স্মার্টফোনে অবিচ্ছেদ্য গেমিং ফিচার


মে ৭ ২০২৩

Spread the love

ন্যাশনাল ডেস্ক : স্মার্টফোনে গেমিং এখন আগের চেয়েও জনপ্রিয়। গেমিং তরুণ্যের দৈনন্দিন জীবনের অংশ। স্মার্টফোনে গেমিং এখন আগের চেয়েও জনপ্রিয়। গেমিং তরুণ্যের দৈনন্দিন জীবনের অংশ। ফ্রি-ফায়ার, এমএলবিবি ও পাবজি’র মতো গেমগুলো এখন সামাজিক ট্রেন্ডের অংশ। তাই গেমারদের জন্য স্থিতিশীল নেটওয়ার্কে যুক্ত থাকা খুবই জরুরি। সময়ের প্রয়োজনে একইসঙ্গে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পেতে ওয়াইফাই ও মোবাইল ডেটাতে যুক্ত থাকা প্রয়োজন। বাস্তবে আদৌ তা সম্ভব হয় না।

সব স্মার্টফোনে ওয়াইফাই ও মোবাইল ডেটা একইসঙ্গে ব্যবহার করা যায় না। ফলে গেমাররা সমস্যায় পড়েন। ইন্টারনেটের কারণে গেমের মধ্যে থাকা অবস্থায় টানটান মুহূর্তে অন্য গেমারদের তুলনায় পিছিয়ে পড়তে হয়। স্মার্টফোন গেমাররা ইন্টারনেট সমস্যা থেকে রেহাই পেতে চান।

বর্তমানে গেমিংয়ের এমন সীমাবদ্ধতা কাটাতে আছে লিংক বুমিং প্রযুক্তি। মাল্টি নেটওয়ার্ক কনকারেন্সির জন্য ব্যবহার করা প্রযুক্তি গেমিংয়ে আনবে অবিচ্ছেদ্য অভিজ্ঞতা। স্মার্টফোনে ওয়াইফাই এবং মোবাইল ডেটা একসঙ্গে কাজ করলে মিলবে সমাধান। ইন্টারনেট মাধ্যমে ওয়াইফাই ও ডেটা চ্যানেলের সমন্বয়ের ফলে দুর্বল নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের গতি বাড়ে। ফলে কোনো ল্যাগ ছাড়াই ভিডিও স্ট্রিমিং বা গেমিং চালিয়ে যাওয়া সম্ভব।

তারুণ্যের ব্র্যান্ড ইনফিনিক্স ‘হট-৩০’ মডেল একইসঙ্গে ওয়াইফাই ও মোবাইল ডেটা ব্যবহারের দ্বৈত সুবিধা দেয়। কারিগরি বৈশিষ্ট্য হেলিও জি৮৮ প্রসেসর, ২.০ গিগাহার্জের দুটি এআরএম কর্টেক্স-এ৭৫ কোর দিয়ে গঠিত ৮-কোর আর্কিটেকচার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮০পি হাই রেজ্যুলেশনের ৬.৭৮ ইঞ্চি স্ক্রিন, ৯০ হার্জ রিফ্রেশ রেট, ২৭০ হার্জ টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে মডেলটিতে। ডুয়্যাল স্পিকার ডিজাইন এবং ডিটিএস প্রযুক্তির ফলে গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ে থ্রিডি সারাউন্ড সাউন্ড ইফেক্ট পাওয়া যাবে।

থাকছে এফ১.৬ অ্যাপারচার ঘরানার ৫০-মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও নাইট ফটোগ্রাফির বিভিন্ন ধরনের ফিল্টার স্টাইল। ৪ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ সিগমেন্টে মডেলটি পাওয়া যাচ্ছে।

বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তির সান্নিধ্যে গেমিং দুনিয়া আরও নিরবচ্ছিন্ন, আরও প্রাণবন্ত হওয়ার অপেক্ষায়। সুবিধা ও অভিজ্ঞতার বিবেচনায় স্মার্টফোনের সক্ষমতা দিনে দিনে বাড়ছেই। স্মার্টফোনে নান্দনিকতা ও সর্বাধুনিকতা সে কথাই বলছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন