নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করেছে জেলা তথ্য অফিস, সাতক্ষীরা। এরই অংশ হিসেবে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় রবিবার (২৮ ডিসেম্বর) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাটবাজার ও গ্রামাঞ্চলে সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সকল ইউনিয়নে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই প্রচারাভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন সড়ক প্রচারের পাশাপাশি নির্দেশনা অনুযায়ী উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শনী, ‘টেন মিনিটস ব্রিফ’ এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ভোটারদের সচেতন করা হচ্ছে। তিনি আরও জানান, এ প্রচার কার্যক্রমে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদ শিরোনাম:
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরায় তথ্য অফিসের প্রচারাভিযান
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ৬৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়





















