দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঘুর্নিঝড় ফণী’র প্রভাবে ক্ষতিগ্রস্থ ও আশ্রয় কেন্দ্রে অবস্থানরত সাধারন মানুষদের খোজখবর নিতে প্রত্যেকটি আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্র গুলো পরিদর্শন ও শুকনো খাবার বিতরন করেন তিনি। পরিদর্শনকালে ঘুর্নিঝড় ফণী’র প্রভাবে ক্ষয়ক্ষতি সহ সার্বিক বিষয়ে খোজ খবর নেন ওসি। এসময় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এএসআই মোস্তাফিজুর সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Category: দেবহাটা
-

দেবহাটায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের নির্দেশনায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার থেকে শুরু হয়েছে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা। রবিবার সকাল ১০টায় বর্নাঢ্য র্যালী পরবর্তী উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভার মধ্য দিয়ে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সভাপতিত্বে এবং বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পালের সঞ্চালনায় সভাটিতে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ। পরে উপস্থিত অতিথিবৃন্দরা বিজ্ঞান মেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন।
-

দেবহাটায় ভুমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভুমি আইন, ব্যবস্থাপনা ও আইন সচেতনতা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। শনিবার বেসরকারী সংস্থা উত্তরনের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে পারুলিয়াস্থ কার্যালয়ে প্রশিক্ষনটি সম্পন্ন হয়। প্রশিক্ষনে অংশগ্রহনকারী ৩০ জন মহিলা দলনেত্রীকে প্রশিক্ষন প্রদান করেন উত্তরনের দেবহাটা কেন্দ্র ম্যানেজার সফিকুল ইসলাম। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভুমি কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দলনেত্রী রেখা রানী, অমল কৃষ্ণ দেব, শিরিনা আক্তার সহ উত্তরনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
-

দেবহাটায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের পিটিয়ে জখম
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া আহছানিয়া মাদ্রাসার স্বঘোষিত দুর্নীতিবাজ সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুলের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের সদস্যদের ফিল্মি স্টাইলে পিটিয়ে জখম করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে মাদ্রাসা চলাকালীন সময়ে মাদ্রাসার অফিস কক্ষে দুর্নীতির প্রতিবাদ করায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের আজীবন সদস্য ফজিলা খাতুন, হুমায়ুন কবির রাজু, ইব্রাহিম সরদার মিলন ও জাহাঙ্গীর আলম বাচ্চুকে ফিল্মি স্টাইলে অফিসের চেয়ার দিয়ে পিটিয়ে জখম করে দুর্নীতিবাজ স্বঘোষিত সভাপতি শরিফুল ইসলাম বুলু, তার ভাই বহুল আলোচিত আজহারুল ইসলাম সহ তাদের সাঙ্গপাঙ্গরা। মারপিটে আহত মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের সদস্যরা জানায়, মাদ্রাসাটির প্রতিষ।ঠা ও উন্নয়নে যাবতীয় জমি এবং অর্থ তাদের পরিবারের দেয়া। দানকৃত জমির মধ্য থেকে উন্নয়নের জন্য থাকা আলাদা জমিটি হারী দিয়ে হারীর সমুদয় অর্থ মাদ্রাসার উন্নয়ন খাতে সুনিদ্দিষ্ট হিসাবের মাধ্যমে খরচের নিয়ম থাকলেও, ২০১০ সাল থেকে এ পর্যন্ত জমির হারী থেকে প্রাপ্ত প্রায় ১০ লক্ষ টাকার কোন হিসাব না দিয়ে মাদ্রাসার সুপার আমিনুর রহমান, স্বঘোষিত দুর্নীতিবাজ সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলাম আত্মসাত করে চলেছে। শুধু তাই নয়, ২০১০ সাল পরবর্তী এ পর্যন্ত মাদ্রাসায় হওয়া শিক্ষক ও দাপ্তরিক সহ ৫টি পদের নিয়োগে এসব দুর্নীতিবাজরা হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা। সভাপতির ভাই আজহারুল খাতা কলমে অনেক আগে অবসরে গেলেও অদ্যবধি প্রতিদিনই অবৈধভাবে শিক্ষকতার নামে রামরাজত্ব কায়েম করে চলেছে মাদ্রাসাটিতে। তাছাড়া মাদ্রাসায় রিয়াজুল ইসলাম নামের এক নৈশ প্রহরী নিয়োগ দেয়া থাকলেও, ওই নৈশ প্রহরীর নামে বেতন তুলে আত্মসাত করছে আজহারুল ইসলাম ও তার ভাই সভাপতি শরিফুল ইসলাম বুলু। মাদ্রাসায় সর্বশেষ নিয়োগপ্রাপ্ত এনামুল ইসলাম জানান, মাদ্রাসায় নিয়োগ পেতে প্রথমে মাদ্রাসার সুপার আমিনুর, সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে নিয়োগ বোর্ডের সদস্যদের আরো ৫০ হাজার টাকা দিতে হয়েছে। এসব দুর্নীতির ঘটনায় গত ৮ এপ্রিল দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের কাছে মাদ্রাসার সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও জমিদাতা আজীবন সদস্য ফজিলা খাতুন, জাহাঙ্গীর আলম বাচ্চু ও ইব্রাহিম সরদার মিলন। শনিবার মাদ্রাসা চলাকালীন সময়ে সেখানে উপস্থিত হয়ে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের আজীবন সদস্য হিসেবে ফজিলা খাতুন, হুমায়ুন কবির রাজু, ইব্রাহিম সরদার মিলন ও জাহাঙ্গীর আলম বাচ্চু চলমান দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করায় মাদ্রাসার সুপার আমিনুরের মদদে দুর্নীতিবাজ সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলাম সহ তাদের সাঙ্গপাঙ্গরা অতর্কিত হামলা ও মারপিট শুরু করে। এসময় এসব দুর্নীতিবাজ ও তাদের সহযোগীরা ফিল্মি স্টাইলে অফিসের চেয়ার দিয়ে পিটিয়ে জখম করে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের সদস্যদের। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম বাচ্চুকে প্রথমে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসব দুর্নীতি, অর্থ আত্মসাত ও মারপিটের ঘটনায় দুর্নীতিবাজ সভাপতি শরিফুল ইসলাম বুলুর কাছে জানতে চাইলে অনেকটা দাম্ভিকতার সাথে সে জানায়, সাংবাদিকদের তথ্য নেয়ার কোন অধিকার নেই। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে পত্রিকায় লেখেন। তাতে আমার কিছু যায় আসে না। পরবর্তীতে অপর অভিযুক্ত মাদ্রাসার দুর্নীতিবাজ সুপার আমিনুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আয়-ব্যায় ও রেজুলেশনের যাবতীয় খাতাপত্র সভাপতির বাড়ীতে। সভাপতি না বললে আমি কোন তথ্য দিতে পারবো না। এ রিপোর্ট লেখা পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে আহতদের পরিবার সুত্রে জানা গেছে।
-
দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
দেবহাটা প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দেবহাটাতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে স্থানীয় প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা, মাতৃপুষ্টি বিষয়ক কাউন্সিল, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুষ্টি সম্পর্কিত ভিডিও প্রদর্শনী, বয়স্কদের পুষ্টি ও পুষ্টি উন্নয়ন সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, বেসরকারী সংস্থা আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা: নজরুল ইসলাম, ইপিআই প্রশিক্ষক সালাহউদ্দীণ, স্বাস্থ্য পরিদর্শক আজিজুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর অমল চন্দ্র, আবাসিক মেডিকেল অফিসার আবুল হোসেন, ডা: বিপ্লব মন্ডল, অনন্যা রায় সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে।
-
উন্নয়ন মেলায় সখিপুর সমৃদ্ধি কর্মসূচি প্রথম
কবির হোসেন: সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর উদ্যোগে শনিবার তালায় সংস্থার প্রধান কার্যালয়ে উদ্যেক্তা উন্নয়ন মেলা অনুষ্টিত হয়। মেলায় সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকা থেকে আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে ভাল কাজ করা ১৫ জন উদ্যেক্তাকে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত মেলায় সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর ৬টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে। এসকল স্টলের মধ্যে দেবহাটার সখিপুরে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি থেকে ১২ সদস্য অংশগ্রহন করেন । অশগ্রহনকারীরা সখিপুরে পরিচালিত কর্মসূচির উন্নয়নমুখী বিভিন্ন দিক উপস্থাপন করেন। মেলায় অংশ নেয়া প্রতিযোগীদের মধ্য থেকে সখিপুরের সমৃদ্ধি কর্মসূচিকে প্রথম স্থান ষোষনা করা হয় । নব-নির্মিত সাসের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ডিএমডি ফজলুল কাদের। এসময় সংস্থার নির্বাহী পরিচালক শেখ ইমান আলী উপজেলা ভাইস চেয়াম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, সাংবাদিক, শিক্ষক, একাধিক ব্যাংক কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে উদ্যোক্তা উন্নয়ন মেলার উদ্ধোধন করেন তালা উপজেলা চেয়ারম্যান ষোষ সনৎ কুমার -

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় গৃহবধু আহত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সড়ক দুর্ঘটনায় গৌরী ঘোষ (৩০) নামের এক গৃহবধু আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সখিপুর-দেবহাটা সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন তিনি। আহত গৃহবধু গৌরী ঘোষ উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের বিশ্বজিত ঘোষের স্ত্রী ও এনজিওকর্মী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় ভানযোগে বাড়ী হতে সখিপুর মোড়ে যাচ্ছিলেন গৌরী ঘোষ। পথিমধ্যে দেবহাটা থেকে আসা বালু বোঝাই একটি রেজিষ্ট্রেশন বিহীন দ্রুতগতির ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় গৌরী ঘোষ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
-

দেবহাটায় বস্ত্র ব্যবসায়ি সমিতির সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া-সখিপুর বাজার বস্ত্র ব্যবসায়ি সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পারুলিয়াস্থ মায়াজাল শপিং সেন্টারের নিচতলায় বস্ত্র ব্যাবসায়ি সমিতির সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পারুলিয়া-সখিপুর বাজার বস্ত্র ব্যাবসায়ি সমিতির সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু, সহ-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সুমন, কোষাধ্যক্ষ মেহেদী জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আনারুল ইসলাম, নুর ইসলাম খোকন, আব্দুল মহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-

দেবহাটায় মতবিনিময় সভায় বক্তৃতাকালে ওসি বিপ্লব কুমার সাহা অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবেনা
দেবহাটা প্রতিনিধি: অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবেনা উল্লেখ করে আবারো অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্তদের হুশিয়ারী করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। শনিবার সন্ধ্যায় দেবহাটার সখিপুর বাজারে উপজেলা থেকে পর্যায়ক্রমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি ও নারী নির্যাতন নির্মুল করার দেবহাটা থানা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে ওসি বিপ্লব কুমার সাহা এমন মন্তব্য করেন। এসময় তিনি তার বক্তব্যে আরো বলেন,দেবহাটার শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি ও নারী নির্যাতন বন্ধ করতেও পুলিশের অভিযান চলছে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গীবাদের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা উল্লেখ করে ওসি বিপ্লব সাহা বলেন, দেবহাটাকে অপরাধমুক্ত করতে সকল পদক্ষেপই গ্রহন করেছে পুলিশ। তাছাড়া এসব অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে কারো সুপারিশ বা তদবির আমলে নেয়া হবেনা এবং পর্যায়ক্রমে এদের মদদদাতাদেরও আইনের আওতায় আনা হবে। আর এজন্য উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতাও চেয়েছেন ওসি। মতবিনিময় সভায় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, ইউপি সদস্য আকবর আলী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম মনির, এসআই হেকমত আলী, এএসআই রোকন খান, সোহেল হোসেন, ফেরদৌস সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
-

আলীপুর হাটখোলার সাড়ে তিন দশকের গাছটি মরে এখন মরণ ফাঁদ!
নিজস্ব প্রতিনিধিঃ ঃ সদর উপজেলার আলীপুর হাটখোলার সাতক্ষীরা টু কালিগজ্ঞ সড়কের পশ্চিম পাশে শহীদ মিনার এর সামনে প্রায় সাড়ে তিন দশকের ১৮-২০ ফুট(আনুঃ) বেড় বিশিষ্ট একটি শিরিষ চটকা গাছ প্রায় তিন বছর পূর্বে মরে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।ইতোপূর্বে অত্র গাছের একটি বড় শাখা ভেঙ্গে পড়ে এর নীচে থাকা বাক প্রতিবন্ধী ফখরুলের আর্ট ঘ্যালারীর ঘর দুমড়ে পড়েছে। উক্ত গাছের একদিকে রুবি টেলিকম, সিয়াম মোবাইল সার্ভিসিং, শাহীন মটরস অন্য দিকে আলীপুর ইউনিয়ন আ’লীগ অফিস, শাহীনুর স্টোর ও খায়ের হার্ডওয়ার অবস্থিত।বর্তমানে গাছের উভয় পাশের ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী ও ক্রেতারা গাছ বা গাছটির ডাল ভেক্সেগ ব্যাপক জান মালের ক্ষতির আশংঙ্খায় আছে। ইতোপূর্বে সাধারন ব্যবসায়ীরা সড়ক বিভাগকে মৌখিক ভাবে বিষয়টি জানালেও তারা ব্যবস্থা নেয়নি। এব্যাপারে আলীপুর হাট ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তারা জানান, যেহেতু গাছটি বর্তমানে ঝুঁকিপূণ অবস্থানে আছে তাই ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে আমরা জরুরী ভিত্তিতে আমরা দু-এক দিনের মধ্যে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের কাছে মৌখিক ও লিখিত জানাব।
-

দেবহাটায় র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
দেবহাটা প্রতিনিধি: ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের ইনহেল্ডার প্রকল্পের সহযোগীতায় দিবসটি উদযাপনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ অনন্যা ঘোষ, ডাঃ জহিদ হাসান খান, ডাঃ রনজিৎ কুমার রায়, ইপিআই টেকনিশিয়ান সালাহউদ্দীন, স্বাস্থ্য পরিদর্শক আজিজুল ইসলাম, ওয়াল্ড ভিশন পারুলিয়া ব্রাঞ্চের রফিকুল ইসলাম প্রমুখ। এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্য কর্মী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
-

কুলিয়া ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :
কুলিয়া ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তা তালুকদার আবু হাসানাত এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ভূমি অফিস কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল বারি। বাংলাদেশ ভূমি অফিস কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরুজ্জামান, অর্থ সম্পাদক বাসারাত হোসেন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, মোখলেছুর রহমান, সদস্য আব্দুস সবুর, লিয়াকত হোসেন, খান রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, আবু সুফিয়ান, কান্তিলাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সদস্য আব্দুল মুজিদ। এসময় বক্তারা বলেন, তালুকদার আবু হাসানাত দীর্ঘদিন অত্যান্ত সুনামের সাথে জেলার বিভিন্ন ইউনিয়নের কাজ করেছেন। আজ তিনি চাকুরি থেকে অবসর নিচ্ছেন। তিনি কর্মজীবনে আমাদের যে আদর্শ দেখিয়ে গেছেন। তা আগামী প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে। -

সংবাদ সম্মেলন : কুলিয়ায় জেলা পরিষদের জমিতে শর্ত ভেঙ্গে তিনতলা ভবন নির্মান চলছেই
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কালিগঞ্জ পুরান সড়কের পাশে কুলিয়া মৌজায় জেলা পরিষদ মালিকানাধীন জায়গায় ‘ডিসিআর’ গ্রহনের নামে শর্ত ভঙ্গ করে একটি পাকা ¯’াপনা তৈরি করা হ”েছ। এমনকি শর্ত লংঘন করে ওই জমি অন্যের কাছে হস্তান্তরও করেছেন কথিত ডিসিআর গ্রহীতা। ২০১৮ সালের ৩০ জুন ডিসিআরের মেয়াদ শেষ হলেও ওই জমি নিজ দখলে রেখে এসব কাজ করেছেন গ্রহিতা মোছা. মেহেরুননেসা। তিনি দেবহাটার কুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. আসাদুল হকের স্ত্রী। এদিকে জেলা পরিষদের এই জমিতে অবৈধ ¯’াপনা নির্মানে বাধা দিতে গিয়ে নাজেহাল হয়েছেন জেলা পরিষদ সদস্য শাহনওয়াজ পারভিন মিলি ও তার পরিবার। সাবেক চেয়ারম্যান আসাদুল হক তাদেরকে মান হানিকর কথাবার্তার সাথে প্রান নাশের হুমকি দিয়েছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান মিলি। এ সময় তার সাথে উপ¯ি’ত ছিলেন তার স্বামী মো. মোস্তাফিজুর রহমান। জেলা পরিষদ সদস্য শাহনওয়াজ পারভিন মিলি জানান গত ২৯ মার্চ বিকালে তিনি কুলিয়া ইউনিয়ন পরিষদের কাছে জেলা পরিষদের ২ নম্বর খতিয়ানের ৫৭৫,৫৭৬ ও ৫৭৭ দাগে দেড় হাজার বর্গফুটের ওই জায়গায় কিছু লোককে ঘর নির্মান করতে দেখেন। সেখানে উপ¯ি’ত লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন ‘ জায়গাটি সাবেক চেয়ারম্যান আসাদুল হকের কাছ থেকে দুই মাসের জন্য আমরা ভাড়া নিয়েছি’। এ কথা জানার পর তিনি বিষয়টি জেলা পরিষদের সার্ভেয়ার ও ¯’ানীয় জেলা পরিষদ সদস্যকে জানালে তাদের কথা মতো শাহনওয়াজ মিলি তাদের কাজ বন্ধ করতে বলে যান। এমনকি পরদিন তারা মালামাল সরিয়ে নেবেন বলেও জানান । সংবাদ সম্মেলনে শাহনওয়াজ মিলি আরও জানান পরদিন ৩০ মার্চ নির্মান সামগ্রী একই ¯’ানে রয়েছে দেখতে পেয়ে তাদেরকে ফের তাগাদা দেন তিনি। এ সময় তারা বলেন ‘ সাবেক চেয়ারম্যান আসাদুল আমাদের মালামাল সরাতে না করেছেন’। তবে তাকে চাপ দিয়ে বলার সাথে সাথে তিনি মালামাল নামিয়ে নিতে শুরু করেন। অভিযোগ করে শাহনওয়াজ মিলি বলেন কিছুক্ষন পর আসাদুল হক তাকে ফোনে ব্যঙ্গ করে বলেন ‘ আপনি জেলা পরিষদ সদস্য? সামনে আসেন আপনার চেহারাটা দেখি’। এরপরই তিনি আরও জানতে পারেন আসাদুল হক ৫০/৬০ জনের একদল লাঠিয়াল নিয়ে কাছাকাছি এলাকায় অব¯’ান করছেন। তিনি তার স্বামী মোস্তাফিজুর রহমানকেও ফোনে হুমকি দিয়ে গালাগাল করছেন। ঘটনাটি দেবহাটা থানা পুলিশকে জানালে ঘটনা¯’লে আসেন এসআই মনির। তার আগেই আসাদুল হক লোকজন নিয়ে এলাকা ত্যাগ করেন বলে জানান মিলি।
মিলি আরও জানান বিষয়টি জানানোর জন্য তিনি বারবার জেলা পরিষদ চেয়ারম্যানকে ফোন করেও তার সাথে কথা বলতে ব্যর্থ হন। এদিকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুকে আসাদুল হক এ প্রসঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে বলেন ‘ আমার বেয়াইয়ের কি শক্তি কমে গেছে, ধরে পিটিয়ে দিতে পারেন নি’। পরদিন আসাদুল একই কথার পুনরাবৃত্তি করে তার স্বামী মোস্তাফিজকে বলেন ‘চেয়ারম্যান আমাদের মারতে বলেছেন’। এ সময় আষ্ফালন করে আসাদুল হক আরও বলেছেন ‘ তোরা থানায় গিয়েছিস, আমিও তোদের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদাবাজির মামলা দেবো। দেখা যাবে কার মামলায় কেরাম জোর’। মিলি সংবাদ সম্মেলনে আরও বলেন তিনি আবারও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দেন। ১ এপ্রিল একই ¯’ানে ফের নির্মান কাজ শুরু করলে পুলিশের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। এরই মধ্যে আসাদুল হক তার স্ত্রীর নামে আগের বছর নেওয়া সেই ডিসিআর নবায়নের জন্য অনেকের দ্বার¯’ হতে থাকেন। অবশেষে তিনি জেলা পরিষদে প্রভাব খাটিয়ে আগামি সভার সিদ্ধান্ত সাপেক্ষে ৩ এপ্রিল ডিসিআর নবায়নের আদেশ নিয়েছেন চেয়ারম্যানের কাছ থেকে। এর পর থেকে ডিসিআর পেয়ে গেছি বলে তোলপাড় তুলে জেলা পরিষদের সেই জমিতে শর্ত লংঘন করে তিন তলা ভবন নির্মানের কাজ শুরু করেছেন আসাদুল হক।
লিখিত বক্তব্যে শাহনওয়াজ পারভিন মিলি আরও বলেন ‘ আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি মাত্র, ভূমি দস্যুদের হাত থেকে ভূমিহীনদের অধিকার আদায় করতে চেয়েছি। আসাদুল হক কিংবা তার স্ত্রী ওই জমির ডিসিআর গ্রহিতা হতেই পারেন । কিš‘ গত বছরের জুনে মেয়াদ শেষ হবার পর ২৯ মার্চ পর্যন্ত তো ওই জমি জেলা পরিষদেরই ছিল। অথচ কথিত ডিসিআর হোল্ডার সে জমি কারও কাছে যেমন হস্তান্তর করতে পারেন না , তেমনি সেখানে আইন ও শর্ত লংঘন করে তিনতলা পাকা ঘর নির্মান করতে পারেন না। এমনকি এ জমি তার নিজের বলে দাবিও করতে পারেন না। অথচ আসাদুল হক বারবার হুমকি দিয়ে বলছেন ‘ আমার জমিতে কেনো গেছিস’। শাহনওয়াজ পারভিন মিলি এ ঘটনার প্রতিকার দাবি করে জেলা
প্রশাসক এবং পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন। তিনি তার বক্তব্যে আরও অভিযোগ করে বলেন ‘ আসাদুল হক সাতক্ষীরা শহরে তার শরিক ফাঁকি দেওয়া জমিতে মার্কেট বানিয়েছেন। বাস টার্মিনালের পাশে সিরাজুল ইসলামের জমি দখল করে বাড়ি নির্মান করেছেন। তার সাবেক স্ত্রী দিলরুবা রুবির মালিকানাধীন ঘের লুট করতে গুন্ডা বাহিনী পাঠিয়েছেন। ক্ষিপ্ত হলেই যাকে তাকে তিনি বলেন ‘ আমি তোর বাপ’। এমনকি তার ভাগনে মোস্তাফিজুর রহমান ( শাহনওয়াজ পারভিন মিলির স্বামী) কেও গালি দিয়ে বলেছেন ‘ আমি তোর বাপ’। প্রশ্ন তুলে তিনি আরও বলেন যার সন্তান ও পেটুয়া বাহিনী দিনে রাতে চাঁদাবাজি করে ও জীবননাশের হুমকি দিয়ে জনজীবনে অশান্তি ডেকে আনছেন সেই আসাদুলের কাছে কারও চাঁদাদাবির অভিযোগ হাস্যকর। -
কুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে গোপনে তৈরী হচ্ছে শিশুদের পেপসি,হুমকীর মুখে শিশু স্বাস্থ্য
মোঃ ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দক্ষিণ কুলিয়ায় সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে প্রশাসনের নাকের ডগায় গোপনে তৈরী হচ্ছে শিশুদের প্রীয় খাবার পেপসি ও বেকারী খাদ্য।সরেজমিনে গিয়ে দেখাযায়, কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও স্যার আনছার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে দক্ষিন কুলিয়া গ্রামের শফিকুল ইসলাম(মাছ শফি) ও তার দুই পুত্র শরিফুল ইসলাম এবং আরিফুল ইসলাম গোপনে স্বাধারণ টিউবঅয়েলের পানি বালতিতে ভরে তাতে বিষাক্ত ক্যামিক্যাল রং, চিনি, স্যাকারিন ও পেপসির ফ্লেভার দিয়ে শিশু দের প্রীয় খাবার পেপসি তৈরী করছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং শিশুদের জন্য ক্ষতিকর।এছাড়া পাশেই দেখা যায় পোড়া মবিল জাতীয় তেল দিয়ে বিভিন্ন বেকারী খাদ্য তৈরীর চিত্র।এমতাবস্তায় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বেকারী মালিক বিষাক্ত ক্যামিক্যাল ও পেপসির বালতি সহ বেকারী খাদ্য লুকানোর চেষ্টা ও দিকবেদিক ছোটাছুটি করতে থাকে।এসময় বেকারী মালিক শফিকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আর ব্যবসা করিনা মালামাল গুলো সরানোর ব্যবস্থা করছিলাম।এব্যাপারে স্যানিটারী ইন্সপেক্টর এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার যোগাযোগ পাওয়া যায়নি।
-

দেবহাটায় র্যাবের অভিযানে ১৫০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না আটক
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়াতে অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসিনা খাতুন ময়না (৩৫) কে আটক করেছে র্যাব। বৃহষ্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৬ এর ডিএডি শামীম আহম্মেদের নেতৃত্বে কুলিয়া সোনালী ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসিনা খাতুন ময়নাকে আটক করে র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী হাসিনা খাতুন ময়না দেবহাটার কুলিয়ার আব্দুল জব্বারের মেয়ে। দীর্ঘদিন ধরেই ইয়াবা সহ মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলো সে। এব্যাপারে র্যাব- ৬ এর ডিএডি শামীম আহম্মেদ বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-৩) দায়ের পরবতী মাদক ব্যবসায়ী ময়নাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
-

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা : বাড়ী ভাঙচুর,লুটপাট
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধকে কেন্দ্র করে কওছার আলী গাজী (৪৫) নামের এক অসহায় পরিবারের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ী ভাঙচুর,নগদ টাকা-স্বর্নালঙ্কার, ইঞ্জিনভ্যান সহ অন্যান্য মালামাল লুটপাট এবং পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। কওছার আলী উপজেলার পুষ্পকাটি গ্রামের কেয়ামদ্দীন গাজীর ছেলে এবং কুলিয়া ইউনিয়নের বিল শিমুলবাড়ীয়া গ্রামের বাসিন্দা। বৃহষ্পতিবার রাত ১১ টার দিকে বিল শিমুলবাড়ীয়া গ্রামের কওছার আলীর বাড়ীতে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনাটি ঘটে। এঘটনায় ক্ষতিগ্রস্থ কওছার আলী জানান, বিল শিমুলবাড়ীয়া গ্রামে তার বসত ভিটা ও পাশ্ববর্তী একটি মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত ফজলুল কাদের খোকনের স্ত্রী সাতক্ষীরা শহরের সুলতানপুরের বাসিন্দা রওশনারা খাতুন রুবি’র সাথে বিরোধ চলে আসছিলো। বৃহষ্পতিবার রাত ১১ টার দিকে প্রতিপক্ষ রওশনারা খাতুন রুবি’র কথামতো চরবালিথা গ্রামের মোস্ত মোল্যার ছেলে এমদাদুল হক, বিল শিমুলবাড়ীয়া গ্রামের মোস্তফা সরদারের ছেলে লিয়াকাত হোসেন, মৃত সাত্তার সরদারের ছেলে বাবলু সরদার, মৃত সরো সরদারের ছেলে সাইফুল্লাহ, সাইফুল্লাহ সরদারের ছেলে জুয়েল, ছরু সরদারের ছেলে রিয়াজুদ্দীন, আজিজ সরদারের ছেলে মাহফুজ, মিজান, রফিকুল বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন অজ্ঞাত ২০/২৫ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের বসতভিটায় অতর্কিত হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ী, গোয়ালঘর, সৌর বিদ্যুতের প্যানেল, ঘরের শোকেস, অন্যান্য আসবাবপত্র ভাঙচুর সহ মালামাল লুট করতে থাকে। এসময় হামলাকারী সন্ত্রাসীরা তাদের ঘরের দেয়াল,এ্যরামিটের চাল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে দু’লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের পাশাপাশি ঘরের শোকেসে থাকা নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্নালঙ্কার, একটি ইঞ্জিনভ্যান ও বাই সাইকেল সহ অন্যান্য মুল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এঘটনায় বাঁধা দিতে গেলে অসহায় কওছার আলী, তার স্ত্রী জাহেদা ও মেয়ে হেনা খাতুনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তার স্ত্রী জাহেদাকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দেবহাটা থানা পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের আসামী করে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।
-

পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবর উপলক্ষ্যে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন সিদ্দীকি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাহমুদ গাজী, সহকারী শিক্ষক শাহাবুদ্দীন, জাহানারা জেসমিন, আব্দুল কাদের রাজু, শফিউল আজম, কোহিনুর আক্তার, ইব্রাহিম খলিল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-
কুলিয়ায় সরকারী খাল দখল করে মাছ চাষের অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নুনেখোলা এলাকায় সরকারী খাল দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে।এলাকা বাসী জানান, নুনে খোলা হতে বিধান বর্মন এর বাড়ি অভিমুখে লাবণ্যবতীর শাখা খালটি অত্র এলাকার ঘের গুলোর পানি উঠানো ও নিষ্কাশনের একমাত্র রাস্তা।শুধু তাইনা বর্ষায় যখন পুরো এলাকা ও ঘের গুলোপ্লাবিত হয় তখন উক্ত খালটি পানি নিষ্কাশন করে শত শত ঘের ব্যবসায়ী দের লক্ষ লক্ষ টাকার ক্ষতির হাত থেকে বাচায় খালটি।কিন্তু নুনে খোলা গ্রামের মনিরুদ্দীন গাজীর ছেলে ইব্রাহীম গাজী ও একই এলাকার প্রসন্ন সরকারের ছেলে অমল সরকার ক্ষমতার জোরে উক্ত খালটি দখল করে মাছ চাষ করছে।এব্যাপারে কুলিয়া ইউনিয়ন আ’লীগ এর সভাপতি রুহুল কুদ্দুসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দখলকারীরা এলাকায় ভূমি দস্যু হিসাবে পরিচিত।এলাকাবাসী খাল দখলের বিষয়ে আমাকে অবহিত করেছিল তবে খালটি দখল মুক্ত করা সম্ভব হয়নি।এলাকাবাসী আগামী বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনের লক্ষে খালটি দখল মুক্ত করার জোর দাবী জানিয়েছে প্রশাসনের উদ্ধর্ত্বন কর্তৃপক্ষের কাছে।
