ন্যাশনাল ডেস্ক: শনিবার (২ মার্চ) ইসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২৭৪ জন।
সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন নিরলসভাবে কাজ করছে। একই অনুষ্ঠানে তিনি জাতীয় ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর একটি র্যালি বের করা হয়।
এ বছর সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন। ২০১৮ সালের ২ মার্চ থেকে ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দিনটি পালিত হচ্ছে। এ উপলক্ষে মাঠ পর্যায়ে থানা, উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিন ইসি জানায়, ২০২৫ সালের ২ মার্চ পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২৭৪ জনে পৌঁছেছে।
Leave a Reply