সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় নুর মোহাম্মদ সরদারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক তিনটার দিকে বসতবাড়ি ও বিচালির গাদায় আগুন ধরে গেলে প্রথমে বিষয়টি টের পান প্রতিবেশীরা।
প্রতিবেশীরা দ্রুত বাড়ির লোকজনকে ডেকে নিরাপদে সরিয়ে নেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
আগুনে বসতবাড়ির কিছু অংশ ও বিচালির গাদা পুড়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা না গেলেও অসাবধানতাজনিত কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।
আব্দুর রশিদ 

















