যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মিজানুর রহমান (বন্দি নম্বর–৮৭০৯)। তিনি যশোরের শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে।
কারা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটি স্থানে ওই ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পর কর্তব্যরত কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আসেন। তিনি কপোতাক্ষ-৩ ভবনে অবস্থান করছিলেন। ঘটনার বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আব্দুল জলিল 


















