দেশে করোনায় ১ জনের মৃত্যু : নতুন শনাক্ত ১৩৪ জন


জুন ১৪ ২০২৩

Spread the love

ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকার বাসিন্দা। এ সময়ে আরও ১৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে ১২৫ জন ঢাকা মহানগর, ২ জন নারায়নগঞ্জ, ১ জন চট্টগ্রাম, ১ জন কক্সবাজার, ২ জন রাজশাহী এবং ৩ জন সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৪৭৮ টি নমুনা সংগ্রহ ও ১৪৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৮৫ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন