হজ পালনে মদিনায় পৌঁছেছেন ৭১৮,০০০’র বেশি হজযাত্রী


জুন ১৯ ২০২৩

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বিমান ও স্থল বন্দর দিয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৭১৮০৩০ জন হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। খবর এসপিএ’র।
হজ ও পরিদর্শন কমিটির পরিসংখ্যান অনুযায়ী, শনিবার মোট ২৯,০৯০ হজযাত্রী পৌঁছেছেন। এদের মধ্যে ২৫,৯৬২ জন ১০৫ টি ফ্লাইটে করে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। এ কমিটি মদিনায় হজযাত্রীদের আগমন ও ছেড়ে যাওয়া হিসাব রেখে থাকে।
ইমিগ্রেশন সেন্টার ২,০৯৯ জন হজযাত্রীকে বহন করা ৬৫ টি ফ্লাইট এবং স্থল হজযাত্রী কেন্দ্র ৯২৪ জন হজযাত্রীকে বহন করা ২২ টি ফ্লাইট গ্রহণ করেছে।
এছাড়া পরিসংখ্যানে দেখা গেছে, পবিত্র মক্কার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শনিবার রওনা হওয়া হজযাত্রীর সংখ্যা ছিল ৫৫৬,৯৫৩ জন।
সৌদি আরব বলেছে, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আরোপ করা বিধিনিষেধগুলো তুলে নেয়ায় আসন্ন হজ মৌসুমে সারাবিশ্ব থেকে আসা হজযাত্রীর সংখ্যা সীমাবদ্ধ থাকবে না।
গত দুই বছর সৌদি আরবে কোভিড-১৯ এর বিস্তার রোধে হজ পালনের অনুমতি পাওয়া মুসলিমের সংখ্যা অনেক কমানো হয়।
মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে প্রায় ২৫ লাখ মুসলিম বার্ষিক হজ পালনে অংশগ্রহণ করেন।
ইসলামের পাঁটি স্তম্ভের একটি হচ্ছে হজ। সামর্থ রয়েছে এমন প্রত্যেক মুসলিমকে তাদের জীবনে অন্তত একবার অবশ্যই হজ পালন করতে হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন