প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আতাউর রহমান এর পিতা বীর মুক্তিযোদ্ধা বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য এবং খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি অজিয়ার রহমান গোলদার খুলনায় চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ৫ পুত্র ১ কন্যাসহ অসংখ্যা আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর তালা উপজেলার হরিহরনগর ফুটবল মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলার সাংগঠনিক কমিটির তালা উপজেলার দায়িত্বপ্রাপ্ত আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.হ.ম. তারেক উদ্দীন, সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদস্য ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, সদস্য ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, সদস্য ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাস, সদস্য ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার প্রকাশনা সম্পাদক প্রণব ঘোষ বাবলু, সদস্য ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সদস্য ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার ও সদস্য মীর জাকির হোসেন।
Category: তালা
-

বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের তালা উপজেলা সাংগঠনিক কমিটির শোক
-

পাটকেলঘাটায় ভোক্তা সংরক্ষনের অভিযানে দুই ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
সুমন চক্রবত্তী(পাটকেলঘাটা) প্রতিনিধিঃ বেশিদামে পন্য বিক্রি সহ অস্বাস্থ্যকর পরিবেশ ভেজাল পন্য উৎপাদনের দায়ে দুই ব্যাবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। রবিবারে সকালে পাটকেলঘাটার চৌগাছা ও ওভার ব্রিজ এলাকায় অভিযান চালায় তারা। এসময় চৌগাছা এলাকার ফারিয়া ফুডের সত্তাধিকারী শেখ মাহাফুজুল হককে ভেজাল খাদ্য উৎপাদনের জন্য ৫হাজার টাকা ও ওভার ব্রিজ এলাকার নাভানা ট্রেডার্সের সত্তাধিকারী শেখ মেহেবুব ইসলামকে বেশি দামে তেল বিক্রির কারনে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
সাতক্ষীরা ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, জেলা ব্যাপি অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য উৎপাদান সহ অসাধু ব্যাবসায়ীর বেশি দামে পন্য কারনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনহীন হয়ে পড়ছে। একারনে জেলা ব্যাপি এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ পাটকেলঘাটায় দুই ব্যাবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য স্থিতি রাখা সহ ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
-

পাটকেলঘাটায় মৎস্য ঘের জবর দখলের বিরুদ্ধে আদালতে মামলা

সংবাদ বিজ্ঞপ্তি : তালার পাটকেলঘাটায় মৎস্য ঘের বেড়িবাঁধে বাধা প্রদান ও জবর দখলের চেষ্টার বিরুদ্ধে আদালতে মামলা দাখিল করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।মোঃ জাহাঙ্গীর আলম নিজের ও লীজ কৃত মৎস্য ঘেরে বেড়িবাঁধ দেওয়ার সময় জোরপূর্বক বাধা প্রদান করায় একই এলাকার স্বপন কুমার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি-১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ১১ মে বিজ্ঞ আদালতে মামলায় শুনানি শেষে বিজ্ঞ আদালত ওসি পাটকেলঘাটা কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন পাশাপাশি সহকারী কমিশনার ভূমি তালা কে দখল বিষয়ে তদন্ত পূর্বক বিজ্ঞ আদালতে মতামত প্রদান এবং দ্বিতীয় পক্ষ কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
আদালতের মামলার সূত্রে মতে জানা গেছে অভিযোগ কারী উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে একই গ্রামের মৃত তারক মন্ডলের ছেলে শ্রী স্বপন কুমার মন্ডল কে বিবাদী করে বিজ্ঞ আদালতে অভিযোগে উল্লেখ করেন যে, বাদী তার পিতা , চাচা ও প্রতিবেশীদের কাছ থেকে মৎস্য ঘের লীজ গ্রহন করে ১২ বিঘা জমিতে বেড়িবাঁধ নির্মাণ করছেন কিন্তু বিবাদী তার গ্রহন কৃত চুক্তির মেয়াদ পত্র ইতিপূর্বে ৪-৫ বছর লশেষ হওয়ার পরো গায়ের জোরে ক্ষমতা অপব্যবহার করে বাদীর বেড়িবাঁধে বাধা প্রদান সহ ড্রেজার মেশিন ভাংচুর করেছে।গত ৯ ই মে এমন কর্মকান্ডের পর পত্রিকার চেয়ে বিজ্ঞ আদালতে পিটিশন-৭৯৯/২২ নং মামলা দাখিল করেন।
এ বিষয়ে বিবাদী শ্রী স্বপন কুমার মন্ডল এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার জানান, বিজ্ঞ আদালতে মামলা হয়েছে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আদালতের কোন নির্দেশ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে। -

তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক তৌহিদুজ্জামান আর নেই
তালা প্রতিনিধি :তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান (৫৪) আজ বৃহস্পতিবার সকালে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তৌহিদুজ্জামান দীর্ঘদিন ধরে তালা বাজারে বসবাস করতেন।
তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। তালা মহিলা কলেজে তিনি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তৌহিদুজ্জামান প্রতিষ্ঠাকালীন থেকে তালা মহিলা কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।
-
তালা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তালা প্রতিনিধি :তালা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকালে তালা প্রেসক্লাবের হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা ওয়ার্কার্স পাটি সভাপতি রফিকুল ইসলাম, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগনেতা ইন্দ্রজিৎ দাশ বাপী, সৈয়দ ইদ্রিস, শাহিীনুর রহমান খাঁ, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, দেবাশীষ দাশ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ শফিউর রহমান ডানলাপ, ওয়ার্কার্স পার্টি নেতা সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, সাধারণ সম্পাদক এহসান দ্বীপ, ছাত্রলীগ নেতা শেখ তুহিন, আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসান,ইউপি সদস্য শফিকুল ইসলাম খাঁ প্রমুখ।
এসময় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৌহিদুর রহমানের দোয়া মোনাজাতে তালা প্রেস ক্লাবের প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনাসহ প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর শারীরিক সুস্থতা কামনায় দোয়া করা হয়।
-

তাবলিগে গিয়ে ঢাকা থেকে সাতক্ষীরার মুসল্লি নিখোঁজ
সংবাদ বিজ্ঞপ্তি :
তালা থেকে ৪০ দিনের তাবলিগে গিয়ে রাজধানীর কাকরাইল এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মুসল্লি আব্দুস সালাম হালদার। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে নিখোঁজ হন তিনি। মুসল্লি আব্দুস সালাম হালদার (৯০) তালা সদরের ডাঙ্গানলতা গ্রামের মৃত. আহম্মদ হালদারের ছেলে।
নিখোঁজের ছেলে মোহাম্মদ আলী হালদার জানান, ৪০ দিন আগে ডাঙ্গানলতা গ্রামের ৩১ জন মুসল্লি একত্রে তাবলিগে যান ময়মনসিংহ জেলায়। বুধবার (২০ এপ্রিল) তাবলিগের জামাত শেষ হওয়ার পর সকলে একত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাতে রাজধানীর কাকরাইল মসজিদে পৌঁছায় তারা। সেখান থেকে একত্রে সবার বাড়ি ফেরার প্রস্তুতিতে ছিলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১.৫০ মিনিটে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের টিকিট করেন সবাই। আমার বৃদ্ধ বাবা ভুলবশত অন্যকোন পরিবহনে উঠে পড়েন। সঙ্গী মুসল্লিরা অনেক খুঁজেও কোন সন্ধান মেলাতে পারেননি। পরে বাকি ৩০ মুসল্লি বাড়িতে ফিরেছেন। বাবার কাছে কোন মোবাইলও নেই। তাছাড়া বয়সের ভারে তিনি নিজের পরিচয়ও ঠিকমত দিতে পারেন না।
তাবলিগে সঙ্গে থাকা মুসল্লি ডাঙ্গানলতা গ্রামের নুর ইসলাম মোড়ল বলেন, অনেক খোঁজাখুজি করেও বৃদ্ধ আব্দুস সালাম হালদারের সন্ধান মেলেনি। আমরা এক সঙ্গে ছিলাম। কাকরাইল মসজিদের সামনে থেকে ইমাদ পরিবহনের গাড়ির টিকিট কাঁটা হয়েছিল। অন্যকোন গাড়িতে উঠে পড়েছেন বলে ধারণা করছি। পরে আমরা বাড়িতে ফিরে এসেছি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, তাবলিগে গিয়ে রাজধানী থেকে বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনাটি জেনেছি। ওই পরিবারকে থানায় ছবিসহ সাধারণ ডায়েরীর পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ ডায়েরীর পর পুলিশের পক্ষ থেকে বৃদ্ধের সন্ধানের জন্য তৎপরতা শুরু করা হবে। এছাড়া যদি কোন মানুষের সামনে পড়ে তবে থানার (০১৩২০১৪২২৩১) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি। -
তালায় আশ্রায়ন প্রকল্পের ঘরের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির
Inbox
সাতক্ষীরা তালায় আশ্রায়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের ৪৭ টি ঘরের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে তিনি তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের মহান্দী ও নলতা গ্রামে সরকার কর্তৃক ক্রয়কৃত জমির উপরে ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাংবাদিক সেলিম হায়দার, এস এম নাহিদ হাসান, ঠিকাদার মিজানুর রহমান প্রমুখ।
-

সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সুভাষ চন্দ্র সেন
তালা অফিস ॥
সাতক্ষীরার তালার সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন বিনা প্রতিদ্বি›িদ্ধতায় নির্বাচিত হয়।
কোনো প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান সুবাস চন্দ্র সেনকে নির্বাচিত ঘোষনা করেন। এসময় অবিভাবক সদস্য ইমদাদুল সরদার, আমিনুর ইসলাম, দেবব্রত হালদার, হাসানুজ্জামান ও সবিতা মল্লিক, দাতা সদস্য দেবপ্রশাদ মুখার্জী টিআর সদস্য অম্বর কুমার দাশ, হোসনেয়ারা বেগম উপস্থিত ছিলেন। -

তালার জালালপুর খাল খনন শুরু উৎসাহ কৃষকদের মধ্যে
জালালপুর প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ১১ নং জালালপুর ইউনিয়নের জালালপুর খাল খনন কাজ চলছে দ্রুতগতিতে। খনন কাজ শেষ হলে সুফল পাবে হাজারও কৃষকরা। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী এবার পূরন হতে চলেছে এমনটায় জানালেন অনেক কৃষকরা। তারা জানান, প্রতিবছর বর্ষামৌসুমে আমাদের এলাকার মানুষের বাড়িতে ও ফসলি জমিতে প্রায় ৪/৫ মাস পানিতে তলিয়ে থাকে। এই খালটি খনন শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত খেকে রক্ষা পাবো।
জানাযায়, পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জালালপুরের ৬ কিলোমিটার ও সাতক্ষীরা সদরের ঝাওডাঙ্গা ইউনিয়নের হাজিপুর খাল মিলে একটি প্যাকেজে মোট ৯৭৬০ মিটার খাল পূন:খনন করা হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে ফসলি জমি রক্ষা পাবে।
স্থানীয় কৃষকরা বলছেন, এ অঞ্চলের খালগুলো পুন:খনন করা হলে জমিগুলো জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। কৃষক আব্বাজ আলি,অলিয়ার,হাবিব, বাবলুর রহমান, তহিদুর রহমান, রফিকুল ইসলাম বলেন, খালগুলোতে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকার কারনে জলাবদ্ধতার কবলে পড়েন তারা। বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড সাতক্ষীরা পওর বিভাগ-২ খালটি পুন:খনন করার কারনে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবো আমরা। তাছাড়া শুকনো মৌসুমে খালের পানি ব্যবহার করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারবো আমরা। খাল খননে কোন অনিয়ম হচ্ছে কিনা জানতে চাইলে তারা বলেন, আমরা তো ভালো বুঝিনা তবে মনে হচ্ছে খনন কাজ ভালো হচ্ছে।এই ভাবে খনন কাজ চললে আমরা সুফল পাবো।উক্ত প্রকল্পের কাজ পাওয়া খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং এর কর্মকর্তা রাসেল বলেন, প্রাকৃতিক র্দূযোগ না হলে নির্দিষ্ট সময়ে খাল খনন কাজ শেষ করতে পারবো বলে আশা করছি। খাল খননে কোন প্রকার বাধার সম্মুখীন হতে হয়নি। এলাকাবাসীর পাশাপাশি জনপ্রতিনিধিরা সর্বদা কাজের খোজ খবর নেন ।
জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল হক লিটু বলেন, খালটি খননে আমার ইউনিয়নবাসী অনেক উপকার পাবে, আমি খননের ব্যাপারে খোজ খবর নিচ্ছি। খনন কাজ ভালো হচ্ছে বলে তিনি জানান।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলনে, খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং এর সাথে চুক্তি অনুযায়ী খনন কাজ শুরুর কথা ১৭-১১-২০২১ তারিখ আর কাজ শেষ করার কথা ৩০-০৬-২০২২ তারিখে। আমাদের কর্মকর্তারা সার্বক্ষনিক খোজখবর নিচ্ছেন। খনন কাজ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আমি মনে করি।
-

বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায়
তালা প্রতিনিধি ॥১৯৭১ সালে তালা থানা মুজিব বাহিনীর প্রধান,রাজনৈতিক, বাম প্রগতিশীল বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) সকাল ১০টায় তালা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে মোড়ল আব্দুস সালামের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু।তিনি তার বক্তব্যে বলেন, মোড়ল আব্দুস সালাম ছিলেন একজন অস্প্রদায়িক, খাটি বাঙালি, একজন নিলোভ বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন আমাদের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অস্প্রদায়িক আধুনিক বাঙলা গড়ার বটবৃক্ষ।
সভায় বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের সভাপতি মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোড়ল আবু বকর, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস শুকুর, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রাম রামকৃষ্ণ, জেএসডি নেতা গোবিন্দ ভদ্র, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাসদ নেতা দেবাশীষ দাশ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এম ফয়সাল, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, সেকেন্দার আবু জাফর বাবু, অর্জুন বিশ^াস, আমরাবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, আমরাবন্ধু তালা উপজেলা সমন্বকারী তাপস সরকার, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান তিতু, মীর কল্লোল হোসেন, ব্যবসায়ী আরশাফুল, যুব নেতা মীর জিকো, আসমা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে কেক কাটা হয়। -

তালায় মাহফিলকে কেন্দ্র করে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালায় মাহফিলকে কেন্দ্র করে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ অনলাইন পোর্টালে প্রকাশের প্রতিবাদে এক সংবাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়ালানলতা গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে খেজুরবুনিয়া বাজার জামে মসজিদের ইমাম আব্দুল মাজেদ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার (২৯ মার্চ) তালার আটারই গ্রামে জান্নাতুল ফেরদৌস ফুরকানিয়া মাদ্রাসা ও আদর্শ যুব কমিটি কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু মাহফিলের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন রাগান্তিত হয়ে মঞ্চ থেকে নেমে চলে আসে। এরপর সরদার জাকির হোসেনের সাথে আমার বা মাহফিল কমিটির কারো কোন বিষয়ে তর্ক-বিতর্কের ঘটনা ঘটেনি। কিন্তু কে বা কারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য পরিবেশন করে পত্র-পত্রিকায় নিউজ করিয়েছে। এমনকি কোন সাংবাদিক আমার কাছ থেকে কোন ধরণের বক্তব্য না নিয়েই মনগড়া সংবাদ পরিবেশন করেছেন। যেটি আদৌও সত্য নয়, মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আমি একজন নিরীহ ধর্মপ্রাণ মানুষ। আমাকে জড়িয়ে এমন সংবাদ পরিবেশন করায় আমি খুবই বিব্রত। তাই আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরার আহবান জানান।
এ বিষয়ে তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, উক্ত মাহফিলের প্রধান অতিথি ছিলাম আমি। কিন্তু ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাহফিল থেকে আমি চলে আসি। পরে ফেসবুকে দেখলাম আমাকে জড়িয়ে অনলাইন পোর্টালে মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। -

জেলা তথ্য অফিসের আয়োজনে তালায় “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক” মহিলা সমাবেশ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বুধবার বিকাল ৩টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, সহকারি তথ্য অফিসার, মোঃ রমজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক।
জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন কর্মকান্ড, সামাজিক ও পারিবারিক সচেতনতা, গুজব, সাম্প্রদায়িক সম্প্রিতি ইত্যাদি বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হলে আমাদের জনকল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন তার ধারাবাহিকতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। অনুষ্ঠানের সভাপতি তালা উপজেলা নির্বাহী অফিসার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, কেউ গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। তিনি আরো বলেন আগামী প্রজন্মকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে হলে আমাদের সন্তানদের মাদক থেকে অবশ্যই দূরে রাখতে হবে। এ সময় সরুলিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, সুধীজনসহ এলাকার চারশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। -

আখেরী মোনাজাতে সমাপ্ত হল তালার ৯১তম সাধু সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি: আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় আধ্যাতিœক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৯১তম চারদিন ব্যাপী সাধু সম্মেলন সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৮টায় তালার শিবপুরে সমাপনী আলোচনা ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠাণটি সমাপ্ত হয়।
৪ দিন ব্যাপি এ অনুষ্ঠানে সাধকপুত্র তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাতক্ষীরা মুহাম্মাদ হুমায়ুন কবির,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ,উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) ফখরুল আলম খান,অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ,তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দীন প্রমুখ।
সমাপনী আলোচনা রাখেন কুষ্টিয়া লালন একাডেমীর সদস্য আব্দুল কাদের চিশতি, ঢাকার আজমেরী খানকা শরীফের মোহাম্মাদ আলী, মাওলানা আব্দুল আলীম, সাধক মোতাহার আলী, খুলনা বেতারের লেখক ও গায়ক এস.এম সিরাজুল ইসলাম, মাওলানা খাজা নাজিমুদ্দিন বুলবুলি, নওয়াপাড়ার সাধক আমিন ভান্ডারী, চুয়াডাঙ্গার সাধক রুহুল ফকির, যশোর থেকে আগত সাধক আফসার সরদার।
আলোচনায় সাধকরা বলেন, মানবসেবা পরম ধর্ম মানবসেবা শ্রেষ্ঠ ধর্ম। প্রত্যেক সৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তার বিচরণ। আমরা সবাই সৃষ্টিকর্তাকে পেতে চাই। তাকে খুশি করতে চায়। ধর্মীয় এ অনুষ্ঠাণটি শিক্ষা দেয় সকলে ভেদাভেদ ভূলে মিলেমিশে পথচলার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যে যার ধর্ম পালন করবে। উস্কানি দিয়ে ধর্মের নামে সহিংসতা করা যাবে না।
সাধকরা আরও বলেন, চারদিন ব্যাপী সাধু সম্মেলনে ধর্মীয় নানা আলোচনা হয়েছে। এটি থেকে যার যে বিষয়টি পছন্দ হয় সেটি শিক্ষা নিয়ে পথ চলতে হবে। সৃষ্টিকে ভালোবেসে সৃষ্টিকর্তার সানিধ্য লাভ করতে হবে। আমরা সবাই জান্নাতবাসী হয়ে চায়। সেটির জন্য সকলকে আল্লাহ্’র দেখানো পথে নবী রাসূল (সাঃ)কে আদর্শ মেনেই চলতে হবে। আলোচনা শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সাধকপুত্র এস.এম নজরুল ইসলাম। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক সাধকবৃন্দ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। -

নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ পালিত
নিজস্ব প্রতিনিধি : নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানের পর বিকালে মো. মিজানুর রহমান এবং নগরঘাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি মো. শাহজাহানের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মো. আব্দুস সামাদ সরদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল গাজী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, খলিলুর রহমান, সহকারি শিক্ষক হাসিনা খাতুন, আহারুন নেছা, মো. মুরাদ হোসেন, মো. ইসরাইল হোসেন, সাংবাদিক মো. জাবের হোসেন, সাংবাদিক মো. শাহিন হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থ, অভিভাবক এবং গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ। -

নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র আবারও মাদ্রাসা তৈরীর অভিযোগ
: ভৌতিক ও অবকাঠামো বিহীন নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র আবারও অনুমোদন বিহীন অবৈধ মাদ্রাসা তৈরীর অভিযোগ উঠেছে। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ২নং নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা মৌজার এস.এ ১৬৪৮ নং খতিয়ানের ১৬৮৯ দাগে নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নাম করে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল অবৈধ সুবিধা নিতে থাকে। এঘটনায় নগরঘাটা গ্রামের এলাকাবাসীর পক্ষে নগরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল করিম বিশ^াস সাতক্ষীরা জেলা প্রশাসক ও তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করলে তদন্ত শুরু হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের ০৫.৪৪.৮৭০০.০২৩.০১.০০২.২০-৮৫১নং স্মারকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেন। সরেজমিনে তদন্ত শেষে জেশিঅ/সাত/২০২২/১০১ নং স্মারকে তদন্ত প্রতিবেদনে জেলা শিক্ষা অফিসার উল্লেখ করেন যে, সরেজমিনে দেখা যায় যে, উল্লেখিত জমিতে কোন মাদ্রাসার অবকাঠামো নাই। মাদ্রাসার নামে কোন শিক্ষার্থী পড়ানো হয় তা জানা যায়নি বা কোন মাদ্রাসা কর্তৃপক্ষের সন্ধান ও পাওয়া যায়নি। নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে কোথায় কোন নথিপত্র পাওয়া যায়নি।
মাদ্রাসার নামে কোন শিক্ষক নিয়োগ বা কোন নিয়োগ বাণিজ্যের তথ্য পাওয়া যায়নি। তালা উপজেলা নির্বাহী অফিসার তালা এসিল্যান্ডকে সরেজমিনে তদন্ত করতে নির্দেশ দিলে তালা এসিল্যান্ড তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে, বর্ণিত জমিতে কোন মাদ্রাসার অবকাঠামো বা অস্থিত্ব নেই, মাদ্রাসার নামে কোন জায়গায় ছেলে মেয়ে পড়ানো হয়না বা মাদ্রাসার পক্ষে কোন কর্তৃপক্ষের সন্ধান পাওয়া যায়নি। তদন্তকালে অবৈধ লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও অর্থ বাণিজ্যের তথ্য মেলেনি। এ থেকে বোঝা যায় যে, মাদ্রাসাটির কোন অস্থিত্ব ও অনুমোদন নেই। মাদ্রাসার পক্ষে কোন কাগজ পত্রও দেখাতে পারেনি। ভৌতিক ও অবকাঠামো বিহীন অবৈধ নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামকরণ করে একটি চক্র ফায়দা লোটার চেষ্টা করছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরঘাটা পোড়ার বাজার সংলগ্ন আলিম খাঁর বাগানের কবর স্থানের পাশে নতুনভাবে ঐ চক্রটি প্রতারণা করতে অনুমোদন ছাড়াই আবারও মাদ্রাসা তৈরী করছে। মাদ্রাসার নামে কোন নিয়োগ না হওয়া সত্বেও একজন সুপার সেজেছে এবং আরো ৪জন তারা মাদ্রাসার শিক্ষক বলে পরিচয় দিচ্ছে। সচেতন মহল ও এলাকাবাসীর দাবী ভৌতিক ও অবকাঠামো বিহীন নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদন বিহীন অবৈধ মাদ্রাসা তৈরী দ্রুত বন্ধ করা হোক। তা না হলে অনেক নিরীহ মানুষ প্রতারকদের দ্বারা প্রতারিত হতে পারে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত আশু হস্তক্ষেপ কামনা করেছে। -

তালায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন
তালায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালনসেলিম হায়দার: তালা অফিস ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা তালায় নানা ধরণের কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কেক কাটার পর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। এসময় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিকালে লাঠি খেলা, মসজিদ,মন্দির,গীর্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিজস্ব ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা, বঙ্গবন্ধুর উপরে তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।তালায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন
সাতক্ষীরার তালায় যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে তালা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কাটা হয়। তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ এর সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -

তালায় প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে মতবিনিময় সভা
তালায় প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় ৬০ নং মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খলিলনগর ক্লাস্টারের আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে শতাধিক শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে শিক্ষক এম.এ. কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমূখ। -

নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ মার্চ পালিত
নিজস্ব প্রতিনিধি : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং ‘জাতীয় শিশু দিবস’।বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ১৭২নং নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কেটে দিবসটি পালিত হয়েছে।
১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষের উপস্থিতিতে বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসিনা খাতুন, আহারুন নেছা, মো. মুরাদ হোসেন, সাংবাদিক মো. জাবের হোসেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।