আজ ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা–০২ আসনে বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদর উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল পুলিশ সুপারের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলীপুর ইউনিয়ন বিএনপি’র দোয়া মাহফিল বার্ষিক মূল্যায়নের দ্বিতীয় দিনেও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণা খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার আবারও বাড়ল স্বর্ণের দাম ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, উপসহকারী প্রকৌশলীকে বদলি

আজ বিশ্ব এইডস দিবস

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৩:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। এই দিনটি এইচআইভি/এইডস-এ প্রাণ হারানো মানুষদের স্মরণ এবং আক্রান্তদের প্রতি সহানুভূতি প্রকাশের উপলক্ষ।

২০২৫ সালের মূল বার্তা— ‘চ্যালেঞ্জ পেরিয়ে নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা’—ইঙ্গিত করে যে অর্থনৈতিক সংকট, যুদ্ধ, জলবায়ু দুর্যোগ ও স্বাস্থ্যখাতে অর্থের ঘাটতি অগ্রগতিকে ধীর করেছে। তবুও আরও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষে বিশ্বে প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। একই বছরে ১৩ লাখ নতুন সংক্রমণ এবং প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটে। আগের তুলনায় সংখ্যা কমলেও এখনও প্রায় ৯২ লাখ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।

শিশু, কিশোর-কিশোরী, অন্তঃসত্ত্বা নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে ঝুঁকিতে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এখনো বড় বাধা।

২০২৫ সালের গবেষণায় দেখা যায়, দীর্ঘমেয়াদি ইনজেকশনভিত্তিক অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করছে। পাশাপাশি উন্নত গবেষণা পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে সংক্রমণের হার আরও নির্ভুলভাবে শনাক্ত করা যাচ্ছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তা—অর্থসংকট ও স্বাস্থ্যব্যবস্থার চাপ লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারে।

২০২৫ সালের বিশ্ব এইডস দিবস তাই গুরুত্বপূর্ণ বার্তা দেয়: চিকিৎসা ও সচেতনতার অগ্রগতি সত্ত্বেও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে সাফল্য টেকসই হবে না। এইডস মোকাবিলা শুধু চিকিৎসার বিষয় নয়—এটি মানবাধিকার, ন্যায় ও সমতার প্রশ্ন।

এই দিনে আমরা মৃত্যুবরণকারীদের স্মরণ করি, আক্রান্তদের পাশে দাঁড়াই এবং অঙ্গীকার করি—সমবেত প্রচেষ্টায় একদিন আমরা এইডসমুক্ত বিশ্ব গড়তে পারব।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা–০২ আসনে বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ

আজ বিশ্ব এইডস দিবস

আপডেট সময়: ০৩:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। এই দিনটি এইচআইভি/এইডস-এ প্রাণ হারানো মানুষদের স্মরণ এবং আক্রান্তদের প্রতি সহানুভূতি প্রকাশের উপলক্ষ।

২০২৫ সালের মূল বার্তা— ‘চ্যালেঞ্জ পেরিয়ে নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা’—ইঙ্গিত করে যে অর্থনৈতিক সংকট, যুদ্ধ, জলবায়ু দুর্যোগ ও স্বাস্থ্যখাতে অর্থের ঘাটতি অগ্রগতিকে ধীর করেছে। তবুও আরও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষে বিশ্বে প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। একই বছরে ১৩ লাখ নতুন সংক্রমণ এবং প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটে। আগের তুলনায় সংখ্যা কমলেও এখনও প্রায় ৯২ লাখ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।

শিশু, কিশোর-কিশোরী, অন্তঃসত্ত্বা নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে ঝুঁকিতে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এখনো বড় বাধা।

২০২৫ সালের গবেষণায় দেখা যায়, দীর্ঘমেয়াদি ইনজেকশনভিত্তিক অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করছে। পাশাপাশি উন্নত গবেষণা পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে সংক্রমণের হার আরও নির্ভুলভাবে শনাক্ত করা যাচ্ছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তা—অর্থসংকট ও স্বাস্থ্যব্যবস্থার চাপ লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারে।

২০২৫ সালের বিশ্ব এইডস দিবস তাই গুরুত্বপূর্ণ বার্তা দেয়: চিকিৎসা ও সচেতনতার অগ্রগতি সত্ত্বেও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে সাফল্য টেকসই হবে না। এইডস মোকাবিলা শুধু চিকিৎসার বিষয় নয়—এটি মানবাধিকার, ন্যায় ও সমতার প্রশ্ন।

এই দিনে আমরা মৃত্যুবরণকারীদের স্মরণ করি, আক্রান্তদের পাশে দাঁড়াই এবং অঙ্গীকার করি—সমবেত প্রচেষ্টায় একদিন আমরা এইডসমুক্ত বিশ্ব গড়তে পারব।