Category: দেবহাটা

  • ঝুকি কম, লাভ বেশি হওয়ায় কাঁকড়া চাষে ঝুঁকছে চাষিরা

    ঝুকি কম, লাভ বেশি হওয়ায় কাঁকড়া চাষে ঝুঁকছে চাষিরা

    বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরায় চিংড়ির পরিবর্তে কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। বাগদা চিংড়িতে ভাইরাস, রপ্তানি হ্রাস ও দাম কমে যাওয়ায় জেলায় চিংড়ি চাষিরা কাঁকড়া চাষে ঝুঁকছেন।

    আন্তর্জাতিক বাজারে কাঁকড়ার ব্যাপক চাহিদা থাকায় মাত্র কয়েক বছরের ব্যবধানে সাতক্ষীরাতে ‘কাঁকড়া চাষ’ চাষিদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করেছে। চিংড়ির চেয়ে কাঁকড়াতে লাভ বেশি হওয়ায় চাষিরা বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ শুরু করেছেন। এমনকি বেকার যুবকরা সরকারিভাবে কাঁকড়া চাষের উপর বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজি বিনিয়োগ করে কাঁকড়া চাষে ব্যাপক সফলতা পাচ্ছেন।

    সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ১১২টি সরকারি ও ৩৪০টি বেসরকারি কাঁকড়া মোটাতাজাকরণ খামার গড়ে উঠেছে। তৈরির কাজ চলছে আরো কয়েকটি খামার।


    জানা যায়, ২০১৬-১৭ মৌসুমে সাতক্ষীরা জেলায় কাঁকড়া চাষ হয়েছে ৮৪ দশমিক ২ হেক্টর জমিতে, ২০১৫-১৬ অর্থবছরে ৬৩ দশমিক ৮৭ হেক্টর জমিতে, ২০১৪-১৫ অর্থবছরে ৫৩ দশমিক ৩৯ হেক্টর জমিতে কাঁকড়ার চাষ হয়েছে। এছাড়া জেলায় ২০১৩ সালে দুই হাজার তিনশ’ মেট্রিক টন, ২০১৪ সালে দুই হাজার চারশো’ মেট্রিক টন, ২০১৫ সালে দুই হাজার আটশ’ ১৪ মেট্রিক টন, ২০১৬ সালে তিন হাজার মেট্রিক টন, ২০১৭ সালে তিন হাজার চারশো’ মেট্রিক টন কাঁকড়া উৎপাদন হয়। যার প্রায় সবটাই রপ্তানি যোগ্য। এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায়।

    জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলাতে মোট ৪৫২টি কাঁকড়ার ঘের রয়েছে। প্রতিবছর এসব ঘেরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৪-১৫ সালে জেলায় কাঁকড়ার ঘের ছিল ৩৬৪টি, ২০১৫-১৬ সালে তা বেঁড়ে দাঁড়ায় ৩৮০টিতে এবং ২০১৬-১৭ সালে এসে তা দাঁড়ায় ৪৫২টিতে। এভাবে অব্যাহত রয়েছে কাঁকড়া ঘেরের সংখ্যা বৃদ্ধি।
    বিদেশে কাঁকড়ার চাহিদা এখন আকাশছোঁয়া। রপ্তানি তালিকায় অপ্রচলিত এই পণ্যই বদলে দিচ্ছে লাখো মানুষের ভাগ্য। যে হারে চাহিদা বাড়ছে তাতে ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত গলদা চিংড়িকে অদূর ভবিষ্যতে হার মানাতে পারে।

    কাঁকড়া চাষিরা জানান, সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে যে পরিমাণ কাঁকড়া ধরা পড়ে তা প্রাকৃতিক ভাবে রেণু থেকে বড় হয়। এ অঞ্চলের লবণাক্ত পানি ১২ মাস কাঁকড়া চাষের জন্য বিশেষ উপযোগী। তাছাড়া চিংড়ি চাষের জন্য প্রচুর জমি ও অর্থের প্রয়োজন হলেও কাঁকড়া চাষের জন্য জমি ও অর্থ দুটোই কম লাগে। যে কারণে চাষিরা কাঁকড়া চাষে ঝুঁকে পড়ছেন।


    চাষিরা জানান, বাজার থেকে কাঁকড়া কিনে ছোট ছোট খাঁচায় রেখে মোটাতাজা করা হচ্ছে। ২০ থেকে ২২ দিনেই একবার খোলস পরিবর্তন করে প্রতিটি কাঁকড়া। এতে প্রতিটি কাঁকড়ার ওজন বেড়ে দ্বিগুণের চেয়ে বেশি হয়। পরে এই কাঁকড়া রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। আর এতে লাভ বেশি ও রোগবালাই কম হওয়ায় সাতক্ষীরায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে খাঁচায় কাঁকড়া চাষ পদ্ধতি।

    সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কলবাড়ি ব্রিজ সংলগ্ন খাস জমিতে বিশেষ এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের আওতায় শ্যামনগর উপজেলা প্রশাসন গড়ে তুলেছে কাঁকড়া মোটাতাজাকরণ খামার। দুই বিঘা জমির এই খামারে সাড়ে পাঁচ হাজার খাঁচায় কাঁকড়া মোটাতাজা করা হচ্ছে। যার ব্যবস্থাপনায় রয়েছে স্থানীয় বাগদী সম্প্রদায়ের আদিবাসীরা।

    চাষিরা জানান, খাঁচায় চাষকৃত কাঁকড়ার খোলস নরম থাকে। এ কারণে বাজার চাহিদাও বেশি। সাতক্ষীরায় উৎপাদিত এসব কাঁকড়া প্যাকেটজাত করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। দামও পাওয়া যায় ভালো, কেজি প্রতি ৮শ’ থেকে ১২শ’ টাকা পর্যন্ত। ভাইরাস সংক্রমণের আশঙ্কা না থাকায় অনেকেই ঝুঁকে পড়েছেন কাঁকড়া চাষে। যার ফলে সরকারি-বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে জেলায় ৪৫২টি কাঁকড়া মোটাতাজাকরণ খামার গড়ে উঠেছে। আর এ খাত থেকে ক্রমেই বাড়ছে রপ্তানি আয়।


    দেবহাটার বদরতলা এলাকার কাঁকড়া চাষি মানিক চন্দ্র জানান, তিনি একশ’ খাঁচা নিয়ে কাঁকড়ার চাষ শুরু করেন। বর্তমানে তার ঘেরে ১৫শ’ খাঁচায় কাঁকড়া চাষ হচ্ছে। ২২ শতক জমিতে তিনি কাঁকড়া চাষ করছেন। তিনি জানান, চিংড়ির চেয়ে কাঁকড়া চাষে খরচ কম লাভ বেশি। তাই তিনি চিংড়ির পরিবর্তে খাঁচায় কাঁকড়া চাষ করেন। এ বছর তিনি কাঁকড়া বিক্রি করে লক্ষাধিক টাকা লাভও করেছেন। এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে কাঁকড়া চাষে প্রশিক্ষণ নিয়ে তিনি এই কাঁকড়া চাষ করছেন বলে জানান।
    সরকার কাঁকড়া চাষিদের বিনামূল্যে প্রশিক্ষণ ও মূলধন দিচ্ছে বলে জানালেন মনিকা রানী। যিনি বর্তমানে একজন উদ্যোক্তা। দেবহাটার নোড়ারচক এলাকার কানাই লাল ম-লের স্ত্রী। তিনি স্থানীয় মহিলা সমিতির সভানেত্রী। তার নেতৃত্বে ৫৫ জন নারী পুকুরে খাঁচা পদ্ধতিতে কাঁকড়া চাষ করেন। সরকার তাদেরকে ১৫০টি খাঁচা দিয়েছে।

    সরকারিভাবে এ উদ্যোক্তা কাঁকড়া চাষে প্রশিক্ষণ নিয়ে নারীদের মাঝে কাঁকড়া চাষের অভিজ্ঞতা বিনিময় করেন। এতে তার দল কাঁকড়া চাষে সুফল দেখছে। তিনি খুব আনন্দিত। এবার নতুনভাবে কাঁকড়া চাষে সফলতা পাবেন বলে তিনি আশা করছেন।
    এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, কাঁকড়া চাষিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারি খরচে প্রতিদিন কাঁকড়া চাষিদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। সম্ভাবনাময় এ খাতকে এগিয়ে নিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

    সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার জানান, লাভ বেশি হওয়ায় জেলায় কাঁকড়া চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। দেশের মোট রপ্তানির একটি বড় অংশ সাতক্ষীরা থেকে যায়। এছাড়া রপ্তানি আয় বৃদ্ধির জন্য সরকার এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতাও দিয়ে যাচ্ছে।

  • জেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৪৭

    জেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৪৭

    নিজস্ব প্রতিনিধি: জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ।

    গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ১১১ বোতল ফেন্সিডিল, ৭০ পিচ ইয়াবা ও ৫’শ গ্রাম গাজা।

    আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
    জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • নওয়াপাড়া ( দেবহাটা) ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষনা
  • দেবহাটা সদর ইউপির প্রকাশ্য বাজেট অধিবেশন

    দেবহাটা ব্যুরো: দেবহাটা সদর ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, ইউপি সচিব কামরুল ইসলাম বাবু, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আজগার আলী, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য এবাদুল ইসলাম, ইউপি সদস্য কামরুল ইসলাম, ইউপি সদস্য শরিফুল ইসলাম শরিফ, ইউপি সদস্য হাবিবুর রহমান মাছুম, ইউপি সদস্য আরমান হোসেন, ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য গোলাম মোক্তার, ইউপি সদস্যাদের মধ্যে সাবিনা ইয়ামিন, বেগম রোকেয়া ও শাহানাজ পারভিন প্রমুখ। বাজেট অধিবেশনে দেবহাটা সদর ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৮৯ লক্ষ ৪ হাজার ২ শত ২৫ টাকার বাজেট পেশ করা হয়।

  • জেলাপরিষদ সদস্য আল ফেরদাউস আলফার

    কোমরপুরে উদ্যোগে দোয়া অনুষ্ঠান
    গতকাল দেবহাটায় জেলা পরিষদ সদস্য আল ফেরদাউসের উদ্যোগে কোমরপুরে উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসাতে ৪ জন কুরআনে হাফেজ হাফেজী শেষ করায় তাদের পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল বারী, দৈনিক পত্রদূতের উপদেষ্ঠা সম্পাদক এডভোকেট আবুল কালাম আযাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। অন্যান্যদের মধ্যে উপস্থতি ছিলেন দেবহাটাপ্রসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আমির কান চৌধুরী প্রমুখ।

  • কোমরপুরে জেলাপরিষদ সদস্য আল ফেরদাউস আলফার উদ্যোগে দোয়া অনুষ্ঠান

    গতকাল দেবহাটায় জেলা পরিষদ সদস্য আল ফেরদাউসের উদ্যোগে কোমরপুরে উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসাতে ৪ জন কুরআনে হাফেজ হাফেজী শেষ করায় তাদের পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল বারী, দৈনিক পত্রদূতের উপদেষ্ঠা সম্পাদক এডভোকেট আবুল কালাম আযাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। অন্যান্যদের মধ্যে উপস্থতি ছিলেন দেবহাটাপ্রসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আমির কান চৌধুরী প্রমুখ।

  • দেবহাটায় ৪০পিস ইয়াবাসহ নারী আটক

    সখিপুর প্রতিনিধি: গত শুক্রবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে পারুলিয়া এলাকা থেকে ৪০পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
    আটককৃত নারী হলেন, খুলনার দৌলতপুর থানার পাবলা দওবাড়ি এলাকার রানু বেগম(৫০)। তার বিরুদ্ধে দেবহাটা থানায় ১৮/৫/১৮ তারিখে ৯ নং মামলা দায়ের হয়েছে।

  • দেবহাটার খেজুরবাড়ীয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে নলতা বিজয়ী

    বিশেষ প্রতিনিধি: পারুলিয়ার খেজুরবাড়িয়া দক্ষিণা কানন ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল হোসেন।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল-ফেরদৌস আলফা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ২নং পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম ও দেবহাটা সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি প্রভাষক সুজন ঘোষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, শরিফুল ইসলাম, আলহাজ্ব মোক্তার আলী প্রমুখ। টসে জিতে সখীপুর মিতালী সংঘ ক্রিকেট একাদশের সংগ্রহ ১১০ রান। নলতা ক্রিকেট একাদশ ৮ উইকেট বিজয়ী হন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন নলতা ক্রিকেট একাদশের শাওন (২৫বলে ৫৫রান)। উক্ত মাঠে আগামী সোমবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

  • দেবহাটায় রমজানে বাজার স্থীতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

    সখিপুর(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় নিরাপদ আম বাজারজাতকরণ ও আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বন্ধের ব্যবাসীয় ও বাজার কমিটির নের্র্তৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোমিনুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া মৎস্য সেড সমিতির সভাপতি রজব আলী মোল্যা, উপজেলা আম ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুস সেলিম, সহ-সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহাদ আলী খান, মোস্তফা আহম্মেদ, মনিরুল ইসলাম, জিএম আল-মামুন, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আলাউর রহমান, জাহিদুর রহমান, বিভিন্ন বাজারের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। মতবিনিময় সভায় নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ বলেন, দেবহাটা, সাতক্ষীরার আমের দেশে ও দেশের বাহিরে বেশ সুনাম রয়েছে। তাই কোন প্রকার ক্যামিকেল বা স্বাস্থের জন্য ক্ষতিকর এমন কিছু ব্যবহার করা যাবে না। যদি কেউ অসৎ পথ অবলম্বন করে। তার জন্য জেল জরিমানা ও কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। একই সাথে আগামী রমজান মাস ঘিরে হঠাত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি বা পঁচা, বাসি খাবার বিক্রয় করলেও ব্যবস্থা গ্রহন করা হবে। তাই রমজানের শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাজারের দাম স্থিতিশীল রাখার অনুরোধ জানান তিনি।

  • শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও জিপিএ-৫ অর্জনকারীদের সংবর্ধনা প্রদান

    সখিপুর(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, ছাতা, জ্যামিতি বক্স, সাইকেল বিতরণ করা হয়েছে। একই সাথে এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা অফিসার হাফিজ আল-আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা।

  • দেবহাটা উপজেলা পরিষদের সাধারণ সভা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, প্রাণী সম্পদ অফিসার বিষ্ণপদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রনজিত কুমার, এলজিইডি কর্মকর্তা মোমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, বিআরডিপি কর্মকর্তা ইসরাইল হোসেন, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, হিসাবরক্ষণ অফিসার আব্দুস সামাদ, যুব উন্নয়ন অফিসার এছমোত আরা বেগম, সমবায় অফিসার আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মাসিক সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের চলমান ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

  • কুলিয়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন

    নিজস্ব প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইমাদুল ইসলামের সভাপতিত্বে এক বিশেষ সভায় নীতিমালার আলোকে সকল ইউপি সদস্যদের ভোটের মাধ্যমে নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন প্যানেলে ০৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম ১০ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১, সংরক্ষিত মহিলা আসনের ১,২,৩ নং ওয়ার্ড ইউপি সদস্যা ফতেমা খাতুন ৮ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-২ এবং ০৬নং ওয়ার্ড ইউপি সদস্য প্রেম কুমার ০৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়।
    উল্লেখ্য, গত ২৫ মে২০১৬ তারিখে গঠিত প্যানেল চেয়ারম্যান-১ বিকাশ সরকার শারিরিক অসুস্থতা দেখিয়ে ০৯.০৫.২০১৮ তারিখে লিখিত দরখাস্তে দায়িত্ব পালনে অসম্মতি জানায়। এবং প্যানেল চেয়ারম্যান-২ রওনাকউল ইসলাম রিপন ও প্যানেল চেয়ারম্যান-৩ শিরিনা রসুল ব্যক্তিগত কারণে ০২.৫.০১৮ তারিখ প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করে। সে কারণে পরিষদ পরিচালনার জন্য নীতিমালার আলোকে পূর্বের প্যানেল বাতিল করে নতুন প্যানেল গঠন করা হয়।

  • দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে বখাটেদের উৎপাতে অতিষ্ট শিক্ষার্থীরা

    দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে বখাটেদের উৎপাতে অতিষ্ট শিক্ষার্থীরা

    শিক্ষাঙ্গন প্রতিনিধি, দেবহাটা: স্কুলেগামী ছাত্রীদের উত্যাক্ত করা, তাদের দিকে বাজে অঙ্গভঙ্গি করা, শিস দেওয়াসহ বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করার মত ঘটনা দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের আশেপাশে এখন নিয়মিত ব্যাপার।
    বিদ্যালয়টির আশপাশে এখন প্রতিদিনই লক্ষ্য করা যায় বখাটেদের আড্ডা। এদের বেশির ভাগই মাদকাসক্ত। বখাটেরা স্কুল-কলেজের ছাত্রীদের প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। এদের হাত থেকে রক্ষা পেতে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেয় নতুবা অন্য স্কুল বেছে নিচ্ছে। এ অবস্থায় ছাত্রীরা অসহায়, উদ্বিগ্ন তাদের অভিভাবকরা। ইভটিজারারা হয়ে উঠছে বেপরোয়া। তাদের শিকার হয়ে মেয়েরা অনেক সময় আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। ইভটিজিং প্রতিরোধে আইন থাকলেও তার বাস্তবায়নের অভাবে কমছে না ইভটিজিং। সকাল হলেই বখাটেদের দেখা যায় স্কুলের সামনে। সকাল ৯টা থেকে ক্লাস থাকলে ৮টার মধ্যে বখাটেরা স্কুলের সামনে চলে আসে।
    কয়েকদিন আগে ৮ম শ্রেণী ও ১০ শ্রেণীর দুইজন ছাত্রী কুলিয়া থেকে স্কুলে আসার সময় কয়েক জন বখাটে মোটরসাইকেল যোগে এসে তাদেরকে উত্ত্যক্ত করতে থাকে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। প্রতিদিন কোন না কোন বহিরাগতদের আগমন ঘটছে এই স্কুলের সামনে। এ বিষয়ে কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কিছু বাজে ছেলেরা আমাদের মেয়েদেরকে বিরক্ত করে। বখাটেদের জন্য মেয়েদের স্কুলে একাকী যাওয়ার উপায় নেই।
    বিষয়টি নিয়ে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইমাদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং বলেছি যে, স্কুল চলাকালীন সময়ে স্কুলের আশপাশে বিনা কারণে কোন স্থানীয় বা বহিরাগত ছেলেরা আসতে পারবে না। যদি কেউ এসে অশোভনীয় আচরণ করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবো। কোন অপ্রিতিকর ঘটনা ঘটার আগেই বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সুধীজন ও অভিভাবকবৃন্দ।

  • দেবহাটায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

    দেবহাটায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

    দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছে নির্যাতিত ছাত্রীর পিতা। লিখিত অভিযোগটি দায়ের করেছেন উক্ত বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী নাসরিন আক্তারের পিতা ভাতশালা গ্রামের আব্দুস ছালেক ঢালী। অভিযোগে তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। অভিযোগ সূত্রে যায়, উক্ত বিদ্যালয়ের গণিত শিক্ষক মাসুদ করিমের নিকট তার কন্যা নাসরিন প্রাইভেট না পড়ার কারণে মাসুদ করিম তার কন্যাকে কারণে অকারণে অসৌজন্যমূলক আচরণ ও কটুক্তি করে। যার কারণে সে জেএসসি পরীক্ষার পরে তার কন্যাকে অন্য বিদ্যালয়ে ভর্তি করতে চায়। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও কয়েকজন শিক্ষক তার বাড়িতে যেয়ে ভবিষ্যতে এধরনের আচরণ আর না করার প্রতিশ্রুতি দিলে তিনি তার কন্যাকে উক্ত বিদ্যালয়ে অধ্যায়নরত রাখেন। কিন্তু কিছুদিন পর থেকেই আবারো শিক্ষক মাসুদ করিম তার কাছে প্রাইভেট না পড়ার কারণে শ্রেনী কক্ষে বিভিন্নভাবে কটুক্তির মাধ্যমে তার কন্যাকে মানসিক চাপ সৃষ্টি করতে থাকে। গত ইং ২১ এপ্রিল বিনা কারণে তার কন্যাকে মারপিট ও বিভিন্ন অবাঞ্চিত কথাবার্তা বলে। ফলে তার মেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে এবং তার স্বাভাবিক লেখাপড়া ব্যহত হচ্ছে। আব্দুস ছালেক এ বিষয়ে গত ২৪এপ্রিল স্কুলের প্রধান শিক্ষকের নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করেছেন বলে জানান। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করাই তিনি উপযুক্ত বিচার পাওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ জানিয়েছেন বলে জানান। ইউএনও হাফিজ-আল আসাদ জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দেবহাটায় জেলা পরিষদের ১০ প্রকল্পের অনুমোদনপত্র প্রদান

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জেলা পরিষদের ১০ লাখ টাকার দশটি প্রকল্পের অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সার্বিক পরিচালনায় প্রকল্প বাস্তবায়নের জন্য কমিউনিটি পারটিসিপেশন প্রজেক্ট কমিটি (সিসিপিসি) এর কাজের অনুমোদনপত্র প্রদান করা হয়। রবিবার বিকাল ৪টায় জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্যের কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও কমিটির সদস্যদের হাতে উক্ত অনুমোদনপত্র তুলে দেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা। এসময় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ১০ প্রতিষ্ঠানে দশটি প্রকল্পের অনুমোদন প্রদান করা হয়। যার মধ্যে নওয়াপাড়া ইউনিয়নের বেজরআটি আর রহমান জামে মসজিদ, কামিনিবসু জামে মসজিদ, দেবহাটা সদর ইউনিয়নের রাজার বাগ জামে মসজিদ, দেবহাটা বাজার জামে মসজিদ, জাহনাবাদ জামে মসজিদ, বুড়িরবাড়ি জামে মসজিদ, ধোপাডাঙ্গা পাঞ্জেগানা মসজিদ, কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা পাঞ্জেগানা মসজিদ সংস্কার এবং সখিপুর মাধ্যমিক বিদ্যালয় সাইকেল সেড নির্মানের জন্য সর্বমোট ১০টি প্রকল্প প্রদান করা হয়েছে।

  • জেলাব্যাপি এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবেবরাত উদযাপিত

    জেলাব্যাপি এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবেবরাত উদযাপিত

    ডেস্ক রিপোর্ট: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত উদযাপিত হয়েছে। জেলার ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন।

    মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানগণ বিশেষ মোনাজাত ও দোয়া করেন। এই উপলক্ষে সদর উপজেলাসহ জেলার প্রতিটি উপজেলার নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমানগণ কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য এবাদত-বন্দেগীতে মশগুল থাকেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষরা নফল রোজাও পালন করেছেন।
    বাসাবাড়ি ছাড়াও মসজিদে-মসজিদে সারারাত চলে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য এবাদত-বন্দেগী ও মোনাজাত। রাতব্যাপী এবাদত, বন্দেগী, জিকির ছাড়াও এই পবিত্র রাতে মুসলমানগণ মৃত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করেন। তাই এ রাতে কবরস্থানগুলোতেও ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়।
    এদিন সবার ঘরে ভালো-ভালো খাবার-দাবার রান্না করা হয়, এসবের মধ্যে রয়েছে রুটি, বিভিন্ন রুচির হালুয়া ও মিষ্টান্ন। বিকেলে প্রতিবেশীদের মধ্যে এসব খাবার বিতরণ ও পরিবেশন করা হয়। গরীব-দুঃখীদের মধ্যেও খাবার বিতরণ ও অর্থ দান করা হয়।
  • দেবহাটায় জেলা পরিষদের সম্পত্তি উদ্ধার

    সখিপুর প্রতিনিধি: দেবহাটায় মে দিবস উপলক্ষ্যে জেলা পরিষদের সম্পত্তি উদ্ধার পরবর্তী জনসাধারণরে জন্য উন্মুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুরস্থ জেলা পরিষদের সম্পত্তি কুলপুকুর উদ্ধার করে জন সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে উদ্ধার করে উন্মুক্ত করেন জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য আল ফেরদৌস আলফা। তিনি বলেন, জেলা পরিষদের ৮বিঘা সম্পত্তি কুলপুকুর বে-দখল থাকায় পুকুরে অতিমাত্রায় মাছের খাদ্য, সার ও কিটনাশক প্রদান করায় পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী ছিল। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। এখন থেকে কেউ আর পুকুরে মাছ চাষ করতে পারবে না। এমনকি পুকুরের পানি নষ্ট করার সুযোগ পবে না। এতে সর্ব সাধারণ উপকৃত হবে।

  • দেবহাটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

    সখিপুর প্রতিনিধি: দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, পথসভা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিভিন্ন সংগঠন। মহান মে দিবস উদ্যাপন উপলক্ষ্যে গত মঙ্গলবার সকালে পারুলিয়া বাসস্টান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর মোড়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে সখিপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমীক লীগের সভাপতি আবু তাহের।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। আলোচনা সভায় উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা শ্রমীক লীগের সহ-সভাপতি এশারাত আলী, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, মহিলা সম্পাদিকা মাছুরা সাথী, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরাণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আসমোতুল্যা আসমান, দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাজিব হোসেন জজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ বিভিন্ন পর্যয়ের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
    ত্রি-হুইলার সমিতি, দেবহাটা:
    দেবহাটায় বন্ধু কল্যাণ ত্রি-হুইলার মালিক সমিতির উদ্যোগে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত মঙ্গলবার বনবিবি বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিন্দ্রা শ্রমিক সমিতির সভাপতি মিজানুর রহমান। সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চলনায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, জেলা ত্রি-হুইলার মালিক সমিতির সহ-সম্পাদক আক্তারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ত্রি-হুইলার মালিক সমিতির যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার প্রমুখ।