আশাশুনির খাজরায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল গোলশূন্য ড্র হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) খাজরা ইউনিয়নের কাপসণ্ডা ফুটবল ময়দানে প্রভাতী যুব সংঘের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরার রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও কালীগঞ্জের বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ মুখোমুখি হয়।
প্রথমার্ধে ২৫ মিনিটে বালিয়াডাঙ্গার হাফিজ গোল করে এগিয়ে নেয়। ২৮ মিনিটে রসুলপুরের আহসান গোল শোধ করে সমতা ফেরান। পরবর্তী সময়ে বালিয়াডাঙ্গার আক্রমণ থাকলেও রসুলপুরের গোলকিপার মোহাম্মদ আলীর দক্ষতায় গোল হয়নি। মোহাম্মদ আলী খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা পরিচালনা করেন জিএম জাহাঙ্গীর কবির, আনিছুর রহমান ও ইউসুফ আলী ও দেবপ্রসাদ সানা। ধারাভাষ্যকার ছিলেন আব্দুর রউফ, মফিজুল ইসলাম ও মুর্তজা হাসান। প্রভাতী যুব সংঘের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া ব্যক্তিত্ব জিল্লুল করিম।
মফিজুল ইসলাম লিংকন 
























