তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ব করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে র্যালি শেষে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) আরাফাত হোসেন,খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, সদস্য নারায়ণ চন্দ্র মজুমদার প্রমূখ।
তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালি ও মানববন্ধন
জুন ১ ২০২৩