খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত


জুন ১১ ২০২৩

Spread the love

খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন ২০২৩ রবিবার বিকাল ৪টায় খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা কমিটির সচিবালয় শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় ৭-২০ জুন ২০২৩ খাদ্য অধিকার বাংলাদেশ এর জাতীয় কমিটি নির্ধারিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণ করা হয়। এছাড়া সভায় সালের ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন-২০২৩’ এবং জেলা পর্যায়ে খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা কর্মসূচি বাস্তবায়ন কোর কমিটি গঠন করা হয়।

সভায় জেলা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, সিপিএফ’র পরিচালক ফারুক রহমান, হেড’র নিবার্হী পরিচালক লুইস রানা গাইন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, জিডিএফর সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাশ, প্রগতি’র রেজাউল করিম, সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থার সিরাজুন সঞ্জু প্রমুখ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন