দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ককটেল ফাঁটিয়ে নাশকতাকালে ৬ নাশকতাকারি ও পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে অবিষ্ফোরিত ৪টি ককটেল ও বিষ্ফোরিত এবং ককটেল তৈরীর সরঞ্জাম এবং ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহাবুর রহমান, এসআই হাফিজুর রহমান ও এসআই শোভন দাসের নের্তৃত্বে পুলিশ সদস্যরা বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী বসন্তপুরের হামিদ সরদারের ছেলে আব্দুল্যাহ সরদার (৩১) এবং একই গ্রামের বাবলু শেখের ছেলে আলামিন শেখ (২২) কে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা (নং-১৪) দায়ের হয়েছে।
অপরদিকে শনিবার ভোররাতে পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল নাশকতাকারি নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে ভোর সোয়া পাঁচটার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতাকারিরা কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে চারটি অবিষ্ফোরিত ককটেল এবং বিষ্ফোরিত ও ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধারসহ হাতেনাতে উত্তর কুলিয়ার মৃত নূর আলী গাজীর ছেলে আবু লাহাব ওরফে লাপ্পা (৩৬), দক্ষিণ কুলিয়ার মৃত ফজর আলীর ছেলে মোহাম্মাদ আলী গাজী (৫৩), পারুলিয়া ফুলবাড়িয়া গ্রামের আব্দুল গণির ছেলে আনোয়ার হোসেন (৩২), পুষ্পকাটির মঞ্জুরুল গাজীর ছেলে গোলাম মোস্তফা (২৮), মাঝ পারুলিয়ার মৃত আব্দুল জব্বারের ছেলে রমজান আলী (৫২) ও ভাতশালা গ্রামের মৃত অহেদ বিশ্বাসের ছেলে আসাদুজ্জামান বাবু (৫২) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের বিষ্ফোরক উপাদানাবলি আইনে মামলা (নং-১৫) দায়ের শেষে বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।
Leave a Reply