সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান


মে ১৭ ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ১০টায় শহরের পলাশপোল নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী রাস্তায় ঢেলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা পৌরসভার এস ও সাগর দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল আলম শফি, মোতালেব হোসেন, মো. ইউসুফ আলী, মো. আলী শাহীন, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. ইমান আলী প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৫৬৪ ফুট আরসিসি ঢালাই রাস্তা ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন