শার্শার পাঁচভুলাট সীমান্ত হতে ১ কেজি ৬৩০ গ্রাম স্বর্ণ উদ্ধার


জুন ১ ২০২৩

Spread the love

যশোর প্রতিনিধি : যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম হতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(২১ বিজিবি)’র সদস্যরা। তবে, এসময় কোন পাচারকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার (৩১ মে) গভির রাতে এ স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়।
২১ বিজিবি সূত্রে জানা যায়, শার্শার পাঁচভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি’র একটি টহল দল পাচঁ ভুলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান নেয়, এসময় একজনকে সীমান্তের শুন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে, এসময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ের ব্যাগ ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দেয়। পরে, ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। বর্তমানে এর সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান, পিএসসি বলেন, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত হতে ভারতে পাচারের সময় স্বর্ণের ঐ চালানটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ১৪পিস স্বর্ণের বার শার্শা থানায় জমা প্রদান করা হয়েছে বলে ঐ অধিনায়ক জানান।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন