1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
১ শ্রাবণ, ১৪৩২
Latest Posts
📰পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত📰পাইকগাছায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস 📰সাতক্ষীরায় ভারী বৃষ্টিতে পানিবন্দী শত শত পরিবার📰তৃতীয় মাত্রা’র সম্পাদকের সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের 📰তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ📰শ্যামনগরে বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু📰 অপরিকল্পিত স্লুইস গেটের জোয়ারের পানিতে তলিয়ে গেছে লাবসার ১৭ টি গ্রাম,  পানিবন্দী হাজার হাজার মানুষ 📰তালা যুব পানি কমিটির সভা শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান📰ছাত্ররাজনীতিকে ‘না’ বললো খু‌বির সহস্রাধিক নবীন শিক্ষার্থী📰সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরার ত্রিশমাইল এলাকা থেকে এক গ্রাম ডাক্তারের  মরদেহ উদ্ধার করেছে সেনা সদস্যরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

হাসানুর রহমান নামের এক গ্রাম ডাক্তারের মরদেহ উদ্ধার করেছে সেনা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ভোরে

সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশমাইল নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার

করা হয়।

নিহত হাসানুর রহমান (২৯) তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের

চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে।

নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ও

চকেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান,

হাসানুর একজন গ্রাম ডাক্তার। সে নগরঘাটা ইউপি চেয়ারম্যান

কামরুজ্জামান লিপুর দূর সম্পর্কের খালাতো ভাই। প্রথম স্ত্রীর সঙ্গে

তালাক হয়ে যাওয়ায় গ্রামেরই মেয়ে লতাকে দ্বিতীয় বিয়ে করে সে।

তার ১০ মাসের এক কণ্যা সন্তান রয়েছে। পোড়ার বাজারে তার একটি

চেম্বার রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় সংরক্ষিত

মহিলা ইউপি সদস্য মর্জিনা খাতুনের ছেলে ও তরুন সংঘের

সভাপতি ইকবাল হোসেন হাসানুরকে তার পোড়ারবাজারের চেম্বার

থেকে বের করে একটি রাম দা সহ ছবি তোলে। পরে ইকবালা তাকে

মারপিট করে তরুণ সংঘ ক্লাবে আটকে রাখে। সেখান থেকে বিশেষ

পোশাক পরিহিত কয়েকজন রাত সাড়ে সাতটার দিকে হাসানুরকে

একটি গাড়িতে করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত দুটোর

দিকে তাকে কয়েকজন লোক গাড়িতে করে লিপু চেয়ারম্যানের

বাড়িতে নিয়ে আসে। সেখান সে হৃদরোগে আক্রান্ত হয় মর্মে

শুনেছেন। মঙ্গলবার ভোরে ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনীর

সদস্যরা তার লাশ উদ্ধার করেছে মর্মে জানতে পারেন তারা। বিকেলে

লাশের ময়না তদন্ত শেষে রাত ৮টার দিকে বাড়িতে আনা হয়। রাত ১০টার

দিকে স্থানীয় মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক

কবরস্থানে হাসানুরের লাশ দাফন করা হবে।

তবে এ ব্যপারে নিহতের ভাই মিজানুর রহমানের কাছে জানতে মুঠো

ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জেনে সংযোগ

বিচ্ছিন্ন করে দেন। তার বড় ভাই শাহীনুরের নাম্বার বন্ধ পাওয়া যায়।

তবে হাসানুরের চাচাত ভাই আব্দুল মাজেদ জানান, শারীরিকভাবেদুর্বল হাসানুরের কোন শত্রু ছিল না। জমি নিয়ে স্থানীয়ভাবে

বিরোধও ছিল। তার বড় ভাই শাহীনুরের কারণে হাসানুরকে মরতে

হলো।

এ ব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে

সেনা বাহিনীর সদস্যরা এক অজ্ঞাত পুরুষের লাশ হাসপাতালের জরুরী

বিভাগে রেখে যান। বিষয়টি তালা থানাকে জানালে থানা ভারপ্রাপ্ত

কর্মকর্তার সঙ্গে স্বজনরা এসে ওই লাশ উপজেলার চকেরকান্দা

গ্রামের হাসানুর রহমানের বলে চিহ্নিত করে। মৃতের শরীরের বিভিন্ন

আঘাতের চিহ্ন আছে বলে জানান ওই চিকিৎসক।

মৃত হাসানুরের ময়না তদন্তকারি চিকিৎসক সাতক্ষীরা সদর

হাসপাতালের ডাঃ আসাদুজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করলে

তিনি ফোন রিসিভ করেননি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সাংবাদিকদের

জানান, হাসপাতালে যেয়ে লাশটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে

ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর

হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের শরীরের বিভিন্ন স্থানে

আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তালা উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান

সাংবাদিকদের জানান, এ ব্যাপারে তার কোন বক্তব্য নেই। যাহা বলার

জেলা প্রশাসক বলবেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন,

সোমবার সন্ধ্যায় হাসানুর পাটকেলঘাটা খাদ্যগুদামে লুট করতে গেলে

স্থানীয়রা তাকে পিটিয়ে মেরে ফেলেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd