সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে কামালনগরে লেকভিউ অভিমুখ হতে ৪শ ফুট সিসি ঢালাই রাস্তা ২লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন


মে ৩১ ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ মে) সকালে কামালনগর লেকভিউ এলাকায় অতিথি হিসেবে শ্রমিকদের সাথে নিজ হাত দিয়ে নির্মাণ সামগ্রী ঢেলে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, মো. আজগর আলী সরদার, আব্দুল আজিজ বাবু, মো. আবু সাঈদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কামালনগর লেকভিউ অভিমুখ হতে লেবার শ্রমিক মোসলেম’র বাড়ি পর্যন্ত ৪০০ ফুট সিসি ঢলাই রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ২লক্ষ টাকা ব্যয়ে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মুক্তার হোসেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন