এবার তামিল সিনেমায় মিষ্টি জান্নাত

এসবিনিউজ ডেস্ক : যৌথ প্রযোজনার সিনেমার পর এবার তামিল সিনেমায় নাম লেখালেন ঢাকাই সিনেমার ‘কিউট গার্ল’ খ্যাত মিষ্টি জান্নাত। ‘রংবাজ খিলাড়ি’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন সত্য প্রকাশ।

এখানে মিষ্টি অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে। এরইমধ্যে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে সিনেমাটির একটানা  দৃশ্যধারণের কাজেও অংশ অংশগ্রহণ করেন বলে জানালেন মিষ্টি জান্নাত। সেখানে টানা ১৫ দিন এ সিনেমার শুটিং শেষ করে রবিবার  ঢাকায় ফিরবেন তিনি।

জীবনের প্রথম  তামিল সিনেমার অভিজ্ঞতা নিয়ে মিষ্টি বলেন, এই অভিজ্ঞতা বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। বিশেষ করে তামিল ভাষায় অভিনয় করাটা অতিমাত্রার দু:সাহসিকতার কাজ মনে হয়েছে আমার কাছে। পুরো ইউনিট আমাকে সহযোগিতার ফলেই অসাধ্যকে সহজ করতে সক্ষম হয়েছি। তারা আমার সঙ্গে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিচ্ছেন। সবমিলিয়ে সাবলীল এবং সুন্দরভাবেই চিত্রায়িত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *