সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট আলতাফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, ইসমাইল বাবুসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম ইয়াছিন আলম খান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম মনি।
সংবাদ শিরোনাম:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- ৯৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়
















