বাংলাদেশের আপোষহীন নেত্রী ও মানুষের অধিকার আদায়ের বাতিঘর, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বৈকারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–০২ (সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পৌত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা আব্দুল্লাহ আল সিয়াম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা তাঁর রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং এলাকার মুসল্লিরা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ইমাম ও আলেমগণ। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংবাদ শিরোনাম:
বৈকারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- ৪২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়
















