পিএসজির হয়েই পরের মৌসুমে গোলের রেকর্ড গড়তে চান এমবাপ্পে


জুন ৪ ২০২৩

Spread the love

ক্রীড়া ডেস্ক : গতকাল শনিবার চলতি মৌসুমের শেষ ম্যাচে নিজের ২৯তম লিগ গোলটি করেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি আন্তর্জাতিক কিলিয়ান এমবাপ্পে। ক্লেরমন্টের কাছে ওই ম্যাচে ৩-২ গোলে হেরে গেলেও টেবিল টপার হিসেবেই মৌসুম শেষ করেছে প্যারিসের ক্লাবটি।  
চলতি মৌসুমে শীর্ষ গোলদাতার আসন নিয়ে ফের গোল্ডেন বুট নিশ্চিত করেছেন এমবাপ্পে। এই নিয়ে জেন-পিয়েরে পাপিনের টানা পাঁচ বারের গোল্ডেন বুট জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন ফরাসি স্ট্রাইকার। আগামী মৌসুমে সর্বোচ্চ স্কোরার হিসেবে একক ভাবে নতুন রেকর্ড গড়তে চান বলে জানিয়েছেন এমবাপ্পে। 
গত সপ্তাহেই টানা চতুর্থবারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি তারকা। ২০১৮ সালে পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই প্রতিটি লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে রেখেছেন ২৪ বছর বয়সি এই ফুটবল তারকা। 
ইতোমধ্যেই পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন নিশ্চিত করা এমবাপ্পে বলেন,‘ শীর্ষ গোলদাতার পুরস্কার পেয়ে অত্যন্ত  খুশি। আমরা চ্যাম্পিয়নশীপের শিরোপাও জয় করেছি। আমি এখনো সেরা খেলোয়াড় ও শীর্ষ গোলদাতার আসনে আছি। সুতরাং এটি দারুন এক ব্যাপার। 
এটি সত্যি যে মৌসুমের শেষভাগে যখন আমাদের শিরোপা নিশ্চিত হয়েছে, তখনই আমার ব্যক্তিগত লক্ষ্য পুরণ হয়েছে। কারণ এটিই ছিল আমার মুল লক্ষ্য। আমি (পূর্বের) ইতিহাস ভাঙ্গতে যাচ্ছি এবং এতে খুবই খুশি। তবে পাপিনকে ছাড়িয়ে যাবার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
অবশ্য লিগ ওয়ানে  পাঁচ বার গোল্ডেন বুট জয় করার তালিকায় আরো তিন ফুটবলার রয়েছেন। তবে পাপিন হচ্ছেন সেই তারকা যিনি সবার আগে টানা পাঁচ বার ওই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ওলিম্পিক দ্য মার্শেই’র হয়ে ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন