নিজস্ব প্রতিনিধি : “এবার আওয়াজ তুলুন” শিরোনামে সাতক্ষীরায় দুদকের অভিযোগ গ্রহনের বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় দুর্নীতি দমন কমিশন, খুলনার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুদক খুলনা-সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ অভিযোগ গ্রহন বুথের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন,সাতক্ষীরা জেলা সদরের যেকোন সরকারি,আধা সরকারি,স্বায়তশাসিত দপ্তর,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ,দুর্নীতি বা হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে এসব অভিযোগ তুলে ধরতে পারবেন ভুক্তভোগীরা।
তিনি আরো বলেন,এসব বুথে সকাল ৯টা থেকে অবিরামভাবে হয়বানির শিকার যেকোন ব্যাক্তি ১৩ মে বিকাল ৫টা যেকোন বুথে তাদের অভিযোগ জমা দিতে পারবেন। ১৪ মে রবিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অভিযোগের ভিত্তিতে স্ব-স্ব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা,সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সদরের নিউ মার্কেট লাবনি মোড়, ইটাগাছা সড়ক ও জনপদ জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর, কাটিয়া আমতলা,খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বর, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক গেইট, কাছারীপাড়া পোষ্ট অফিস মোড় ও জেলা প্রশাসক চত্বরসহ ৮ টি অভিযোগ গ্রহনের বুথ স্থাপন করা হয়েছে।
সাতক্ষীরায় দুদকের অভিযোগ গ্রহণের বুথ উদ্বোধন
মে ৭ ২০২৩