মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় ৭ দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
এসময় তিনি বলেন, মাগুরার ধর্ষণের শিকার শিশুটির পোস্টমর্টেম বিশেষ ব্যবস্থায় আজই শুরু করা হয়েছে। সাত দিন মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে আশা করি। হেলিকপ্টার যোগে মাগুরা নিয়ে যাওয়া হবে দেহ। উপদেষ্টা ফরিদা আখতার দাফন পর্যন্ত সাথে থাকবেন।
তিনি জানান, ধর্ষণ ও নারী সহিংসতা রোধ করতে রোববার বা সোমবার নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ে সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি হবে। শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সরকার বরদাস্ত করবে না।
Leave a Reply