আহবায়ক এম সুশান্ত, সদস্য সচিব অনুপ কর্মকার
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ মে রবিবার বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্র্র নাথ বর্মন ও সাধারন সম্পাদক সুখরাল নন্দী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের তথ্য জাননো হয়।
বিজ্ঞপ্তিতে আহ্বায়ক প্রভাষক এম সুশান্ত, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক তপন কুমার শীল, যুগ্ম-আহ্বায়ক প্রভাষক সুকুমার রায়, যুগ্ম-আহ্বায়ক অশোক কুমার মিস্ত্রী, যুগ্ম-আহ্বায়ক পার্থ সারথী সেন যুগ্ম-আহ্বায়ক তাপস মজুমদার, সদস্য সচিব এড. অনুপ কর্মকার, কার্যকরী সদস্য অধ্যক্ষ সরদার রমেশচন্দ্র, কার্যকরী সদস্য দিপু কুমার বৈদ্য, কার্যকরী সদস্য অধ্যাপক কিশোর কুমার দত্ত, কার্যকরী সদস্য অধ্যাপক পাল শুভাশীষ, কার্যকরী সদস্য রবীন্দ্রনাথ ব্যানার্জী, কার্যকরী সদস্য উৎপল কুমার সাহা, কার্যকরী সদস্য সুশান্ত ধরামী, কার্যকরী সদস্য প্রদীপ কুমার মন্ডল, কার্যকরী সদস্য শম্ভু চরণ কর্মকার, কার্যকরী সদস্য অধ্যাপক সদানন্দ সরকার, কার্যকরী সদস্য গোপাল চন্দ্র গাইন, কার্যকরী সদস্য জয়দেব কর্মকার, কার্যকরী সদস্য ইনদ্রজিত কুমার ও সুমন কুমার রায় কার্যকরী সদস্য করে আগামী আগষ্ট ২০২৩ এর মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলার পূর্নাঙ্গ এবং জুলাই ২০২৩ এর মধ্যে জেলার সকল উপজেলা ও পৌরসভার কমিটি গঠনের আহ্বান করা হয়।
বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এম সুশান্ত ও সদস্য সচিব অনুপ কর্মকার সকলের সহযোগতিা ও আশির্বাদ কামনা করেছেন।