Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 35 of 398

Author: dakshinermashal

  • ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ ॥ আহত শত শত

    ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ ॥ আহত শত শত

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে। আহত হয়েছে শত শত লোক।
    ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা নিশ্চিত করেছেন, হাসপাাতালে প্রায় ৯শ আহত লোককে চিকিৎসা দেয়া হচ্ছে।
    শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
    গত ২০ বছরের মধ্যে এটি ছিল ভারতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
    দুর্ঘটনার প্রকৃত কারন সম্পর্কে জানা যায়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সিগন্যালের ভুলের কারনে এ দুর্ঘটনা ঘটেছে।
    দুর্ঘটনার পর পরই জরুরি সেবার সদস্যদের আগেই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনীর সাথে উদ্ধারকাজে সেনাবাহিনীও যোগ দেয়।
    বালাসোরের জরুরি কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে সব লাশ ও আহত যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে।
    ওড়িশা ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেল সুধাংশু সারঙ্গি বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়বে বলেই ধারনা করা হচ্ছে। নিহতের সংখ্যা ৩৮০ হতে পারে।
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল ও আহতদের দেখতে গিয়ে বলেছেন, দুর্ঘটনার জন্যে দায়ী কাউকে ছাড় দেয়া হবে না।
    রেল মন্ত্রণালয় দুর্ঘটনার কারন অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছে।
    জানা গেছে, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওড়িশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি একটি পণ্যবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।
    এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসংঘসহ বিশে^র বিভিন্ন দেশ ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক  ও সমবেদনা প্রকাশ করেছে।

  • পিএসজির হয়েই পরের মৌসুমে গোলের রেকর্ড গড়তে চান এমবাপ্পে

    পিএসজির হয়েই পরের মৌসুমে গোলের রেকর্ড গড়তে চান এমবাপ্পে

    ক্রীড়া ডেস্ক : গতকাল শনিবার চলতি মৌসুমের শেষ ম্যাচে নিজের ২৯তম লিগ গোলটি করেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি আন্তর্জাতিক কিলিয়ান এমবাপ্পে। ক্লেরমন্টের কাছে ওই ম্যাচে ৩-২ গোলে হেরে গেলেও টেবিল টপার হিসেবেই মৌসুম শেষ করেছে প্যারিসের ক্লাবটি।  
    চলতি মৌসুমে শীর্ষ গোলদাতার আসন নিয়ে ফের গোল্ডেন বুট নিশ্চিত করেছেন এমবাপ্পে। এই নিয়ে জেন-পিয়েরে পাপিনের টানা পাঁচ বারের গোল্ডেন বুট জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন ফরাসি স্ট্রাইকার। আগামী মৌসুমে সর্বোচ্চ স্কোরার হিসেবে একক ভাবে নতুন রেকর্ড গড়তে চান বলে জানিয়েছেন এমবাপ্পে। 
    গত সপ্তাহেই টানা চতুর্থবারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি তারকা। ২০১৮ সালে পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই প্রতিটি লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে রেখেছেন ২৪ বছর বয়সি এই ফুটবল তারকা। 
    ইতোমধ্যেই পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন নিশ্চিত করা এমবাপ্পে বলেন,‘ শীর্ষ গোলদাতার পুরস্কার পেয়ে অত্যন্ত  খুশি। আমরা চ্যাম্পিয়নশীপের শিরোপাও জয় করেছি। আমি এখনো সেরা খেলোয়াড় ও শীর্ষ গোলদাতার আসনে আছি। সুতরাং এটি দারুন এক ব্যাপার। 
    এটি সত্যি যে মৌসুমের শেষভাগে যখন আমাদের শিরোপা নিশ্চিত হয়েছে, তখনই আমার ব্যক্তিগত লক্ষ্য পুরণ হয়েছে। কারণ এটিই ছিল আমার মুল লক্ষ্য। আমি (পূর্বের) ইতিহাস ভাঙ্গতে যাচ্ছি এবং এতে খুবই খুশি। তবে পাপিনকে ছাড়িয়ে যাবার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
    অবশ্য লিগ ওয়ানে  পাঁচ বার গোল্ডেন বুট জয় করার তালিকায় আরো তিন ফুটবলার রয়েছেন। তবে পাপিন হচ্ছেন সেই তারকা যিনি সবার আগে টানা পাঁচ বার ওই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ওলিম্পিক দ্য মার্শেই’র হয়ে ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। 

  • Untitled post 21446

    সাতক্ষীরায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন 

    শহর প্রতিনিধি: সাতক্ষীরায় ২ দিন ব্যাপী  ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ৪ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকার সহযোগিতায়, বিজ্ঞান ও  প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র  উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। 
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, জেলা শিক্ষা অফিসার  অজিত কুমার সরকার, আশাশুনী সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  হোসনে ইয়াসমিন করিমী,সাতক্ষীরা সরকারি উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা,সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মশিউর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন,  এন ডি সি বাপ্পি দত্ত রনিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। 
    অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন  কৃষি কাজে বিজ্ঞান ব্যবহার বৃদ্ধি করতে হবে। খাবার পানির অপচয় রোধ করতে হবে। এসময় তিনি নতুন নতুন কৃষি প্রযুক্তি আবিষ্কার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান  করেন। তিনি আরো বলেন  নতুন প্রজন্মকে  বেশি বেশি বিজ্ঞানের প্রযুক্তি শেখাতে হবে, তাহলে বিশ্বের কাছে মাথা তুলে দাড়ানো সম্ভব। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আরো মনোযোগ দিতে হবে। 
    সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দিন।

  • স. ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
    ৮ জুলাই মুক্তিযোদ্ধা-প্রজন্ম সমাবেশ

    প্রেসবিজ্ঞপ্তি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীনের ২৮তম
    মৃত্যবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার (৩ জুন ২০২৩) সকাল ১০টায়
    সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনে অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।
    বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ,
    বীরমুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক,
    বীরমুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, এড. শেখ আজাদ হোসেন বেলাল,
    বীরমুক্তিযোদ্ধা সফি আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন,
    বীরমুক্তিযোদ্ধা মুরালী মোহন সরকার, বীরমুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন,
    সুধাংশু শেখর সরকার, মাধব চন্দ্র দত্ত, জিএম মনিরুজ্জামান, ফজলুর রহমান,
    এড. শফিউল ইসলাম খান, কাজী আকতার হোসেন, আদিত্ত মল্লিক, শেখ সিদ্দিকুর
    রহমান, আবুল হোসেন, শেখ হারুণ অর রশিদ, জহুরুল কবির, অধ্যাপক ইদ্রিশ আলী,
    শেখ তানজির আহমেদ, লায়লা পারভীন সেঁজুতি, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।
    সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর করিম, নাজমুন নাহার
    মুন্নি, মো. মফিদুর রহমান লিটু, গাজী শাহজাহান সিরাজ, নিত্যানন্দ সরকার,
    আব্দুস সামাদ, স. ম ইকবাল পারভেজ জয়, আব্দুস ছবুর, এড. মোস্তফা
    আসাদুজ্জামান দিলু, মাহমুদ আলী সুমন, মো. হজরত আলী, আসাদুজ্জামান সরদার,
    আহসানুর রহমান রাজিব, জিএম মনিরুজ্জামান, এমডি রায়হান সিদ্দিকী, অধ্যক্ষ
    মোবাচ্ছেরুল হক জ্যোতি, মো. মফিজুল ইসলাম প্রমুখ।
    সভায় ১৯ জুন স. ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৮ জুলাই
    ২০২৩ সকাল ১০টায় মুক্তিযোদ্ধা-প্রজন্ম সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    উক্ত কর্মসূচি সফল করার লক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের
    সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতিকে সমন্বয়ক এবং উপস্থিত সকলকে সদস্য করে
    একটি কমিটি গঠন করা হয়।

  • ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা

    সংবাদ বিজ্ঞপ্তি : ২০২৩-’২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনদুর্ভোগ আরও বৃদ্ধি করবে – ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে আজ ০৩ জুন ২০২৩ শনিবার ২০২৩-’২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে গণমানুষের স্বার্থের পরিপন্থী হিসেবে আখ্যায়িত করে বলেন, আইএমএফ-এর পরামর্শে ও ধনিকশ্রেণির স্বার্থে প্রণীত এ বাজেট সাধারণ মানুষের জীবনে বিরাজমান সংকট আরও বৃদ্ধি করবে।
    ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণমুক্তি ইউনিয়নের আহŸায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহŸায়ক সন্তোষ গুপ্ত, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, কমিউনিস্ট ইউনিয়নের আহŸায়ক ইমাম গাজ্জালী গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই সব কথা বলেন।
    নেতৃবৃন্দ বলেন, ‘দেশের শ্রমিক, কৃষকসহ সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন তীব্র আর্থিক সংকটে জর্জরিত, তখন প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে। করযোগ্য আয় না থাকলেও, ৪৪টি পরিষেবা নিতে গেলে ন্যূনতম ২০০০ টাকা কর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। পক্ষান্তরে, সম্পদের ওপর সারচার্জ আরোপের ক্ষেত্রে ধনীদের ছাড় দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দাম কমানো ও কর্মসংস্থান বৃদ্ধির জন্যে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে তুলে ধরা হয়নি। শিক্ষা, চিকিৎসা, সামাজিক সুরক্ষা খাতে কাক্সিক্ষত বরাদ্দ রাখা হয়নি। প্লাস্টিকের থালা-বাসন, টিস্যু, ন্যাপকিনসহ গৃহাস্থালি সামগ্রী এবং শিক্ষাউপকরণের ওপর ভ্যাট বৃদ্ধির ফলে সাধারণ মানুষের খরচ বৃদ্ধি পাবে। কিন্তু, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও নি¤œআয়ের বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির কোনো আশ^াস অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় নেই। মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা এবং সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্য ঘোষণা করা হয়েছে, সে লক্ষ্য অর্জনের বাস্তব কোনো ভিত্তি নেই’।
    ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ গণবিরোধী সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেন এবং জনগণের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষাসহ জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বৃদ্ধি ও সাধারণ মানুষের ওপর আরোপিত বাড়তি কর প্রত্যাহারের দাবি জানান।

  • জিডিপি-মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়

    জিডিপি-মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়

    বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বার্ষিক উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রায় যে চমক দেখানো হয়েছে তা উচ্চাভিলাষী, বাস্তবসম্মত নয়।

    শুক্রবার (২ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব পর্যালোচনা তুলে ধরেন।

    ফাহমিদা খাতুন বলেন, আমরা যদি বৈদেশিক আয়ের দিকে তাকাই তাহলে দেখবো রেমিট্যান্স নিম্নমুখী। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভও নিম্নমুখী। বৈদ্যুতিক এবং জ্বালানি খাতে বড় একটা ঘাটতি দেখা গেছে। এর ফলে অভ্যন্তরীণ উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

    তিনি বলেন, গত দুই অর্থবছরের উন্নয়নের যে সূচক দেখানো হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। নতুন অর্থবছর ২০২৩-২০২৪ এ জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। গত অর্থবছরেও ৭ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছিল। পরে এটাকে নামিয়ে ৬ শতাংশ করা হয়েছে। 

    আমরা যদি সরকারি বিনিয়োগের হার দেখি সেটা ৬ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। ২০২৪ সালের জন্য ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির অংশ হিসেবে ২৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। কিন্তু ২০২৩ সালে আমরা দেখেছি যেটা ধরা হয়েছিল, সেটা কম হয়েছে এখন পর্যন্ত, এবং সেটা ২১ দশমিক ৮ শতাংশ। এখান থেকে লাফ দিয়ে ২৭ শতাংশ কীভাবে হবে? সেটা আমাদের কাছে মনে হচ্ছে একটি উচ্চাকাঙ্ক্ষা।

    ফাহমিদা খাতুন জানান, মূল্যস্ফীতির চাপ এবং পণ্যের ঊর্ধ্বমুখী দামের লাগাম টেনে ধরার জন্য যে প্রস্তাবনা করা হয়েছে, যে সমাধান দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সম্ভব না। মূল্যস্ফীতির হার যে তারা ৬ শতাংশে নামিয়ে আনার কথা বলছেন, তা সম্ভব হবে না। মূল্যস্ফীতি কমানোর জন্য যে আর্থিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে আমদানি করা কিছু পণ্যের ক্ষেত্রে কর রেয়াত দিলে কিছুটা স্বস্তি পাওয়া যেত। কিন্তু তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি।

    তার মতে, করমুক্ত আয়সীমা আমরা বাড়ানোর কথা বলেছিলাম। এখানে করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ করা হয়েছে, সেটি খুব ভালো। কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে, কেউ সরকারি সেবা নিতে গেলে রিটার্ন দাখিল করতে হবে এবং আয় যাই হোক দুই হাজার টাকা কর আরোপের বিষয়টি অবিবেচনাপ্রসূত মনে হয়। আমরা দাবি করছি এই দুই হাজার টাকা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া উচিত।

    তিনি বলেন, এছাড়া আমাদের অর্থনৈতিক সংস্কারের যে কথা ছিল সেগুলোর বিষয়ে বাজেটে তেমন কোনও পদক্ষেপ নেই। এই বাজেট এমন একটা সময় প্রণয়ন করা হয়েছে যখন আইএমএফ এর বিভিন্ন শর্ত আছে ঋণ দেওয়ার। বাজেট উপস্থাপনায় তিন বার আইএমএফ এর কথা বলা হয়েছে। কিন্তু শর্তের বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি। কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন যে লক্ষ্যমাত্রা আছে সেই শর্তগুলো পরিপালনের ক্ষেত্রে কিছুটা ইঙ্গিত রয়েছে।

    ফাহমিদা খাতুন বলেন, ব্যক্তি খাতে ঋণ প্রবাহ ১৫ শতাংশ ধরা হয়েছে। এই বছরের ঋণ প্রবাহ যেটা ধরা হয়েছে সেটা গত বছরের ধরা ঋণ প্রবাহের সঙ্গে মিলছে না। এছাড়া ব্যক্তি খাতের যে বিনিয়োগের হার ধরা হয়েছে এমন ঋণ প্রবাহ দিয়ে কীভাবে বাস্তবায়ন হবে তা আমাদের বোধগম্য নয়।

    নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে ব্যাপকভাবে মূল্যস্ফীতি কমে গিয়ে সেটা ৬ শতাংশ হবে। এই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন আমাদের কাছে উচ্চাকাঙ্ক্ষা মনে হয়েছে।

    বৃহস্পতিবার (১ জুন) বিকালে জাতীয় সংসদে ‘উন্নয়নের দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের জন্য ব্যয় ধরেছেন ৭ লাখ ৬১ হাজার ৭৬৫ কোটি টাকা।

  • পণ্যের দাম বাড়লেও আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

    পণ্যের দাম বাড়লেও আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

    অন্যদের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, পণ্যের দাম বাড়লেও বাংলাদেশে আমরা ভালো আছি। শুক্রবার (২ জুন) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

    বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি সামনে আরও ভালো কিছু হবে। তবে অন্যদের তুলনায় দেখলে আমরা ভালো আছি।

    তিনি বলেন, সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন আমরা কোন অবস্থায় আছি। নিম্নআয়ের মানুষের কিছু কষ্ট হচ্ছে, এটা অর্থমন্ত্রীও বলেছেন। আমরা কিন্তু এটি মাথায় রেখে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল-চিনি ও ভোজ্যতেল দিয়েছি। পেঁয়াজের দাম যখন বেড়েছে আমরা কমদামে পেঁয়াজ বিক্রি করেছি।

    তিনি বলেন, বাজারে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে। আমরা যেসব পণ্য আমদানি করি তার দাম যদি বাড়ে বাজারেও এর প্রভাব পড়ে। কোথাও কোথাও সমস্যা আছে। মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে।

    এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

  • তালার তেঁতুলিয়ার সাবেক চেয়ারম্যান শিক্ষক আবু তালেব মোড়ল আর নেই,জাপার শোক

    তালার তেঁতুলিয়ার সাবেক চেয়ারম্যান শিক্ষক আবু তালেব মোড়ল আর নেই,জাপার শোক

    প্রেস রিলিজ : তালা উপজেলাধীন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষক আলহাজ¦ আবু তালেব মোড়ল(৮৫) আর নেই। (ইন্না লিল্লাহি………….. রাজিউন) মৃত্যুকালে ২ পুত্র, ২ কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
    শুক্রবার(২ই জুন) দিবাগত রাত তিনটার সময় বার্ধক্য জনিত সহ নানান রোগে অসুস্থ্য হয়ে শিক্ষক আলহাজ¦ আবু তালেব মোড়ল মৃত্যুবরণ করেন। মরহুম চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন । তিনি একজন সর্বজন স্বীকৃত সাদা মনের মানুষ ও এলাকাবাসীর অত্যন্ত প্রিয়জন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। তার ছোট ছেলে মো: আসাদুজ্জামান সেনাবাহিনীর কর্নেল হিসেবে কর্মরত আছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মরহুমের গ্রামের বাড়ির জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শত শত মুসাল্লি উপস্থিত ছিলেন।
    এদিকে শিক্ষক আলহাজ¦ আবু তালেব মোড়লের মৃত্যুতে বিদেহী আতœার মাগফিরাত কামনা ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত,তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন ,সি.যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সহ উপজেলা জাতীয় পার্টি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • গরীব-ধনী সবার জন্য এবারের বাজেট : অর্থমন্ত্রী

    গরীব-ধনী সবার জন্য এবারের বাজেট : অর্থমন্ত্রী

    ন্যাশনাল ডেস্ক : গরীব-ধনী সব শ্রেণির মানুষের জন্য বাজেট উপহার দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অন্যান্যা বছরের ন্যায় এবারও আমরা ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে ব্যর্থ হবো না। সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়েছে। 
    একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, প্রস্তাবিত বাজেট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মেনে করা হয়নি। 
    তিনি বলেন, আমাদের নিজেদের প্রয়োজন মোতাবেক করা হয়েছে, তবে সংস্থাটির যেসব পরামর্শ আমাদের জন্য ভাল কিংবা গ্রহণযোগ্য সেগুলো নেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশও সেটা করে থাকে।
    শুক্রবার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
    সংবাদ সম্মেলনে কৃষিষমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম,শিক্ষামন্ত্রী দিপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসন,জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অর্থমন্ত্রীকে সহায়তা করেন।
    মুস্তফা কামাল বলেন, আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ করা সম্ভব। তিনি বলেন, গত  ৫ বছর ধরে যেসব পদক্ষেপ বা প্রাক্কলন গ্রহণ করা হয়েছে, সেগুলো আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যেটা বাদ আছে সেটা আগামীতে করা হবে। 
    তিনি জানান, ২০০৯ সালে আওয়ামীলীগ যখন ক্ষমতায় আছে তখন রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৫৯ হাজার ৪০০ কোটি টাকা, এখন সেটা বেঁড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা। তাহলে আমরা যেখানে এখনও পৌঁছাতে পারেনি, সেখানে পৌঁছাতে পারবো।
    এক প্রশ্নের উত্তরে জানান অর্থমন্ত্রী বলেন, আমরা ধীরে ধীরে কর্মসংস্থান তৈরি করছি। সরকারের পাশাপাশি বেসরকারিখাতেও উল্লেখ করার মত কর্মসংস্থান হয়েছে। 
    স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, ২০০৯ সালে আওয়ামীলগ ক্ষমতায় এলে তখন দেশে মোট কর্মসংস্থানের পরিমাণ ছিল ৪ কোটি ৭৩ লাখ। এখন সেটা বেড়ে হয়েছে ৭ কোটি  ১১ লাখ।এ সময়ে প্রায় ৩ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা গেছে বলে তিনি উল্লেখ করেন।
    অপর এক প্রশ্নের উত্তরে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, রাষ্ট্রীয় কোষাগারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে করযোগ্য নয় এমন ব্যক্তিদের রিটার্ন দাখিলের ক্ষেত্রে ২০০০ টাকা বাধ্যতামূলক করা হয়েছে।তবে টিআইএন সবার জন্য বাধ্যতামূলক নয়। যেমন আমদানি-রপ্তানিকারক কিংবা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যারা জড়িত রয়েছেন। গরীব মানুষের জন্য কিন্তু টিআইএন বাধ্যতামূলক নয়।
    প্রস্তাবিত বাজেটে কর্পোরেট করহার না কমানোর বিষয়ে তিনি জানান, গত কয়েকবছর ধরে ক্রমান্বয়ে কর্পোরেট করহার কমানো হচ্ছে। গত তিন বছর ২.৫ শতাংশ হারে কমাতে কমাতে কর্পোরেট করহার বর্তমানে ২৭ শতাংশে চলে এসেছে। আরও কমালে রাজস্ব আহরণের জায়গা সংকোচিত হয়ে যায়। দেশের স্বার্থে সেটি করা ঠিক উচিত হবে না।
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পুঁজিবাজারের বিষয়ে বলেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের বিষয়ে সুস্পষ্ট করে কোন পদক্ষেপের কথা উল্লেখ না থাকলেও বাজার গতিশীল রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হচ্ছে। কেন্দ্রিয় ব্যাংক ও সরকার সেটি নিয়মিত করে যাচ্ছে।  
    বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

  • তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

    তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

    মশাল ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন বিভাগ ও জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে । তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
    আবহাওয়া অফিস জানায়, আজ রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং সৈয়দপুর জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগ সমূহের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদুু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
    পরবর্তী দু’দিনে সারাদেশের চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৪১ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা ডিমলায় ২৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  
    আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্ট হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে
    আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
    পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
    ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
    ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১১ মিনিটে।

  • মেসির খেলা দেখার জন্য চীনা দর্শনার্থীদের গুনতে হবে ৬৮০ মার্কিন ডলার

    মেসির খেলা দেখার জন্য চীনা দর্শনার্থীদের গুনতে হবে ৬৮০ মার্কিন ডলার

    আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসেই চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি  ম্যাচ খেলবে বিশ^ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  লিওনেল মেসির খেলা দেখার জন্য চীনা ভক্তদের সর্বোচ্চ ৬৮০ মার্কিন ডলার জন্য ব্যয় করতে হবে বলে শুক্রবার জানিয়েছে আয়োজকরা।
    আগামী ১৫ জুন ৬৮ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন ওয়ার্কার্স স্টেডিয়ামে মুলত: পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলর লড়াইয়ের, যেখানে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হয়েছিল। এই গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে যাওয়া মেসি ওই ম্যাচে গোল করেছিলেন এবং বিশ্বকাপ শিরোপা জয়ী দলটি ২-১ গোলে জয়লাভ করে।
     আয়োজকরা জানায়, আগামী ৫ ও ৮ জুন দুই ধাপে বিক্রি হতে যাওয়া টিকিটের মুল্য ধার্য্য হয়েছে ৫৮০ইউয়ান (৮২ মার্কিন ডলার) থেকে শুরু করে ৪৮০০ ইউয়ান পর্যন্ত। প্রদর্শনী ম্যাচের টিকিটের এত উচ্চ মুল্য দেখে অনলাইনে নিন্দা জানিয়েছেন অসন্তুষ্ট ভক্তরা। টুইটারের মতো স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একজন ব্যবহারকারি আয়োজকদের অফিসিয়াল একাউন্টে লিখেছেন,‘আমি আপনাদের ডাকাতির জন্য অভিযুক্ত করছি।’
    আরেকজন লিখেছেন,‘ ৪৮০০ ইউয়ান দেয়ার কারণে মেসি কি খেলার সময় আমাদের পিঠে নিয়ে চড়াবেন ? 
    উল্লেখ্য ২০১৭ সালের পর এটি হবে মেসির প্রথম চীন সফর। 

  • রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন সার আসবে

    রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন সার আসবে

    আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০২৩-২৪ অর্থবছরে রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন এমওপি সার আসবে। এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
    বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও রাশিয়ার স্টেট কর্পোরেশন পোডিনটর্গ এর মধ্যে এ চুক্তি সই হয়েছে।
    চুক্তিতে বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও পোডিনটর্গের মহাপরিচালক আন্দ্রেই সের্গেইভিচ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির সদস্য পরিচালক আব্দুস সামাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম এ সময় উপস্থিত ছিলেন

  • শার্শা থানা পুলিশের অভিযানে চাঁদাবাজ আটক, গড ফাদার কারা?

    যশোর প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজারের পরিবহন থেকে চাঁদা আদায় কালে নাইম (২৬) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছেন শার্শা থানা পুলিশ।
    বৃহস্পতিবার  (১জুন)রাত ১১টার সময় শার্শা থানা পুলিশ বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।
    আটক নাইম কলারোয়া উপজেলার গোলচাতর এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার কাছ থেকে  চাঁদাবাজির বিভিন্ন রশিদ আদায় করেছে পুলিশ। 
    স্হানীয়রা জানান আটককৃত নাইম ও জব্দকৃত রশীদের সুত্র ধরে খোজ নিলেই পাওয়া যাবে চাদাবাজদের গডফাদারকে।
    স্হানীয় আড়ৎদাররা যানান,  চাঁদাবাজ নাইম আটক হলেও চাদাবাজদের একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে যার বিভিন্ন সদস্য ও মূল গডফাদার রয়েছে ধরা ছোয়ার বাইরে।এসব সিন্ডিকেট গড ফাদারদের নিয়ন্ত্রণ করা গেলে বন্ধ হবে আম বাজারের চাঁদাবাজি নতুবা সম্ভব না। প্রশাসন ধরেছে চুনোপুটি গডফাদার কারা এটা সকলেই জানে। ওদেরকে আটক না করতে পারলেআম বাজারের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না।

    শার্শা থানার ওসি আকিকুল ইসমাম জানান, বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামী নাইমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
    এবিষয়ে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আম বাজারে চাঁদাবাজির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবেনা। আরো দুইজনের নাম আমরা পেয়েছি তাদেরকেও দ্রুত আইনের আওতায় নেওয়া হবে।

  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ৫০ বাংলাদেশী কিশোর-কিশোরী দেশে ফিরল

    ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ৫০ বাংলাদেশী কিশোর-কিশোরী দেশে ফিরল

    যশোর প্রতিনিধি : অবৈধ পথে ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে যশোরের  বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৫০ বাংলাদেশী কিশোর-কিশোরী।
    বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া, চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান।
    ফেরত আসাদের মধ্যে কিশোর ২৮ জন, কিশোরী ২২ জন। তাদের মধ্যে ৪৬ জনের বয়স পাঁচ থেকে ১৮ বছরের মধ্যে এবং বাকি চারজনের বয়স ২০ বছরের মধ্যে। দেশের বিভিন্ন জেলার বাসিন্দা তারা।
    ফিরে আসারা জানায়, তারা বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেছে। দু’দেশের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার দেশে ফিরেছে তারা। পরে বেনাপোল পোর্ট থানা থেকে তিনটি এনজিও তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাবে।

  • দেবহাটা প্রেসক্লাবের সভা ও ইউএনও’র বিদায় সংবর্ধনা

    দেবহাটা প্রেসক্লাবের সভা ও ইউএনও’র বিদায় সংবর্ধনা

    দেবহাটা : দেবহাটা প্রেসক্লাব’র জরুরী সভা এবং সদ্য বদলীর আদেশপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে পর্যায়ক্রমে জরুরী সভা ও ইউএনও’কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
    দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় জরুরী সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন বদলীর আদেশপ্রাপ্ত ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী।
    জরুরী সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার কুলিয়াতে মাংস ব্যবসায়ীদের জিম্মি করে প্রেসক্লাবের সাংবাদিক পরিচয়ে আব্দুর রব লিটু, সজল ইসলাম ও ফরহাদ হোসেন সবুজ নামের তিন গনমাধ্যমকর্মীর চাঁদাবাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন ও বিগত উপ-নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক স্বজনপ্রীতি ও গঠনতন্ত্র বর্হিভূতভাবে অর্থ সম্পাদক পদের প্রার্থী সন্যাসী কর্মকার অভি’র মনোনয়নপত্র বৈধ ঘোষনা এবং পরবর্তীতে একক প্রার্থী দেখিয়ে তাকে ওই নির্বাচিত ঘোষনার ঘটনায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের দায়েরকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যাপক আলোচনা করা হয়। পৃথক এ দু’টি ঘটনার মধ্যে চাঁদাবাজি কান্ডের অভিযোগ থাকা আব্দুর রব লিটু, সজল ইসলাম ও ফরহাদ হোসেন সবুজকে কারন দর্শানোর নোটিশ প্রেরণ এবং গঠনতন্ত্র বর্হিভূতভাবে উপনির্বাচনে সন্যাসী কর্মকার অভি’কে অর্থ সম্পাদক নির্বাচিত ঘোষনা করার ঘটনায় সেসময়কার উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক সভাপতি আব্দুল ওহাব, সাবেক সভাপতি আব্দুর রব লিটু ও সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও রেজুলেশনে অর্ন্তভূক্ত করা হয়।
    জরুরী সভা শেষে প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রায় দুই বছর দেবহাটাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকার পর সদ্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে বদলীর আদেশপ্রাপ্ত হয়েছেন খালিদ হোসেন সিদ্দিকী। কর্মকালীন সময়ে তিনি উপজেলাবাসির কাছে মানবিক ও কর্মদক্ষতা সম্পন্ন ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরালস কাজ করা খালিদ হোসেন সিদ্দিকী বিদায় সংবর্ধনাকালে কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন।
    এসময় প্রেসক্লাবের দুই সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবুসহ কার্যনির্বাহী কমিটির নের্তৃবৃন্দ, সকল সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ এবং কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জোন পর্যায়ের খেলার উদ্বোধন

    সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জোন পর্যায়ের খেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জোন পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে ব্রহ্মরাজপুর ইউনিয়ন জোন পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
    বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জোন পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আলী, জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত ঢালী, মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী ও শংকর বিশ্বাস প্রমুখ। সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জোন পর্যায়ের খেলায় ৬টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়ন জোন পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল খায়ের।

  • সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ পালিত

    সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ পালিত

    সাতক্ষীরা: “টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২৩  পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।

    বৃহস্পতিবার (০১ জুন) সকালে জেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজন একটি র‍্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রাণী সম্পদ অফিসের সামনে এসে শেষ হয়। সাতক্ষীরা শহরে দ্যা পোল স্টার পৌর হাইস্কুল, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার বালক, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও লাবসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাাঝে প্যকেট জাত দুধ বিতরণ করা হয়।

    বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. এবি এম আব্দুর রউফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজী আরিফুর রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, এনডিসি রনি তালুকদার, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. নাজমুস সাকিব,সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা সরকারি  শিশু পরিবারে উপ-তত্ত্বাবাধায় আয়শা খাতুন প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন,শরীর সুস্থ এবং কর্মক্ষম রাখতে দুধ ও দুগ্ধজাত খাবার অপরিহার্য। এই অপরিহার্য খাদ্যদ্রব্যের খাত সম্পর্কিত কার্যক্রমে নজর বাড়াতে ১ জুন পালন করা হয় ‘বিশ্ব দুগ্ধ দিবস’। ২০০১ সাল থেকে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে