মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশকে তিনি এ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, তা স্পষ্ট করেননি।
বুধবার ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার ঘটনার পরদিন বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা “সম্পূর্ণ পুনরুদ্ধারের” সুযোগ করে দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন বন্ধ করা হবে।
ট্রাম্প আরও জানান, তাঁর পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের সময় দেওয়া “লাখ লাখ” অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের জন্য “প্রকৃত সম্পদ নন” এমন বিদেশিদের দেশ থেকে বের করে দেওয়া উচিত।
এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের ইস্যুকৃত গ্রিনকার্ড পুনর্মূল্যায়ন করা হবে। ইউএসসিআইএসের প্রধান জোসেফ এডলো বলেন, ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা দেশগুলোর গ্রিনকার্ডধারীদের নথিপত্র কঠোরভাবে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক ডেস্ক 




















