দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা


মে ২১ ২০২৪

Spread the love

সাতক্ষীরার তিনটি উপজেলায়  ।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা, তালা ও আশাশুনিতে
মঙ্গলবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে
ভোটগণনার কাজ। শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও ভোট গণনার লক্ষ্যে
ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার দায়িত্ব পালন করছে। তবে
আশাশুনিতে ৮৭টির মধ্যে ২০টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ
ভোটকেন্দ্র থাকায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ
কুমার অধিকারীকে থানার নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে জেলা
পুলিশের স্ট্যা-িং ফোর্সের প্রধান করা হয়েছে। সাতক্ষীরা সদর
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে আশাশুনি
থানার নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার তালা উপজেলার নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালা বিদে বিদে
মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যেয়ে জানা গেছে, বেলা বাড়ার সাথে
সাথে ভোটরদের উপস্থিতি বাড়ে।
তালা, দেবহাটা ও আশাশুনি নির্বাচনের রিটাণিং অফিসার
সরোয়ার হোসেন জানান,তিনটি উপজেলার ২৮টি ইউনিয়নের
২২১টি ভোট কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এখানে ভোটার সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ৯৭১। ভোট গণনার কাজ শুরু
হয়েছে বিকেল সাড়ে চারটা থেকে। রাত ১১টার মধ্যে ভোটের ফলাফল
জানা যাবে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন