Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 393 of 398

Author: dakshinermashal

  • শিক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ : প্রধানমন্ত্রী

    শিক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ : প্রধানমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেছেন, জাতীয় বাজেটে শিক্ষায় যে বরাদ্দ দেওয়া হয়, তা ব্যয় নয়, আমার কাছে মনে হয় বিনিয়োগ। কারণ এই অর্থ ব্যয়ে আমরা আমাদের বর্তমান প্রজন্মকে গড়ে তুলছি।

    রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বতৃতা করেন প্রধানমন্ত্রী। এবারের শিক্ষা সপ্তাহের স্লোগান ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’।

    বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেষ্টার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথাও।

    শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর স্বাধীন রাষ্ট্রের ক্ষমতা আবার সেই দোসরদের হাতে চলে যায়, যারা এ দেশের স্বাধীনতা চায়নি, যারা ছিল যুদ্ধাপরাধী। তাদের হাতে দেশ পিছিয়ে যেতে থাকে।“১৯৯৬ সালে আমরা যখন ২১ বছর পর ক্ষমতায় এলাম, তখন দেখি স্বাক্ষরতার হার মাত্র ৪৫ ভাগ। একটি স্বাধীন দেশে এতো কম স্বাক্ষরতার হার ছিল সেসময়। এরপর আমরা নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে উদ্যোগ নিই। প্রতিটি মানুষ যেন অক্ষরজ্ঞান অর্জন করতে পারে সেটা ছিল আমাদের লক্ষ্য। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এ দেশে স্বাক্ষরতার হার পাঁচ বছরে বেড়ে দাঁড়ায় ৬৫ ভাগে।”

    প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর আবার তাদের হাত ধরে দেশ পিছিয়ে যেতে থাকে। স্বাক্ষরতার হার নেমে যায় ৪৪ ভাগে। প্রতিটি ক্ষেত্রে যে অগ্রযাত্রা হয়েছিল আমাদের আমলে, সব এভাবেই পিছিয়ে যেতে থাকে। আমরা ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করলাম। এখন দেশের স্বাক্ষরতার হার বেড়েছে ৭১ ভাগে। আমাদের লক্ষ্য দেশে কোনো নিরক্ষরতা থাকবে না।

    শিক্ষায় বরাদ্দকে বিনিয়োগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যে শিক্ষার ক্ষেত্রে বাজেট দিই, তা আমার কাছে ব্যয় মনে হয় না। আমি মনে করি এটা বিনিয়োগ। আমরা তো এই অর্থ দিয়ে ভবিষ্যৎ বংশধরদের গড়ে তুলছি।

    প্রধানমন্ত্রী নতুন বছরে তার সরকারের বিনামূল্যে বই বিতরণের পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি বলেন, এখন অভিভাবকদের বই কিনতে হয় না। শিক্ষার্থীরা নতুন বছরে নতুন নতুন বই পায়। এই নতুন বইয়ের ঘ্রাণে নতুন বই পড়তে উৎসাহের সৃষ্টি হয়।“আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও ব্রেইল বই দিচ্ছি। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর ভাষা যেন হারিয়ে না যায়, সেজন্য তাদের মাতৃভাষায় রচিত বইও বিতরণ করা হচ্ছে। পৃথিবীর কোনো দেশ বিনামূল্যে এতো বই বিতরণের দৃষ্টান্ত দেখাতে পারবে না।”

    সরকার প্রধান শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় গড়ে তুলতে নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমরা দেশজুড়ে মাল্টিমিডিয়া ক্লাসসহ প্রযুক্তি শিক্ষাদানের ব্যবস্থা করেছি।

    এ পর্যায়ে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের তাদের নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি শিক্ষায় অগগ্রতির জন্য ল্যাপটপ ও প্রোজেক্টর উপহার দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, তিনি নিজের অর্থে তার এলাকায় এভাবে ল্যাপটপ ও প্রোজেক্টর উপহার দিয়েছেন।২০১৭ সালের মধ্যে দেশের ৫০ হাজার বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা হবে বলেও জানান সরকারপ্রধান।

    তিনি শিক্ষক নিয়োগ ও তাদের চাকরি সরকারিকরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের কথা তুলে ধরেন বক্তৃতায় প্রধানমন্ত্রী। উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও বলেন শেখ হাসিনা।

    বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পদক বিতরণ করেন। একইসঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এ অনুষ্ঠান উপভোগ করেন।

     

  • কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক মুদ্রানীতি ঘোষণা

    কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক মুদ্রানীতি ঘোষণা

    এসবিনিউজ ডেস্ক : ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রেখে সর্তক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার বেলা সাড়ে ১১টায় চলতি ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

    চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে জুন ২০১৭ পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। যা প্রথমার্ধের মুদ্রানীতিতে উল্লেখ করা ছিল।

    এ ছাড়া অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ।

    ফজলে কবির বলেন, এই মুদ্রানীতিকে প্রথমার্ধের মতোই উৎপাদন সহায়ক ও সতর্ক নীতিভঙ্গি। এ মুদ্রা নীতিতে মূল্যস্ফিতি ধরা হয়েছে ৫ শতাংশ ৮ শতাংশ।

    শেয়ারবাজার প্রসঙ্গে গভর্নর ফজলে কবির বলেন, ২০১০ সাল থেকে বিদ্যমান মন্দা পরিস্থিতি থেকে বের হয়ে আসার প্রক্রিয়ায় যেন নিয়ন্ত্রক সংস্থা নজরদারি করে। তা না হলে অতীতের মতো এবারও ক্ষুদ্র বিনিয়োগকারীদের লোকসান হওয়ার আশঙ্কা আছে।

    ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

     

  • ট্রাম্প-পুতিনের ফোনালাপ সম্পর্ক উন্নয়নের শুভ সূচনা : হোয়াইট হাউস

    ট্রাম্প-পুতিনের ফোনালাপ সম্পর্ক উন্নয়নের শুভ সূচনা : হোয়াইট হাউস

    এসবিনিউজ ডেসবক  : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ দুই দেশের সম্পর্ক উন্নয়নের শুভ সূচনা বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।

    শনিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ঘন্টাব্যাপী এ ফোনালাপ হয়। ট্রাম্পকে অভিনন্দন জানাতে রুশ প্রেসিডেন্ট পুতিন তাকে টেলিফোন করেন উল্লেখ করে হোয়াইট হাউস জানায়, উভয় নেতা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

    গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের আনুষ্ঠানিক ফোনালাপ হল। ট্রাম্প শনিবার পুতিন ছাড়াও একাধিক বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেন।

    হোয়াইট হাউস জানায়, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষে ট্রাম্প-পুতিনের ফোনালাপ একটি ‘তাৎপর্যপূর্ণ সূচনা’।

    এই ফোনালাপের পর উভয় পক্ষ সন্ত্রাসবাদ মোকাবেলা ও স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারবে বলে দুই দেশের প্রেসিডেন্টগণ আশাবাদী হয়ে উঠেছেন বলে হোয়াইট হাউস জানায়।

    ফোনালাপকালে পরবর্তী কোনো এক সময়ে মুখোমুখি বৈঠকে বসার ব্যাপারেও ট্রাম্প-পুতিন একমত হয়েছেন। তারা নিয়মিত ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখার বিষয়েও সম্মত হয়েছেন।

    এর আগে ক্রেমলিন জানায়, সমতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে দুই নেতা একমত হয়েছেন। তাদের আলোচনায় সন্ত্রাসবাদ দমনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। এর মধ্যে ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের বিষয়টিও রয়েছে।

    ক্রেমলিন আরো জানিয়েছে, দুই নেতা আইএসের বিরুদ্ধে প্রকৃত সমন্বয় গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছেন। তাদের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। তাঁরা মধ্যপ্রাচ্য ও আরব-ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গ এসেছে। ইরানের পরমাণু কর্মসূচি, ইউক্রেন নিয়েও তারা কথা বলেছেন।

    আলোচনার বিষয়গুলো:

    ১. সন্ত্রাসবাদের সাথে লড়াই।

    ২. মধ্যপ্রাচ্য ও আরব-ইসরাইল সঙ্কট।

    ৩. কৌশলগত স্থিতিশীলতা ও ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম।

    ৪. উত্তর ও দক্ষিণ কোরিয়া।

    ৫. ইউক্রেন সঙ্কট।

    এ দুই নেতাই আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছেন।

  • মার্কিনিদেরও ঢুকতে দেবে না ইরান

    মার্কিনিদেরও ঢুকতে দেবে না ইরান

    এসবিনিউজ ডেস্ক : সম্প্রতি সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। তারই পাল্টা জবাব হিসেবে ইরান এ নিষেধাজ্ঞা জারি করেছে।

    শনিবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র যতদিন না তাদের অপমানকর ও অপরাধমূলক নিষেধাজ্ঞা তুলে না নেবে, ততদিন কোনো মার্কিন নাগরিক ইরানে প্রবেশ করতে পারবে না। খবর ইন্ডিপেন্ডেন্টের।

    ইরানিয়ান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের চরমপন্থার বিরুদ্ধে নিজেদের সিদ্ধান্তকে ‘বড় উপহার’ বলে মন্তব্য করেছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যেই সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

    তার আদেশ অনুযায়ী ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়ামেনের অধিবাসীরা আগামী ৩ মাস যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাবেন না। পাশাপাশি ওই সাত দেশের অধিবাসী আগামী ৪ মাস দেশটির অভিবাসী আবেদনের বাইরে থাকবে।

    শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

    ট্রাম্পের এই আদেশের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ট্রাম্প প্রশাসনের প্রতি আদেশটি বাতিলের পাশাপাশি যুদ্ধপিড়ীত এবং অন্যান্য সমস্যায় থাকা মানুষকে দেশটিতে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছে।

    এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এখন সময় সামনে এগিয়ে যাবার। দুই জাতির মধ্যে সম্পর্কের দেয়াল তৈরির নয়। আর যারা এই দেয়াল বানাচ্ছে তারা হয়তো ভুলে গেছে, অনেক আগেই বার্লিনের পতন হয়েছে।

  • রবিবার আপনার কেমন যাবে?

    রবিবার আপনার কেমন যাবে?

    আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও চন্দ্র। ২৯ তারিখে জন্ম হবার কারনে আপনার উপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯। শুভ বর্ণ : গোলাপী ও সাদা। শুভ বার ও গ্রহ : রবি ও সোম। শুভ রতœ : গার্নেট ও মুক্তা।

    চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে,দুপর:১২:০৫ এ কুম্ভ রাশিতে অবস্থান করবে। ২য়া তিথি রাত :৬:১৭ পর্যন্ত, পরে ৩য়া তিথি চলবে।

    মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল):চাকরীজীবীরা কোনো জরুরী কাজে ব্যস্ত হতে পারেন। অনেক বেলা করে ঘুমনোর কারনে তরুন তরুনীরা বড় ভাই বা বোনের কাছ থেকে বকাঝকার শিকার হবেন। বন্ধুদের সাথে আজ বুঝেশুনে চলুন। কোনো বন্ধুর অনৈতিক কাজের সাথে নিজে জড়িয়ে পরতে পারেন। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় করতে গিয়ে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হতে হবে।

    বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে):আজ সরকারী চাকরীজীবীরা কোনো প্রকার ঝামেলার শিকার হতে পারেন। কর্মস্থলে অকারণে বহুমূখী চাপে পরতে পারেন। বেসরকারী চাকরীতে একমাত্র মাল্টিন্যাশনাল ব্যতিত কোনো প্রকার জরিমানা বা কর্মহানির সম্মূখীন হতে পারেন। সামাজিক বা দাতব্য কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে কোনো প্রকার ঝামেলায় না জড়ানোই ভালো।

    মিথুন রাশি (২১ মে – ২০ জুন):আজ মিথুনরাশির প্রবাসী বন্ধুরা ভালো সুযোগ পেয়ে যাবেন। উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদ্যমান ভিসা জটিলতা কেটে যেতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক যোগাযোগ শুভ। কোনো প্রভাবশালী বিদেশীর কারনে ভাগ্য উন্নতি হতে পারে। গার্মেন্টস শিল্পে কাজের সুযোগ পাবেন। বৈদেশীক কাজে সাফল্য আসবে।

    কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আজ নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখুন। রাস্তাঘাটে তাড়াহুড়ো করলে দূর্ঘটনা বা পুলিশি হয়রাণির সম্মূখীন হতে পারেন। আজ বৈদেশীক কোনো কাজে মামলা মোকর্দ্দমার সম্মূখীন হতে পারেন। পাওনাদারের সাথে কোনো সমোঝতায় গেলে ভালো করবেন। বিদেশীর বীমা বিক্রয় কর্মীরা ভালো লাভ করতে পারবেন। শেয়ার ব্যবসায় লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে।

    সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): আজ আপনার ব্যবসায়ীক অবস্থা ভালো যাবে না। কোনো অংশীদারের সাথে ব্যবসায়ীক কারনে দ্বন্দ হতে পারে। জীবন সাথীর সাথে কোনো কারনে প্রচন্ড কথা কাটাকাটির শিকার হতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। কোনো প্রকার দূর্ঘটনার শিকার হয়ে জরিমানা গুণতে হতে পারে।

    কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। আজ মনের কু-প্রবৃত্তিগুলোকে দমন করা কঠিন হয়ে উঠবে। অণৈতিক সম্পর্কর বিষয়ে সাবধান থাকুন। কারো উপর বেশী নির্ভর করলে ঠকতে হবে। কর্মস্থলে কোনো সহকর্মীর শত্রুতার শিকার হতে পারেন। কাজের লোকেদের কারনে কোনো দ্রব্য বা পণ্য চুরি হতে পারে। পায়ে বা হাটুতে ব্যথা দেখা দেবে।

    তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): দিনটি তুলা রাশির জাতক জাতিকার জন্য কর্মব্যস্ত একটি দিন। বৈদেশীক কাজে ব্যস্ত হতে পারেন। দুপরের পরে সন্তানের বিদেশে পড়ালেখার বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত দেখা দেবে। শিল্প সাহিত্যের চর্চায় বহু বাধা বিপত্তি ও ঝামেলা। বিদ্যার্থীদের পরীক্ষা ভালো হবে না। জানা উত্তোরও ভুল দিতে পারেন।

    বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের দিনটি কিছুটা বাধা বিপত্তি ও হতাশার। দুপরে কেতু চন্দ্রের সংযোগে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রায় শেষ হয়ে আসা কোনো কাজে হটাৎ করে জটিলতা দেখা দিতে পারে। জমি ভূমি ও স্থাবর সংক্রান্ত কাজে আজ অগ্রসর না হওয়াই ভালো। কোনো আত্মীয়র কারনে পরিবারে অশান্তি দেখা দিতেপারে। ব্যবসায়ী ও চাকরীজীবীরা আশানুরুপ অগ্রগতি করতে পারবেন না।

    ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সকাল সকালই প্রতিবেশীর কোনো আচরনে ক্ষিপ্ত হতে পারেন। ছোট ভাই বোনের বেয়াদবিতে আজ তাদের সাথে একচোট তর্ক হয়ে যেতে পারে। বৈদেশীক বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীরা আজ ভালো লাভের আশা করতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের বিদেশ ভ্রমনের সুযোগ চলে আসবে। পত্র মারফত কোনো ভালো সংবাদ পেতে পারেন।

    মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): আজ মকর জাতক জাতিকাদের আয় উন্নতির ভালো সম্ভাবনা আছে। আমদানী রপ্তানী কারকদের আয় বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের ভালো রোজগারের সম্ভাবনা রয়েছে। আজ পরিবার পরিজন নিয়ে বাহিরে কোথাও ঘুরতে যাওয়ার যোগ প্রবল। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা।

    কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): কুম্ভর জাতক জাতিকাদের জন্য দিনটি চ্যালেঞ্জিং। নিজের মনের উপর নিয়ন্ত্রন রাখা কষ্টকর। কারন আপনার রাগ ও জেদ হটাৎ করে বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কারনে বিদেশ যাত্রার যোগ বলবান। অংশিদারী ব্যবসায় অংশিদারের সাথে ভুল বুঝাবুঝি বা মনমালিন্য হতে পারে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হবে। জীবন সাথীর কোনো প্রকার অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলবে।

    মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। প্রবাসী বন্ধুরা ভালো ফল পাবেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সাথে বিদেশ যাবার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। বাড়ীতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। ব্যয় বৃদ্ধির যোগ প্রবল।

     

  • জঙ্গিবাদকে ভয় নয়: ফরিদউদ্দীন মাসউদ

    জঙ্গিবাদকে ভয় নয়: ফরিদউদ্দীন মাসউদ

    এসবিনিউজ ডেস্ক : জঙ্গিবাদকে ভয় না পেয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদউদ্দীন মাসউদ। শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

    এতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, হলি আর্টিজানের ঘটনা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

    জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের জিরো টলারেন্স নীতি তুলে ধরেন কন্সাল জেনারেল শামীম আহসান। সন্ত্রাসবাদ দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন মাসুদ বিন মোমেন।

    মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জনসমর্থন না থাকায় সন্ত্রাসী কার্যক্রম করে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে জঙ্গিবাদী রাজনীতি। তবে যুব সম্প্রদায়ের চিন্তা-ভাবনার বিপর্যয় ঠেকাতে না পারলে, দেশ হুমকির মুখে পড়বে বলে মনে করেন তিনি।

    ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জমায়াতে ইসলামী এখনো দমিত হয়নি। আমরা বরাবরই দাবি করে আসছি, একটা কোয়ায় যদি ইঁদুর পড়ে মারা যায় তাহলে আগে সেই ইঁদুরটা না সরায়ে হাজার বালতি পানি উঠালেও সেই কোয়ার পানি পবিত্র হবে না। জমায়াতে ইসলামী ভাবধারা থেকে যদি এদেশকে পাক না করা হয় তাহলে এদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ যতোই করা হোক আমাদের দেশের মাটি পাক করা যাবে না।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফররত মাওলানা ফরিদউদ্দীন মাসউদ-এর আগামী মাসের শুরুর দিকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

     

     

  • এবার তামিল সিনেমায় মিষ্টি জান্নাত

    এবার তামিল সিনেমায় মিষ্টি জান্নাত

    এসবিনিউজ ডেস্ক : যৌথ প্রযোজনার সিনেমার পর এবার তামিল সিনেমায় নাম লেখালেন ঢাকাই সিনেমার ‘কিউট গার্ল’ খ্যাত মিষ্টি জান্নাত। ‘রংবাজ খিলাড়ি’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন সত্য প্রকাশ।

    এখানে মিষ্টি অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে। এরইমধ্যে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে সিনেমাটির একটানা  দৃশ্যধারণের কাজেও অংশ অংশগ্রহণ করেন বলে জানালেন মিষ্টি জান্নাত। সেখানে টানা ১৫ দিন এ সিনেমার শুটিং শেষ করে রবিবার  ঢাকায় ফিরবেন তিনি।

    জীবনের প্রথম  তামিল সিনেমার অভিজ্ঞতা নিয়ে মিষ্টি বলেন, এই অভিজ্ঞতা বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। বিশেষ করে তামিল ভাষায় অভিনয় করাটা অতিমাত্রার দু:সাহসিকতার কাজ মনে হয়েছে আমার কাছে। পুরো ইউনিট আমাকে সহযোগিতার ফলেই অসাধ্যকে সহজ করতে সক্ষম হয়েছি। তারা আমার সঙ্গে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিচ্ছেন। সবমিলিয়ে সাবলীল এবং সুন্দরভাবেই চিত্রায়িত হয়েছে।

  • ‘রোহিঙ্গা পরিস্থিতি’ পর্যবেক্ষণে বাংলাদেশে কফি আনান কমিশন

    ‘রোহিঙ্গা পরিস্থিতি’ পর্যবেক্ষণে বাংলাদেশে কফি আনান কমিশন

    এসবিনিউজ ডেস্ক : কফি আনান কমিশনের একটি প্রতিনিধি দল মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা জানতে শনিবার ঢাকায় এসেছে। তিন সদস্যের এই প্রতিনিধি দলটি কক্সবাজার গিয়ে সরেজমিনে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন। এরপর ঢাকায় ফিরে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাখাইন রাজ্য বিষয়ক পরামর্শক কমিশন যা ‘রাখাইন কমিশন’ নামেই ব্যাপকভাবে পরিচিত তার তিন জন সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে আজ বিকেলে ঢাকায় এসেছেন। তাদের মধ্যে প্রথম দুজন সন্ধ্যায় এবং অন্যজন দুপুরে ঢাকায় পৌঁছান।

    রোববার সফরের শুরুতে তাদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে নতুন আসা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারা। ১ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার আগে রাখাইন কমিশনের তিন সদস্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেবেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিশনের ম্যান্ডেট অনুযায়ী তারা ২০১৭ সালের দ্বিতীয়ার্ধে তাদের রিপোর্ট প্রকাশ করবেন। উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরের শুরুতে কফি আনান নিজেও মিয়ানমার সফর করেছেন। ফলে কমিশনের তিন সদস্যের বাংলাদেশ সফরের পর রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে একটি সামগ্রিক মূল্যায়ন প্রতিবেদন তৈরির কাজটি সহজ হবে রাখাইন রাজ্য বিষয়ক পরামর্শক কমিশনের জন্য।

    প্রসঙ্গত, গত ৯ অক্টোবরের পর মিয়ানমারের সশস্ত্র বাহিনী রাখাইন প্রদেশে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা শুরু করে। এর ফলে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে ও হাজার হাজার রোহিঙ্গা উদ্বাস্তু হয়েছে। দেশটিতে শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির গণতান্ত্রিক সরকারের সামরিক সরকারের মতো আচরণের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সারাবিশ্ব। জাতিসংঘ, ইসলামিক দেশগুলোর সংস্থা ও অনেক দেশ ধর্মের কারণে মুসলিম নিধন ও নিপীড়ন বন্ধের আহবান জানায়।

     

  • মাগুরা সদর উপজেলাকে ভিক্ষুক ও বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

    মাগুরা সদর উপজেলাকে ভিক্ষুক ও বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

    এসবিনিউজ ডেস্ক : জেলার সদর উপজেলাকে ভিক্ষুক ও বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে-সদর উপজেলার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন।

    সদর উপজেলা পরিষদ আয়োজিত গণসমাবেশে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল হক প্রমুখ।

    খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ ভিক্ষা করলে দেশের সম্মান নষ্ট হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার যে কর্মসূচি নিয়েছেন তার আওতায় খুলনা বিভাগের প্রায় ১৪ হাজার ভিক্ষুককে পুর্নবাসন করা হয়েছে। এছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ভিক্ষুক পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। এ সময় তিনি মেয়েদের বাল্য বিবাহ না দিয়ে তাদের দক্ষ করে গড়ে তুলতে অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান । এ সময় সদর উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী বাল্য বিবাহকে লাল কার্ড দেখায়।

    সভায় জানানো হয়, মাগুরা সদর উপজেলায় ৩০৭ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। সভা শেষে ভিক্ষুকদের মধ্যে গরু, সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন বিভাগীয় কমিশনার।

     

     

  • শিক্ষাই পারে মানুষের জীবনকে বদলে দিতে : মৎস্য প্রতিমন্ত্রী

    শিক্ষাই পারে মানুষের জীবনকে বদলে দিতে : মৎস্য প্রতিমন্ত্রী

    ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষাই পারে মানুষের জীবনকে বদলে দিতে। সুশিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষাকে সর্বো”চ গুর“ত্ব দিয়ে এর অবকাঠামোগত উন্নয়ন করে যা”েছ।

    তিনি শনিবার দুপুরে খুলনা ডুমুরিয়া রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, পড়াশুনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীদের খেলাধুলায় অনুপ্রাণিত করতে হবে। কারণ খেলাধুলা শুধু বিনোদনেরই মাধ্যম নয়, এর সাথে দেহ ও মনের সু¯’তার সম্পর্ক রয়েছে। ক্রীড়াই পারে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে। সরকার খেলাধুলার দিকে বেশি নজর দেওয়ার ফলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিত লাভ করছে। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান।

    বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বাস, জেলা পরিষদের সদস্য অভিজিৎ চন্দ, সংরক্ষিত মহিলা সদস্য শোভা রানী হালদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ মাহবুবুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত মন্ডল। এসময় প্রতিমন্ত্রীর সহধর্মিণী উষা রানী চন্দ উপ¯ি’ত ছিলেন।

    ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৪৭ লাখ টাকা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    পরে তিনি দক্ষিণ জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। বিকেলে প্রতিমন্ত্রী কুলোহাটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং সন্ধ্যায় আন্দুলিয়া স্কুল মাঠে ¯’ানীয় গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সকালে তিনি খর্ণিয়া বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৎস্যজীবী ও একশ ৩০ জন দুঃ¯’দের শীত বস্ত্র বিতরণ করেন।

  • খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ

    খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ

    স্টাফ রিপোর্টার : খুলনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকালে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ইনোভেশন ইউনিটের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

    প্রধান অতিথির বক্তৃতায় মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের দিন বদলের সনদ ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবরূপ ধারন করেছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের ডিজিটাল ধারণাকে অনুসরণ করছে। তিনি বলেন, দেশের মানুষ এখন প্রায় একশটির মতো সেবা ঘরে বসে গ্রহণ করতে পারছে। কোন সরকারী দপ্তর কি ধরনের সেবা দি”েছ এবং সেই সেবাগুলো কিভাবে সাধারণ মানুষ পেতে পারবে তা ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে জানতে পারছে। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণা করার আহবান জানান।

    এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মনির“জ্জামান।

    পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং সেবা প্রদানে শ্রেষ্ঠ স্টল ও দপ্তরকে পুরস্কার তুলে দেন।

     

     

  • দাবী না মানলে ৫ই ফেব্র“য়ারী কঠোর কর্মসূচী

    দাবী না মানলে ৫ই ফেব্র“য়ারী কঠোর কর্মসূচী

    স্টাফ রিপোর্টার : ৩১ জানুয়ারীর মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও নবম ওয়েজ বোর্ড এর ঘোষণা না আসলে ৫ই ফেব্র“য়ারী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভা থেকে কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারী দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। প্রয়োজনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র পদত্যাগের দাবিতে রাজপথে নামবে সাংবাদিক সমাজ।

    তিনি শনিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আহবানে ও খুলনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি ঢাকায় পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও হুশিয়ার করেন তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনোতষ বসু, আশরাফুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, সাজেদ রহমান বকুল, হাবিবুর রহমান মিলন, এস এম হাবিব, শেখ আবু হাসান, সাহেব আলী, মামুন রেজা, সুবীর রায়, মল্লিক সুধাংশু প্রমূখ।

    প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, স্বাগত বক্তব্য রাখেন খুলনা সাংবদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম ও সভা পরিচালনা করেন সহ সভাপতি কৌশিক দে। এছাড়াও সভায় নেতৃবৃন্দ জাতীয় সংসদে সাংবাদিক  নেতা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরীকে নিয়ে সাংসদদের কটুক্তিরও প্রতিবাদ জানানো হয়।

    কেইউজে’র বার্ষিক সাধারন সভা মূলতবি

    খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারন সভা মূলতবি ঘোষনা করা হয়েছে। আগামী ৪ ফেব্র“য়ারী মূলতবি সভার তারীখ নির্ধারন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলমের পরিচালনায় বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাধারন সদস্যদের সিদ্ধান্তে অনিবার্য কারন বশত: বার্ষিক সাধারন সভা মূলতবি করে আগামী ৪ ফেব্র“য়ারী তারিখ নির্ধারণ করা হয়।

     

  • সনাক খুলনার বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    সনাক খুলনার বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার : সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র বার্ষিক সমন্বয় সভা শনিবার বটিয়াঘাটার ওয়াইসি রিসোর্ট এন্ড পিকনিক কর্ণারে অনুষ্ঠিত হয়। সভায় সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস বন্ধু গ্র“পের ৬৫ জন সদস্য অংশগ্রহণ করে। সকাল ১০টায় সভা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

    সনাক’র সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় সনাক খুলনা’র ২০১৫-১৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা ও বিবেক প্রকল্পের ফলাফলের ধারাবাহিক উন্নয়ন এর সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়। উপস্থাপনা শেষে প্রত্যেক গ্র“প তাদের ইস্যুভিত্তিক কার্যক্রমের উপর দলীয় কাজে অংশগ্রহণ করেন। দলীয় কাজ শেষে প্রত্যেক গ্র“পের পক্ষ থেকে একজন প্রতিনিধি দলীয় কাজ উপস্থাপন করেন। সনাক’র উপস্থাপনায় উঠে আসে তারা তাদের ভবিষ্যতে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করবে।

    দলীয় উপস্থাপনা শেষে উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ মুক্তালোচনায় সনাক খুলনায় দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরেন। নির্ধারিত আলোচক হিসেবে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস বন্ধু গ্র“পের প্রতিনিধিরা আলোচনা করেন।

    আলোচনা পর্ব শেষে ইয়েস গ্র“পের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

  • রূপান্তরের কনসালট্যান্ট  জহুরুলের রোগমুক্তি কামনা

    রূপান্তরের কনসালট্যান্ট জহুরুলের রোগমুক্তি কামনা

    রূপান্তরের সিনিয়র কর্মী কনসালট্যান্ট ডাঃ খন্দকার জহুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি ক্লিনিকের আইসিইউতে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। রূপান্তর পরিবারের পক্ষ থেকে তাঁর রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

    শনিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নার্গিস মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। তাঁকে সাথে সাথেই আইসিইউতে পাঠানো হয়। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ডাঃ খন্দকার জহুরুল ইসলাম পাকিন্তানে চিকিৎসাবিদ্যা অধ্যায়ন করেন। রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন তাঁর আশু রোগ মুক্তি কামনা করে সকলকে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। খবর বিজ্ঞপ্তির।

     

     

  • ‘২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে’

    ‘২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে’

    এসবিনিউজ ডেস্ক : সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্যে ‘পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১৫’ (পিএসএমপি ২০১৫) প্রণয়ন করা হয়েছে। প্ল্যান অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ ২৪ হাজার মেগাওয়াট উৎপাদন হবে। ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে। এছাড়া অতিরিক্ত ৯ হাজার ৫৬০ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ, অতিরিক্ত প্রায় ১ লাখ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

    শনিবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আইইবির ভবন নির্মাণে সর্বপ্রথম ৫ কোটি টাকা অনুদান প্রদান; ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য ২৩ কোটি টাকা অনুদান; ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশের জন্য ১৯৯৭ সালে ৭২ বিঘা জমি প্রতীকী মূল্যে প্রদান; দ্বিতীয় পর্যায়ে কাজের জন্য ২৩ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

    তবে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের জন্য কোনো বরাদ্দ না হওয়াতে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশের জিডিপি ৭ দশমিক ১ শতাংশ; রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলার; রপ্তানি ৩৫ বিলিয়ন ডলার; মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ ডলার; দারিদ্রের হার ২২ দশমিক ৪ শতাংশ; শিক্ষার হার ৭১ শতাংশ; সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১২৩ শতাংশ; বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট অর্জন হয়েছে। বর্তমানে দেশে ৭৮ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে আন্দোলনকারিদের কাঠোর সমালোচনা করে বলেছেন, আন্দোলনকারিরা কোনদিনও রামপালের নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করে নাই। এমনকি এটি আদৌ সুন্দরবেনের কোন ক্ষতি করবে কিনা সে বিষয়েও তারা নিশ্চিত নয়।’

    তিনি বলেন, রামপাল বিদ্যু কেন্দ্র সুন্দরনের পরিবেশে আদৌ কোন ক্ষতিকর প্রভাব ফেলবে না। রামপালে বিদ্যুৎ কেন্দ্র থেকে সুন্দরবনের দূরত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী প্রকল্পের স্বপক্ষে তাঁর যুক্তি তুলে ধরে বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে রামপালে, সুন্দরবনে নয়।’

    প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পটি সুন্দরবনের বহি:সীমার ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ অঞ্চল হিসেবে স্বীকৃতি পাওয়া এলাকা থেকে ৭০ কিলোমিটার দূরে।

    ‘কাজেই এই প্রকল্পের দ্বারা সুন্দরবনেরর কোন ক্ষতির সম্ভাবনা নেই,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, রামপালে যখন আমরা কাজ শুরু করি তখন রাস্তাঘাট কিছুই ছিল না। একমাত্র নৌপথে যাওয়া যেত। এখন রাস্তা হচ্ছে। এক সময় হেলিকপ্টারে রামপাল দেখানো হয়েছে। হেলিকপ্টারে দেখালে তো বুঝবে না; রামপাল দেখে সেখান থেকে সুন্দরবন পর্যন্ত পদযাত্রা করুক।

    প্রসঙ্গত, ৩ দিনের এ কনভেনশনে বিভিন্ন বিষয়ে জাতীয় সেমিনার, স্মারক বক্তৃতা, শহীদ প্রকৌশলী পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিদেশি অতিথিদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারাদেশে ১৮টি কেন্দ্র, ৩১টি উপকেন্দ্র, ১১টি ওভারসিজ চ্যাপ্টার, সাতটি প্রকৌশল বিভাগীয় কমিটির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে আসছে আইইবি।

    অনুষ্ঠানে আইইবি সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সবুর বক্তৃতা করেন।

    চট্টগ্রাম আইইবি কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবং চট্টগ্রাম আইইবি কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রবীর সেন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

     

     

  • জনগণের সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহারে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

    জনগণের সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহারে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

    এসবিনিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণের কাঙ্খিত সেবায় এবং হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

    তিনি শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউনটেন্টস (সাফা)’র তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ অঞ্চলে আর্থিক ব্যবস্থাপনা ও সুশাসনের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড একাউনটেন্টদের সুযোগ রয়েছে।

    তিনি বলেন, আর্থিক কর্মকান্ডে সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব প্রতিটি প্রতিষ্ঠান তথা দেশের জন্য হুমকি। এ ক্ষেত্রে হিসাব ও নিরীক্ষার মানোন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার আর্থিক স্বচ্ছতা ও অর্থের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যকে মূল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সার্ক দেশের সদস্যরা তাদের জনগণকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করে যাচ্ছে।

    তিনি বলেন, জনগণকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

    হামিদ বলেন, বর্তমানে কর্পোরেট কালচার অর্থনীতির সম্প্রসারণে ব্যাপক ও গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। যা টেকসই উন্নয়নে সরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে।

    রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, কর্পোরেট কালচার উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগে যেভাবে ভূমিকা রাখছে তাতে দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রাখবে।

    কর্পোরেট সেক্টর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) মাধ্যমে সামাজিক উন্নয়নেও অবদান রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

    সাফা আঞ্চলিক সম্মেলন পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, চার্টার্ড একাউনটেন্টগণ তাদের পেশাদারিত্বের মধ্যে জনসাধারণ ও কর্পোরেট সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে দায়িত্বশীল ভুমিকা রাখবেন্

    দক্ষিণ এশিয়াকে একটি সম্ভাবনাময় অঞ্চল ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ লোকের বসবাস উল্লেখ করে তিনি বলেন, যদি এ অঞ্চলের মানুষকে মানবসম্পদে রূপান্তর করা যায় তবে এখানে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।

    রাষ্ট্রপতি বলেন, সাফা আঞ্চলিক সিএফও সম্মেলন সংশ্লিষ্ট একাউনটেন্ট ও সংস্থার মধ্যে পেশাগত জ্ঞান বিনিময়ে নতুন দ্বার উন্মোচনের সুযোগ সৃষ্টি করেছে।

    রাষ্ট্রপতি হামিদ এই সম্মেলনের প্রতিপাদ্য ‘নেভেগেটিং থ্রু ডিজিটাল ট্রান্সফরমেশন টুয়ার্ডস বেটার একাউন্টেবেলিটি’-কে সময়োপযোগী বলে অভিহিত করেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্স বোর্ডের (আইএএসবি) হ্যানস হোগেরভোর্সট, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টস (আইএফএসি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম নায়ীম, সাফা প্রেসিডেন্ট আদীব হোসেন খান ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

  • ‘দেয়াল সৃষ্টির সময় এখন নয়’: ট্রাম্পকে রুহানি

    ‘দেয়াল সৃষ্টির সময় এখন নয়’: ট্রাম্পকে রুহানি

    এসবিনিউজ ডেস্ক  : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘এখন জাতির মাঝে দেয়াল সৃষ্টির সময় নয়।’

    তেহরানে এক পর্যটন সম্মেলনে বলেন, ‘তারা ভুলে গেছে, বহু বছর আগেই বার্লিন দেয়াল ধসে পড়েছে। এখনও যদি জাতিতে জাতিতে এ ধরণের দেয়াল থাকে, তবে তা সরিয়ে ফেলতে হবে।’

    ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর তিনি এ মন্তব্য করলেন।

    রুহানি সরাসরি ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে কোন কথা বলেননি।

    তবে তিনি বলেন, ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে একটি পরমাণু চুক্তিতে স্বাক্ষরের পর ইরান বিদেশী পর্যটকদের জন্য তার দ্বার উন্মুক্ত করেছে।

    যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি ইরানী বাস করছেন। ট্রাম্পের এই ঘোষণায় অনেক ইরানী পরিবারের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

    ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় অন্য যে দেশগুলো রয়েছে, সেগুলো হলো- ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন।

    অন্তত ৯০ দিনের জন্য এই দেশগুলো থেকে কোন শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

     

     

     

  • সার্চ কমিটির বিরোধীতাকারীরা ভ্রান্ত : অর্থমন্ত্রী

    সার্চ কমিটির বিরোধীতাকারীরা ভ্রান্ত : অর্থমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সার্চ কমিটির বিরোধীতাকারিদের সমালোচনা করেছেন।

    তিনি বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশনের লক্ষ্যে রাষ্ট্রপতির নির্দেশে গঠিত সার্চ কমিটি সঠিক। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী-গুনী ও ভাল লোক। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তা ভ্রান্ত ও রাবিশ। এর কোন ভিত্তি নেই। ’

    এএমএ মুহিত শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়া বক্তৃতা করেন।

    স্কুলের হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানস্থলে জড়ো হন। অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।