শ্যামনগর উপজেলার বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ৬৬ সাল থেকে শ্যানগরের রাজনীতিতে ও সামাজিক কর্মকান্ডে যার যাত্রা শুরু, মুক্তিয়োদ্ধের সংগঠক, জাসদ সভাপতি বীর মুক্তযোদ্ধা শেখ হারুন-অর-রশীদ গত রাত দুটোয় ইন্তেকাল করেন ( ইন্নাল লিল্লাহে—- রাজেউন)।
তিনি শ্যামনগরের প্রথম নিবন্ধিত প্রগতি সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, আদি যমুনা নদী বাঁচাও আন্দোলনের একজন সংগঠক ছিলেন, ভূমি কমুটি ও পানি কমিটি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, জলবায়ু পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
শ্যামনগরে সাব- রেজিষ্ট্রি অফিস স্থাপনসহ অনেক প্রশাসনিক প্রতিষ্ঠান শ্যামনগরে স্থাপনে অবদান রেখেছেন।
মুক্তিযুদ্ধের পর প্রথম প্রশাসনিক ভাবে গঠিত রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন।
মুক্তিযুদ্ধের শুরুতেই ৭০ সালে নির্বাচিত এমপিএ একে ফজলুল হক, বাবু বিশ্বনাথ দাশ ও এড. নুরুল হক গাইন সহ ভারতে গমন করেন।
একজন মুক্তমনা মানুষ হিসেবে সংকটগ্রস্থ সকল মানুষের পাশে সবসময় থেকেছেন।
তাঁর মৃত্যুতে শ্যামনগরের সাধারন মানুষ অভিভাবক হারালেন।
রিপোর্টার 
















