প্রেস রিলিজ : আগত উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম উপজেলা চেয়ারমান পদপ্রার্থী হিসেবে দিনব্যাপি গনসংযোগ অব্যহত রেখেছেন।
গত কয়েকদিন যাবত সাংবাদিক এসএম নজরুল ইসলাম উপজেলার খলিশখালী,ইসলামকার্টি,সরুলিয়া ইউনিয়েনর বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ করেন। গনসংযোগ কালে তিনি আগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাধারণ ভোটারদের কাছে জনসমার্থন ও ভোট প্রার্থনা করেন।
সাংবাদিক এসএম নজরুল ইসলাম তালা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১১ সালের তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাধারণ,অসহায় মানুষের সেবা করা সহ নানান প্রকারের জনকল্যাণ মূলক কাজ করেছেন।
এছাড়া তিনি সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিপদ আপদে সহযোগিতা করা সহ জনকল্যাণ মূলক কাজ পরিচালনা করে আসছেন। আগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে উপজেলা জুড়ে সন্ত্রাস,দালাল, ভূমি দখলকারী মুক্ত উপজেলা গঠন করা সহ সাধারণ মানুষের পক্ষে থেকে উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করবেন।
গনসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন,তালা উপজেলা জাতীয় পার্টির সি.সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম মোল্লা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম,সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম খোকা,সাধালন সম্পাদক আব্দুস সালাম খাঁন,জাতীয় যুব সংহতি তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান,জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম রাজু,জাতীয় শ্রমিক পার্টি তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান মিলন,শ্রমিক নেতা মো: পলাশ খাঁন প্রমুখ।
তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নজরুলরের দিনব্যাপি গনসংযোগ
মে ১৮ ২০২৩