1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
১ মাঘ, ১৪৩১
Latest Posts
📰কলারোয়া সীমান্তে ৫ বাংলাদেশীকে আটক📰তালায় পানি সরবরাহের খাল জোর পূর্বক দখল ও বাড়ি নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ 📰তালায় বন্ধ ক্লিনিক খুলতে দৌড়ঝাঁপ শুরু! 📰তালায় কেক কেটে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন 📰গুনাকরকাটি কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান📰আশাশুনিতে বিনা চাষ ও চাষকৃত জমিতে সরিষা আবাদ, দিগন্তজুড়ে হলুদ ফুলে সুশোভিত📰সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তি আটক📰আশাশুনিতে মৎস‍্য ঘেরের বাসা ও নেট পাটা ভাংচুর করে লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ 📰আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতেও ছিল: উপদেষ্টা সাখাওয়াত📰দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে, তারাই আমানতের খেয়ানত করেছে : জামায়া‌তের আমির

জামালপুর সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে  সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে


 নিজস্ব প্রতিনিধি : জামালপুর সাংবাদিক গোলাম রব্বানী  নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে  হত্যার প্রতিবাদে  এবং হত্যাকারীদর দৃষ্টান্তমূলক   শাস্তির দাবিতে  সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের  সামনে প্রতিবার সমাবেশ ওমানববন্ধনে  সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের  সভাপতি মমতাজ আহমদ বাপি। 
সাতক্ষীরা সাতক্ষীরা প্রেসক্লাবের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দৈনিক  কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন  ময়না, দৈনিক বর্তমান সময় এর সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি  সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা প্রেসক্লাবের  সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ  ফরিদ আহম্মেদ ময়না, বাংলাভিশন টিভি চ্যানলর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক  গ্রামর কাগজর সাতক্ষীরা প্রতিনিধি এস.এম রজাউল ইসলাম, যমুনা টলিভিশনর সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম,  দৈনিক সকালের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি, এস, কে কামরুল হাসান, সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। বক্তারা বলেন , সাংবাদিকরা হত্যা ও নির্যাতন শিকার হলে তার কান বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান , স.ম আলাউদ্দীন, বেলাল সহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলও তার বিচার আজও পর্যন্ত হয়নি । বিচারহীনতার  সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ হয়েছে।  এই তালিকায় যুক্ত হলো জামালপুরের ৭১ টিভি  ও বাংলা নিউজেের  সাংবাদিক গোলাম রব্বানী  নাদিম কে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে।   দুর্নীতিবাজরা একের পর এক সাংবাদিকদের  হত্যা সহ নির্যাতন করে যাচ্ছে।  আর আমরা রাজপথে তাদের বিচাররের দাবীত আন্দোলন করে আসছি।   এটা অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক ।  এসময়  বক্তরা আরও বলেন,  জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী  নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান , এবং  সারা দেশে সাংবাদিক নির্যাতন  ও হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd