননেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার বার বার নির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মুনসুর আহম্মেদ বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সি বি হাসপাতলে চিকিৎসাধীন আছে। এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তির আশু সুস্থ্যতা কামনা করে বৃহস্পতিবার বিকাল ৪টায় দেবহাটার পারুলিয়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা আলহাজ্জ আব্দুল মাবুদ গাজী, মুক্তিযোদ্ধা আরশাফ সরদার, সাবেক কমান্ডার জামসেদ আলম, পারুলিয়া ইউ,পি কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা নুরমোহাম্মাদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে মুনসুর আহম্মেদ এর আশু রোগ মুক্তিকামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পারুলিয়া গাজী বাড়ী জামে মসজিদের ইমাম মাওঃ সাদ্দাম হোসেন। দোয়া অনুষ্ঠান শেষে তবারক বিতারন কর হয়।

  • দেবহাটায় রফিকুল-অজিয়ারকে হারিয়ে বিপুল ভোটে মুজিবর জয়ী

    দেবহাটায় রফিকুল-অজিয়ারকে হারিয়ে বিপুল ভোটে মুজিবর জয়ী

    এসএম নাসির উদ্দীন/এসকে অভি/কবির হোসেন: দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের কাঙ্খিত উপ নির্বাচনে আনারস প্রতিকের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমানকে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের দু’বারের নির্বাচিত সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান। সর্বমোট ২৫ হাজার ৪শ ৬৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতিকের প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ১২ হাজার ৯শ ৯৩ ভোট এবং অপর প্রতিদ্বন্দী এনপিপি’র আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমান ৪০৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
    বৃহষ্পতিবার দিনভর দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে উপজেলার ৪০টি কেন্দ্রে ভোটগ্রহন শেষে সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে ফলফল সংগ্রহ শেষে বেসরকারিভাবে এতথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও রির্টার্নিং অফিসার নাজমুল কবীর।
    এরআগে বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহন শুরু হয়। শুরু হয়ে উৎসব মুখর পরিবেশে একটানা বিকাল ৫টা পর্যন্ত চলা ভোটগ্রহনে স্বতষ্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ ভোটাররা।
    উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় (উত্তর পাশের ভবন) কেন্দ্রে মুজিবর রহমানের নৌকা প্রতিক পেয়েছে ৩৬২ ভোট, রফিকুল ইসলামের আনারস প্রতিক পেয়েছে ১৪৩ ভোট এবং এনপিপির অজিয়ার রহমানের আম প্রতিক পেয়েছে ১১ ভোট, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় (দক্ষিন পাশের ভবন) কেন্দ্রে নৌকা-১৬৯ ভোট, আনারস-১০২ ভোট, আম-৩ ভোট, পুষ্পকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-২৯২ ভোট, আনারস-৩৮৩ ভোট, আম-১১ ভোট, কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৩৪২ ভোট, আনারস-১৪১ ভোট, আম-৩ ভোট, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫৮৮ ভোট, আনারস-১৮৫ ভোট, আম-১৮ ভোট, টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১২০২ ভোট, আনারস-২০৩ ভোট, আম-৫ ভোট, সেন্ট্রাল হাইস্কুল সুবর্নাবাদ কেন্দ্রে নৌকা-৭৪২ ভোট, আনারস-২১৭ ভোট, আম-৭ ভোট, গোবরাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা- ৮৫৮ ভোট, আনারস-২৫৭ ভোট, আম-৭ ভোট পেয়েছে।
    পারুলিয়া ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫৬০ ভোট, আনারস-২১৪ ভোট, আম-১০ ভোট, পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাইক্লোন শেল্টার) কেন্দ্রে নৌকা-১৭২ ভোট, আনারস-৬০০ ভোট, আম-১০ ভোট, মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নিচতলা উত্তর পাশের ভবন) কেন্দ্রে নৌকা-৭৭ ভোট, আনারস-৪০৬ ভোট, আম-৩ ভোট, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৮৭ ভোট, আনারস-৬৩৯ ভোট, আম-৯ ভোট, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৪৯ ভোট, আনারস-৫২১ ভোট, আম-৮ ভোট, খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫৩৪ ভোট, আনারস-৯৬৬ ভোট, আম-১৯ ভোট, জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর পাশের ভবন) কেন্দ্রে নৌকা-৩৭৩ ভোট, আনারস-১৫০ ভোট, আম-১ ভোট, জেলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাইক্লোন শেল্টার) কেন্দ্রে নৌকা-৭৯৯ ভোট, আনারস-২৬৫ ভোট, আম-১৩ ভোট, বড়শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৮৫৫ ভোট, আনারস-৭৩ ভোট, আম-১৯ ভোট, জোয়ার (১) গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫২৮ ভোট, আনারস-৫৮২ ভোট, আম-১১ ভোট পেয়েছে।
    সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫২৯ ভোট, আনারস-৬২৮ ভোট, আম-১১ ভোট, সখিপুর ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে নৌকা-২১৪ ভোট, আনারস-৪৫৩ ভোট, আম-১ ভোট, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ (পূর্ব পাশের ভবন) কেন্দ্রে নৌকা-৩৮১ ভোট, আনারস-৭৭৬ ভোট, আম-১০ ভোট, খানবাহাদুর আহছানউল্লা কলেজ (উত্তর পাশের ভবন) নৌকা-৩১৫ ভোট, আনারস-৬০০ ভোট, আম-৫ ভোট, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৭২২ ভোট, আনারস-৩২৭ ভোট, আম-০২ ভোট, চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১১৫৪ ভোট, আনারস-১০১ ভোট, আম-১ ভোট পেয়েছে। তবে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন চলাকালীন বেলা ১২টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডতার সৃষ্টি এবং উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে ভোটগ্রহন স্থগিত করে প্রশাসন।
    নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৮৫৯ ভোট, আনারস-৩১২ ভোট, আম-১০ ভোট, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পাশের ভবন) কেন্দ্রে নৌকা-৭৭২ ভোট, আনারস-১৮৪ ভোট, আম-৫ ভোট, দক্ষিন পাশের টিনশেড ভবন কেন্দ্রে নৌকা-৯২৭ ভোট, আনারস-১৭১ ভোট, আম-৮ ভোট, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৯৩১ ভোট, আনারস-১০০ ভোট, আম-৯ ভোট, বাবুরাবাদ ঢেপুখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৩০২ ভোট, আনারস-৬২ ভোট, আম-২ ভোট, হাদীপুর আহছানিয়া হাইস্কুল কেন্দ্রে নৌকা-৮০১ ভোট, আনারস-২৯২ ভোট, আম-৪২ ভোট, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৫৫৭ ভোট, আনারস-২৩২ ভোট, আম-৩৯ ভোট, উত্তর আষ্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১১৮১ ভোট, আনারস-৭৪ ভোট, আম-৯ ভোট, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৬৫৮ ভোট, আনারস-৩২২ ভোট, আম-১১ ভোট, নওয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নৌকা-৪৫৭ ভোট, আনারস-৪৯১ ভোট, আম-১১ ভোট পেয়েছে।
    দেবহাটা সদর ইউনিয়নের মধ্যে ভাঁতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৮১৪ ভোট, আনারস-৪৬৭ ভোট, আম-১৬ ভোট, ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৫৬৩ ভোট, আনারস-১৫০ ভোট, আম- ভোট-০ ভোট, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৭৭৩ ভোট, আনারস-৬০৭ ভোট, আম-১৩ ভোট, সুশীলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৪৬৭ ভোট, আনারস-৩৬৫ ভোট, আম-৩ ভোট এবং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৪৯৮ ভোট, আনারস-২৩৩ ভোট, আম- ৩২ ভোট পেয়েছেন। 

  • ইছামতির ভাঙ্গনে বিলীন হচ্ছে ভাঁতশালা মহাশ্মশান

    ইছামতির ভাঙ্গনে বিলীন হচ্ছে ভাঁতশালা মহাশ্মশান

    স্টাফ রিপোর্টার: ইছামতি নদীর ভাঙ্গনে ক্রমশ বিলীন হতে বসেছে দেবহাটার ভাতশালা বাজার মহাশ্মশানটি। প্রতিবছর নদী ভাঙ্গনে শ্মশানের জমি নদীগর্ভে চলে যাচ্ছে। নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে একসময় মহাশ্মশান মন্দিরের পুরোটাই নদীতে বিলীন হয়ে যাওয়ার সমুহ শঙ্কা দেখা দিয়েছে।
    সরেজমিনে দেখা যায়, ভাতশালা বাজার ও বিজিবি ক্যাম্প সংলগ্ন অবস্থিত মহাশ্মশানটি নদী পাড়ে অবস্থিত হওয়ায় ধীরে ধীরে তা ধ্বসে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাছাড়া ঐ শ্মশান মন্দিরের পাশ্ববর্তী এলাকা থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন লেগে থাকে। প্রতিবছর এসব ভাঙ্গন রোধে সরকারের বহু টাকা ব্যায় হলেও স্থায়ী কোন সমাধান হয় না। যে কারণে নদীর গর্ভে বিলীন হওয়ার আতংকে নিয়ে জীবন যাপন করেন সীমান্ত পাড়ের মানুষেরা। একদিকে সরকার নদী ভাঙ্গন রোধে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছেন। অন্যদিকে অস্বাধু ব্যবসায়ীরা অধিক মুনফার আশায় তাদের খেয়াল খুঁশি মত নদী থেকে বালু উত্তোলন করে সরকারের মহৎ উদ্যোগকে স্লান করে চলেছে। সাম্প্রতিক এর ফলে ইছামতি নদীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ফলজ-বনজ বৃক্ষের বাগান, ফসলী জমি, ব্যবসা প্রতিষ্ঠান, শতশত ঘর-বাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মূখিন হতে হয়।
    ভাতশালা গ্রামের গোপাল বিশ্বাস জানান, তাদের শত বছরের ঐতিহ্য শ্মশান কালী মন্দিরে সন্ধ্যা আরতি, সাপ্তাহিক আরাধনা, বার্ষিক কালী পুজা, মৃত মানুষের সৎকার করা হয়। যুগযুগ ধরে তাদের এই কর্মকান্ড চলে আসছে। এখানে ভাতশালা, রহিমপুর, ঘলঘলিয়া, রতেœশ্বরপুর, পাঁচপোতা সহ আশে পাশের এলাকার মানুষ পুজা দিতে এবং তাদের শেষ কার্য সম্পন্ন করতে আসেন এই শ্মশান মন্দিরে। কিন্তু নদী ভাঙ্গনে তাদের এই কর্মকান্ড হুমকিতে ফেলেছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে তাদের ধর্মীয় এই প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হবে না।
    ভাতশালা মহাশ্মাশন কালী মন্দিরের সভাপতি রমেশ দত্ত জানান, তাদের পূর্ব পুরুষের সুত্র ধরে তারা এই স্থানটিতে ধর্মীয় কাজ সম্পন্ন করে আসছেন। পূর্বে প্রায় ২ বিঘা জমি নিয়ে মন্দিরটি গড়ে তোলা হলেও নদী গর্ভে বিলিন হয়ে বর্তমানে ১০শতকের মত জমিতে দাড়িয়ে আছে মন্দিরটি। তাই নদীর বাধ রক্ষায় আরসিসি ব্লক স্থাপন করে তাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানটি রক্ষার দাবি জানিয়েছেন তারা।

  • দেবহাটা উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেলেন মুজিবর

    দেবহাটা উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেলেন মুজিবর

    • দেবহাটা সংবাদদাতা:

    সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের টানা দুই বারের নির্বাচিত সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুজিবর রহমান।

    শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মুজিবর রহমানকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা সতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, গত ৭ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি মৃত্যুবরণ করায় শুন্য হয় গুরুত্বপূর্ণ এ পদটি। সম্প্রতি ওই উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে মুজিবর রহমান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল গনির পুত্র আব্দুর রাজ্জাক রনি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।

  • দেবহাটার প্রতিবন্ধী মেহেদী এখন স্বাবলম্বী

    দেবহাটার প্রতিবন্ধী মেহেদী এখন স্বাবলম্বী

    • মশাল, দেবহাটা বিশেষ সংবাদদাতা:

    বাড়ির আঙিনা ও ফসলের ক্ষেত ধন-ধান্যে পুষ্পে ভরে তুলেছেন প্রতিবন্ধী মেহেদী হাসান। কোন প্রতিবন্ধকতাই তাকে থামাতে পারেনি। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার। সবুজ গাঁয়ের চাষির ছেলে প্রতিবন্ধী মেহেদী আজ সব করেছে জয়। সাতক্ষীরার সকল গ্রামে ছড়িয়ে পড়েছে মেহেদী হাসানের নাম। প্রতিবন্ধী ক্যাটাগরিতে মেহেদী হাসান ১০০% বাক প্রতিবন্ধী ও ৪০% শারীরিক প্রতিবন্ধী। সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে তিনি।

    বাবা আবুল কাশেম একসময় ছেলেকে বোঝা মনে করলেও এখন মনে করেন ছেলে তার বড় সম্পদ। মেহেদী হাসান শৈশব থেকে গাঁয়ের পথে নানা রকম ফসলের ক্ষেত দেখে বাড়িতে এসে তা লাগানোর চেষ্টা করতো। বর্তমানে সে বাড়ির আঙিনায় গড়ে তুলেছে সবজির ক্ষেত। লাল শাক, পালং শাক, বেগুন, ঝাল (মরিচ), নানা জাতের কপিসহ বিভিন্ন ফসলে বাড়ির আঙিনা ভরে তুলেছেন। লাউ, শিম ও বরবটির মাচান দিয়েছেন। সেই মাচানও ফলে-ফুলে ভরে উঠেছে। শুধু তাই নয়, বিলের আমন-বোরো ধানের ক্ষেতেও সাফল্য আছে তার। বাড়িতে আপন মনে কাজ করে গড়ে তুলেছেন ছোট্ট একটি গরুর খামার। গরুর গোসল দেওয়া ও দুধ দোহনের কাজও করেন মেহেদি হাসান। বাড়ির পুকুরে করেছেন মাছের চাষ। এভাবে নিজের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করে সকলের নজর কেড়েছে প্রতিবন্ধী মেহেদী হাসান। কাজের কাজের স্বীকৃতি স্বরূপ উপজেলা কৃষি অফিস তাকে সম্মাননাও দিয়েছে। দিয়েছে প্রশিক্ষণ ও উন্নতমানের বীজ।

    দেবহাটা উপজেলার দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মদ বলেন, তিনি দেবহাটা উপজেলার কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার ব্লক টাউনশ্রীপুর ও ঘলঘলিয়া এলাকায় কাজ করাকালীন মেহেদীর সাথে পরিচয় হয়। মেহেদির পিতা আবুল কাশেম তার ব্লকে সদস্য হিসেবে কাজ করতেন। মেহেদীর গল্প শুনে তাকে প্রশিক্ষণ ও বীজ দিয়ে সহায়তা করা হয়। এতে আরও বেশি সাফল্য পায় মেহেদি। সে আরও উদ্যোগী ও উদ্যমী হয়ে ওঠে। এরপর সে গড়ে তোলে সবজির খামার, ধানের ক্ষেত, মাছের ঘের ও গরুর খামার। মেহেদী এখন স্বাবলম্বী।

    দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান বলেন, মেহেদীকে কৃষি বিভাগের কয়েকটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বীজ, সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। কৃষি অফিসার মোস্তাক আহম্মদ মেহেদীকে নিজে ওই সকল বীজগুলো সংরক্ষণ ও ফসল ফলাতে হাতে কলামে কাজ শেখান।

    মেহেদির পিতা আবুল কাশেম বলেন, এক সময় মেহেদীর প্রতিবন্ধীতা দেখে খারাপ লাগতো। শারীরিক ও বাক্ প্রতিবন্ধী হওয়ায় সে অনেক কষ্ট পেতো। আজ সেই মেহেদী আমার বড় সম্পদ। অনেকেই তার খামার দেখতে আসে। তখন গর্বে বুকটা ভরে ওঠে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, ঐতিহ্যবাহী উপজেলার প্রতিবন্ধী মেহেদীও আমাদের গৌরব। তিনি মেহেদীর থেকে শিক্ষা নিয়ে সকলকে এই ধরনের কাজ করতে আহবান জানান।

  • দেবহাটায় মারপিটে আহত নারীর মৃত্যুর ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

    দেবহাটায় মারপিটে আহত নারীর মৃত্যুর ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঘরীতে প্রতিপক্ষের হামলা একজন নিহত হওয়ার ঘটনায় ৮জনকে আসামী করে সাতক্ষীরার দেবহাটা থানায় মামলা দায়ের হয়েছে। নিহত রোকেয়া বেগম (৬৫)’র ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলা নং-০৫।
    উল্লেখ্য যে, শনিবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবহাটার মাঘরীতে প্রতিপক্ষের হামলায় রোকেয়া বেগমসহ একই পরিবারের ৪জন আহত হয়। পরে বুধবার (১১নভেম্বর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহত রোকেয়া বেগমের। তিনি দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
    দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

  • দেবহাটার সাবেক ভাইস চেয়ারম্যান খোকনের পিতার মৃত্যু: শোক

    দেবহাটার সাবেক ভাইস চেয়ারম্যান খোকনের পিতার মৃত্যু: শোক

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের পিতা ইকবাল হোসেন বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে পরকালে পাড়ি জমান। বাদ আছর পারুলিয়া সেড মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক ও সমবেদনা দিয়েছেন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষক লীগের আহবায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব আব্দুল্লাহ হিম, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি রমজান আলী মোড়ল, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

  • কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি গঠণ

    কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি গঠণ

    স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের মৌখিক ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে রমজান মোড়ল, সহ-সভাপতি মনিরুজ্জামান (মনি), সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, যুগ্ন-সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক সালাম দফাদার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান (মন্টু), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহান সিরাজ, কার্যনির্বাহী সদস্য নাছিরুজ্জামান (সজিব) সহ ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবে সাংগঠনিক কাঠামো নড়বড়ে হয়ে পড়ায় এবং সম্প্রতি বিগত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ অধিকাংশ কার্যনির্বাহী কমিটির সদস্য অন্যত্র চলে যাওয়ায় নিয়ম মাফিক কমিটি বিলুপ্ত হয়ে যায়। ফলে প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
  • দেবহাটায় চেয়ারম্যান রতনের মিথ্যাচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

    দেবহাটায় চেয়ারম্যান রতনের মিথ্যাচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে আ.লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন মিথ্যাচার করেছেন দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।
    বুধবার দুপুর ২টায় দেবহাটা প্রেসক্লাব হলরুমে তিনি সংবাদ সম্মেলনটি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম অভিযোগ করে বলেন, ১০ নভেম্বর দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন আমাকেসহ জেলা আ.লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, পারুলিয়া ইউপি সদস্য গাজী শহীদুল্যাহ ও উপজেলা আ.লীগের সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজকে নিয়ে যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছে শুরুতেই তার নিন্দা জানাই। ১৯৯১ সালে সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রলীগ থেকে আমি রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করি। আমি দীর্ঘ ১৩ বছর দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে উপজেলা জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাসহ দুই মেয়াদে টানা একযুগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। আমাকে মাদকসেবী আখ্যায়িত এবং আমার বিরুদ্ধে ইতোপূর্বে ঝাঁটা মিছিল হয়েছে বলে রতন যে তথ্য উপস্থাপন করেছে তা সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত। ২০১৩ সালে কাদের মোল্যার ফাঁসি কার্যকরের পর জামায়ত-শিবির আমাকে হত্যার জন্য আমার বাড়ীতে হামলা চালায়। বর্তমানে সেই মামলাও আদালতে চলমান রয়েছে।
    রাশেদুল বলেন, রতন ব্যাক্তিগতভাবে মদ, নারী ও জুয়ার সাথে সরাসরি সম্পৃক্ত। এমন কোনো অপকর্ম নেই যার সাথে তিনি জড়িত নন। নিজের অপকর্ম ঢাকতে তিনি এই মিথ্যার আশ্রয় নিয়েছে।
    তিনি আরো বলেন, গাজী শহীদুল্যাহ পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি। সহিংসতাকালীন সময়ে গরানবাড়ীয়ার নিহত শ্রমিকলীগ নেতা আলমগীর হত্যা মামলাসহ ৪টি নাশকতা মামলার বাদী শহীদুল্যাহ। রতন বর্তমানে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ায় ধরাকে সরাজ্ঞান করছে। গত এক দশক পূর্বে নিঃসম্বল থাকলেও পাঁচ বছর চেয়ারম্যান হয়ে রতন এখন শত শত বিঘা সম্পত্তি ও কোটি টাকার মালিক বনে গেছেন। শহীদ আবু রায়হান হত্যা মামলার আসামীদের থেকে অর্থ সংগ্রহ এবং বনদস্যুদের সাথে সম্পৃক্ততার যেসব অভিযোগ শহীদুল্যাহর বিরুদ্ধে রতন করেছেন তাও নিছক ষড়যন্ত্র মুলোক। রাশেদুল বলেন, উপজেলা আ.লীগের সাবেক সংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজের বিরুদ্ধে রতনকে গুলি করে হত্যাচেষ্টার যে মামলা দেয়া হয়েছে, তাও নাটকীয়। বর্তমানে ওই মামলাটি আদালতে বিচারাধীন, আজিজ দোষী হলে আদালত তাকে শাস্তি দিবে এটাই স্বাভাবিক। তবে আজিজ ও তার পরিবার রতনের ষড়যন্ত্রের শিকার বলে দাবী করে রাশেদুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলামকে রতন দালাল বলে আখ্যা করেছেন। প্রকৃতপক্ষে ওই দালালীর কাজ চেয়ারম্যান রতনই ভালো বোঝে।
    সবশেষে চেয়ারম্যান রতনের অঢল অবৈধ বিত্তবৈভবের উৎস খুজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দূর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন রাশেদুল ইসলাম।

  • দেবহাটার নওয়াপাড়ায় চোরাকারবারী কতৃক পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, অভিযোগ করে উল্টো মারপিটের শিকার ভূক্তভোগী পরিবারের সদস্যরা

    দেবহাটার নওয়াপাড়ায় চোরাকারবারী কতৃক পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, অভিযোগ করে উল্টো মারপিটের শিকার ভূক্তভোগী পরিবারের সদস্যরা

    স্টাফ রিপোর্টার: উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে এক চোরাকারবারী কতৃক নওয়াপাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযোগ করে উল্টো মারপিটের শিকার হয়েছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। বর্তমানে বিচারের আসায় নিজেদের শেষ সম্বল টুকু ধরে রাখতে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন ঐ অসহায় পরিবার। তবে খোঁজ নিয়ে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তিরা সমাজের প্রভাবশালী হওয়ায় বীরদর্পনে রয়ে গেছেন।
    ভূক্তভোগী পরিবারের সদস্য নওয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আব্দুল জলিল গাজী জানান, আমার পিতার ওয়ারেশ সূত্রে নওয়াপাড়া মৌজার এস.এ খতিয়ান-২৭১ ও ২৭২, হাল-১৭৬, এস.এ দাগ নং- ৩৩৭, ৩৩৮ ও ৩৭০, হাল দাগ নং-৮৫৮, ৮৫৯ ও ৮৬০ মোট ১.১৮ একর মধ্যে ৩৯ শতক জমি আমরা ভোগ দখল করে আসছিলাম। কিন্তু চলতি বছরের ৭ ফেব্রুয়ারী তারিখে তফসিলকৃত জমিতে মোহাম্মাদালীর পুত্র বিশিষ্ট চোরাকারবারী আব্দুল মালেক, তার ভাই আব্দুল খালেক, আব্দুল আজিজ সহ কয়েক জন মিলে জমিতে অনাধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করি। তিনি আমাদের বৈধ কাগজপত্র দেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। বিষয়টি নিয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ তৎকালিন এসআই দরবেশ ফকিরকে নির্দেশ প্রদান করেন। কিছুদিন পর এসআই বদলী হয়ে গেলে পুনরায় দখলের চেষ্টা চালায় তারা। এরপর থেকে বিভিন্ন সময় তারা আমাদের জমি থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে তারা। আমরা বাধা দিতে গেলে উল্টো তাদের হাতে মারপিটের শিকার হই। বর্তমানে তারা আমাদের মাদক সহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা নিরূপায় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি।
    এবিষয়ে অভিযুক্ত আব্দুল মালেকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, আমার ভাই ঐ জমি কিনেছে তার বেশি বলতে পারব না। তিনি চোরাচালান করেন কি না জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে সংযোগটি কেটে দেন।

    দেবহাটার মাঘরীতে ব্যানার টানানো নিয়ে হামলায় আহত-৪
    স্টাফ রিপোর্টার: দেবহাটার মাঘরীতে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যানার টানানোকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে আহতবস্থায় হাসপতালে ভর্তি ৪জন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঘরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানান, মাঘরী গ্রামের আব্দুস সামাদের ছেলে শফিকুল ইসলাম তাদের বাড়ির সামনের রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যানার টানাতে গেলে তার চাচা বাধা দেয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকুলের উপর তার চাচা আব্দুস সালাম ও তার দুই ছেলে সবুজ এবং ইমরোজ, অপর এক চাচা জামাত আলী, তার ছেলে ইমাদুল ইসলাম, তার উপর হামলা চালায়। এসময় শফিকুলের পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে আব্দুস সামাদ(৬৮), তার স্ত্রী রোকেয়া বেগম(৬৫), ছেলে শফিকুল ইসলাম(২৭), শফিকুলের স্ত্রী আরিফা খাতুন(১৯) আহত হয়ে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার সময় আহত নব বধূর গায়ে থাকা প্রায় এক ভরি স্বর্ণলঙ্কার ছিনিয়ে নেয় হামলাকারীরা। এরিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে দেবহাটা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিল বলে জানায় ভূক্তভোগীরা।

  • ভাষা সৈনিক লুৎফর রহমানের কবর জিয়ারতে বিএনসিসি’র ডিজি নাহিদুল ইসলাম খান

    ভাষা সৈনিক লুৎফর রহমানের কবর জিয়ারতে বিএনসিসি’র ডিজি নাহিদুল ইসলাম খান

    স্টাফ রিপোর্টার: ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। শুক্রবার দুপুরে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের বাসভবনের পার্শ্ববর্তী কবর জিয়ারত করেন তিনি।
    এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক নবিউল ইসলাম, সুইডেনের সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপক শাহনাজ খান, ভাষা সৈনিক লুৎফর রহমানের স্ত্রী কারিমুন নেছা, পুত্র জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ

  • দেবহাটা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মনি

    দেবহাটা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মনি

    স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ব্যাক্তিগত কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। শুক্রবার দুপুর ৩.৩০ মিনিটে ধানমন্ডি-৩ নং অফিসের শেখ হাসিনার ব্যাক্তিগত সহকারী শামীম হোসেন ও আলাউদ্দীন মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্রটি জমা নেন।
    এরআগে গত দুদিনে একই পদের জন্য মনিরুজ্জামান মনি ছাড়াও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির পরিবারের পক্ষ থেকে তার ছেলে আব্দুর রাজ্জাক রনিও দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের জন্য বর্তমানে ঢাকাতে পৌঁছেছেন বলে তার পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন।

  • লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিতের জন্য দেবহাটা প্রেসক্লাবে মতবিনিময়

    স্টাফ রিপোর্টার: দেবহাটায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্ট। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ফুটবল টূর্নামেন্টটি অনুষ্ঠিতের জন্য ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন আয়োজকরা। বর্তমানে টূর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্নে জন্য আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষের পথে। প্রতিবছর বিজয় দিবসকে ঘিরে দেবহাটার সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবারের আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে লক্ষ টাকার এ ফুটবল টূর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। তবে এবছর পূর্বের তুলনায় আরোও জাকমজকপূর্ন ভাবে টূর্নামেন্টটি সম্পন্ন করতে এরইমধ্যে খেলার উদ্বোধনী ও সমাপনী পর্বের প্রধান অতিথিদ্বয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি এবং খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন পিপিএম (বার) এর অনুমতিক্রমে সার্বিক প্রচেষ্টা চলমান রয়েছে।
    শুক্রবার বেলা ১১ টায় দেবহাটা প্রেসক্লাবের হলরুমে মতবিনিময়কালে এসব তথ্য জানান খেলাটির আয়োজক সরদার আমজাদ হোসেনের পরিবারের সদস্য ও ওয়ান ব্যাংকের এভিজি এন্ড এসআর ম্যানেজার এসএম মাজহারুল আনোয়ার। পাশাপাশি টূর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্নের জন্য তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন।
    দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় মতবিনিময় সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরায়রা, রাজু আহম্মেদ, যুগ্ম-সাধারন সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধাক্ষ কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্য্য নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য কেএম রেজাউল করিম, দিপঙ্কর বিশ্বাস, বায়েজিদ বোস্তামি উজ্জল, সহযোগী সদস্য রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, আব্দুস সালাম, ডাঃ মনিরুল ইসলাম প্রমুখ।

  • দেবহাটায় অসহায় নিঃসন্তান নারীকে পিটিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় মামলা: জামিন নিয়ে বাদীর বাড়ীতে আসামীদের ফের হামলা

    দেবহাটায় অসহায় নিঃসন্তান নারীকে পিটিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় মামলা: জামিন নিয়ে বাদীর বাড়ীতে আসামীদের ফের হামলা

    স্টাফ রিপোর্টার: দেবহাটার সখিপুরে জবেদা খাতুন (৪৫) নামের এক অসহায় নারীকে পিটিয়ে জখম করে তার শেষ সম্বল বসতভিটার জমি দখলে নেয়ার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ ভুমিদস্যুরা। ভুক্তভোগী জবেদা খাতুন দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত মোহর আলীর মেয়ে। বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মারপিট ও জোরপূর্বক জমি দখলের ঘটনায় তিনি বাদী হয়ে দেবহাটা থানায় নয় জনকে আসামী করে একটি মামলা (নং-০২) দায়ের করেছেন।
    ভুক্তভোগী জবেদা খাতুন চিকিৎসাধীন অবস্থায় জানান, কোনো সন্তানাদি না থাকায় তিনি একাই দীর্ঘকাল ধরে মাঝ সখিপুরে নিজের বসত ভিটায় একটি জরাজীর্ন মাটির কুড়ে ঘরে বসবাস করে আসছেন। ওই বসত ভিটার তার সর্বমোট ৮ শতক জমি রয়েছে। কিন্তু তার কোনো সন্তান না থাকায় একমাত্র সম্বল কুড়ে ঘরটি সহ ওই ৮শতক জমি জোর পূর্বক দখলে নিতে মরিয়া হয়ে ওঠে তার প্রতিবেশী নুরু মোল্যার ছেলে দখলবাজ ভুমিদস্যু সাইফুল মোল্যা, রফিকুল মোল্যা, শরিফুল মোল্যা, বিল্লাল হোসেনসহ কয়েকজন। সাম্প্রতিক সময়ে জবেদা খাতুন তার কুড়ে ঘরটি ঘেঙে সেখানে দোচালা একটি ইটের ঘর নির্মানের সিদ্ধান্ত নিলে ওই দখলবাজ ভুমিদস্যুদের গাত্রদাহ শুরু হয়। তারা একের পর এক জবেদা খাতুনকে ভয়ভীতি দেখিয়ে নির্মানকাজ বন্ধ করে দেন। মঙ্গলবার জবেদা খাতুন আবারো নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ ভুমিদস্যু সাইফুল ইসলাম, তার স্ত্রী জেসমিন বেগম, ভাই রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, বিল্লাল হোসেন লোকজন নিয়ে অসহায় নিঃসন্তান জবেদা খাতুন ও তার বড় বোন মোমেনা খাতুনকে পিটিয়ে জখম করে। একপর্যায়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ওই দিনই জবেদা খাতুন বাদী হয়ে হামলাকারী দখলবাজ ভুমিদস্যুদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন।
    এদিকে মামলা দায়েরের একদিন পর বৃহষ্পতিবার মামলার আসামীরা আদালত থেকে জামিন নেয়ার পর শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আবারো লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদী জবেদা খাতুনের বাড়ীতে হামলা চালায়। হামলাকালে পাশ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে অবস্থানের কারনে ভুক্তভোগী ও মামলার বাদী জবেদা খাতুন প্রানে বেঁচে গেলেও হামলাকারীরা তার নির্মানাধীন বসত ঘরটি ভেঙে পুরোপুরি নষ্ট করে দিয়েছে।
    এব্যপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মঙ্গলবার হামলা ও মারপিটের শিকার জবেদা খাতুন বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামীরা আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার দিবাগত রাতে আবারো বাদীর বাড়ীতে হামলা ও ভাংচুর করেছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে করে পুলিশের পক্ষ থেকে আসামীদের বিরুদ্ধে আরোও কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

  • সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

    সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা


    মশাল প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের আইসিটি হলরুমে ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ২ টায় অত্র কলেজের শিক্ষকদের সাথে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এবং উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। শুরুতে সভাপতি কর্তৃক স্বাগত বক্তব্যের পর কলেজের সকল শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যব¯’াপনা বিষয়ের সিনিয়র প্রভাষক ও রোভার স্কাউট লিডার মনিরুজ্জামান (মহসিন)। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। এছাড়া কলেজের সকল বিভাগের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভার শেষ পর্যায়ে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

  • দেবহাটার ভোটার সমস্যা সমাধানপূর্বক উপজেলা উপ-নির্বাচনের তফশীল ঘোঘণার আবেদন

    দেবহাটার ভোটার সমস্যা সমাধানপূর্বক উপজেলা উপ-নির্বাচনের তফশীল ঘোঘণার আবেদন


    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ভোটার সমস্যা সমাধানপূর্বক উপজেলা উপ-নির্বাচনের তফশীল ঘোঘনার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত ৪ নভেম্বর ঢাকার আগারগাওস্থ নির্বাচন কমিশনারের সচিবালয়ে এই আবেদনপত্রগুলি প্রদান করা হয়। আবেদনগুলো পৃথক পৃথকভাবে প্রদান করেছেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আরমান হোসেন, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য হাফিজুর রহমান ও পারুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী। উক্ত ৪ জনপ্রতিনিধির দাখিল করা আবেদনপত্রে দেবহাটা উপজেলার ভোটারদের স্থানান্তর সমস্যা সমাধানপূর্বক উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফশীল ঘোষণার জন্য দাবী জানানো হয়েছে। উক্ত আবেদনপত্রগুলো নির্বাচন কমিশন সচিবালয় থেকে গ্রহন করা হয়েছে যার রিসিভের ক্রমিক ১০১৩৪, ১০১৩৫, ১০১৩৬ ও ১০১৩৮।
    আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, দেবহাটা উপজেলা বেশ কিছু জনগন দীর্ঘদিন যাবৎ ভোট প্রদানের ক্ষেত্রে কতিপয় সমস্যার সম্মুখীন হচ্ছে। ভোট প্রদান নাগরিক অধিকার। তাই এ অধিকার ভোগে সমস্যার সম্মুখীন হওয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে মনে হয়। দেবহাটা উপজেলার ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে এ সকল জটিলতা নিরসনকল্পে কতিপয় গুরুত্বপূর্ন সমস্যা যেমন ১. সাম্প্রতিক সময়ে জলাবদ্ধতা নিরসনের জন্য দেবহাটা-আশাশুনির উপর দিয়ে প্রবাহিত সাপমারা খাল খননের ফলে বেশ কিছু সংখ্যক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তারা পরিবার পরিজন নিয়ে জীবন যাপনের তাগিদে তাদের ঘরবাড়ি স্থানান্তর করে। নতুন আবাসস্থলে ঐ সকল পরিবার অদ্যাবধি ভোটার স্থানান্তর করতে পারিনি। আবার অনেক পরিবার ভোটার স্থানান্তর আবেদন করেছেন, যা এখনো প্রক্রিয়াধীন আছে। ২. মহামারী করোনার কারনে সারা দেশের ন্যায় দেবহাটা উপজেলার বাহিরে কর্মরত এক বিশাল সংখ্যাক জনগোষ্ঠি কর্মহীন হয়ে পড়ায় তারা বাচার তাগিদে তাদের স্থায়ী ঠিকানায় বসবাস করা শুরু করেছে এবং তারা তাদের অনেকে ভোটার স্থানান্তরের আবেদন করেছেন, যা এখনো প্রক্রিয়াধীন আছে। ৩. দেবহাটা উপজেলার পাশ দিয়ে সীমান্তবর্তী ইছামতি নদী প্রবাহিত। এ নদীর তীরবর্তী নাংলা, ছুটিপুর, কোমরপুর, সুশীলগাতী ও ভাতশালা গ্রামের ভেড়ীবাধ ভাঙ্গনের ফলে এ সকল গ্রামে বসবাসকারী লক্ষাধিক জনগন চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মাঝে বসবাস করছে। এ অবস্থায় তাদেরকে ভোট অভিমুখী করতে ব্যর্থ হবে মর্মে তাদের ধারনা।
    সবদিক মিলিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট উল্লেখিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে সমাধানপূর্বক নির্বাচনী তফশীল ঘোষনার জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে। দেবহাটা উপজেলা দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম ইতোপূর্বে প্রধান নির্বাচন কমিশনার বরাবর করা এমন একটি অভিযোগের অনুলিপি পেয়েছেন বলে জানান।