প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত “প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সম্প্রতি উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতির নির্দেশে উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শীঘ্রই শুরু করার জন্য জেলা স্কাউটসের নামে ভূমি মালিকানা দলিল, খতিয়ান, খারিজা, পরচা, খাজনা/কর হালনাগাদ পরিশোধের তথ্য এবং ভূমির ডিজিটাল সার্ভের তথ্য প্রয়োজনীয় প্রকল্প কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমীন ২৬ অক্টোবর ২০২৩ তারিখে স্মারক নং- বাঃ স্কাঃ (প্রাঃ বিঃ কাঃ স্কা: স: প্র:/৪র্থ)/১৭১৩ (১০/১৪০)/২০২৩-এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাদ্দের মাধ্যমে কাজ সম্পন্ন হলে জেলা স্তরের কাব ও স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, বর্তমান সরকার শিশু ও কিশোর-কিশোরীদের স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের ফলে জেলার কাব ও স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দ
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- ৯৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়
















