সাংবাদিক হেলাল এর রোগমুক্তি কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের 


জুন ২৩ ২০২৩

Spread the love

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, দৈনিক যুগের বার্তা, দেশ টাইমস), হঠাৎ মারাত্মক ভাবে অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কল্যানাশীষ সরদার কল্যান অধীনে চিকিৎসাধীন আছেন।
তাঁর আশুরোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছিরউদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্যনির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক আমার বার্তা) ও এএইচএম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন