নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় সদর থানার নবাগত অফিসার ইনচার্জ এর অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. হাসান-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা মো. আবু মুসা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ কবির ও বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার আহবান জানান।
সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামকে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
জুন ১৪ ২০২৩