ঢাকাস্থ দেবহাটা উপজেলাবাসীর সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা–২ আসন (সদর–দেবহাটা) থেকে জামায়াতের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ৩টায় মিরপুর–১০ এর শাহ আলী প্লাজায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাও. ওমর ফারুক এবং সঞ্চালনা করেন আবজাল হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক এবং দেবহাটা উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মইনুদ্দীন মইন, মো. শাহ আলম বাদশা, আব্দুর রহমান, তানজিম, মাসুম বিল্লাহসহ ঢাকাস্থ দেবহাটা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ওমর ফারুক মুকুল 



















