নারী চিংড়ি শ্রমিকের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত


জুন ১৯ ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ১৮ -১৯ জুন ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন”প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে জবা নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের, চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. বর্তমানে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের বিভিন্ন কাজে অংশগ্রহন করে অবদান রাখতে হবে। আপনারা শ্রমিকের কাজের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সাথে অন্তর্ভূক্ত হবেন তাহলে আপনার পরিবারকে স্বচ্ছল ও স্বাবলম্বি করে গড়ে তুলতে পারবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নারী ও পুরুষ শ্রমিকের সমমজুরী হওয়া প্রয়োজন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সমমজুরী ও সমঅধিকার অধিকার আদায়ে আমি আপনাদের পাশে থাকব। প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য। 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন