আদি যমুনার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় ভাসছেন জহুরুল হায়দার বাবু


জুন ১১ ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি : প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু,স্বপ্নদ্রষ্টা শ্যামনগর পৌরসভা ও বারবার নির্বাচিত শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান শ্যামনগর উপজেলার মানুষের প্রাণের দাবি ছিল আদি যমুনার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। সেটি সক্ষম হয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসন,শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ড এবং বিশেষ করে অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর সদিচ্ছার কারণে। কারণ তিনি জনগণের মাঝে বারবার একটি কথা বলেছেন। আমাদের শ্যামনগর আমরাই গড়ব। সুন্দর একটি শ্যামনগর গড়ার লক্ষ্যে,যা যা করতে হয় সবই আমরা করব।

তারই প্রতিফলন আজকে শ্যামনগরের মানুষ দেখতে পেয়েছে। আর এই কারণে শ্যামনগর মানুষের মুখে একটাই আওয়াজ- এগিয়ে যাবে অ্যাডভোকেট জহুরুল হায়দারের হাত ধরে শ্যামনগর সদর ও শ্যামনগর পৌরসভা।এই অবৈধ উচ্ছেদ নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে আসছেন শুরু থেকেই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেই সমস্ত মন্তব্যকারীদের মুখে ছাই দিয়ে,আজকে সেই শ্যামনগর বাশির প্রাণের দাবি নীলকমল খ্যাত ভবন টির উচ্ছেদ অভিযান চলছে অনেকেই বলেছিলেন এটি একেবারেই অসম্ভব সেই একেবারেই অসম্ভব জিনিসটা আজকে সম্ভব করে দেখিয়েছেন যারা তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শ্যামনগরের আপামর জনগণ, এবং সকলে মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন,,,অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর মতএমন জন-প্রতিনিধি শ্যামনগরের নেতৃত্ব দিলে একটি মডেল শ্যামনগর গড়া সুধু সময়ের ব্যাপার

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন