‘তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে ) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথি হিসাবে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা সাধারণ সম্পাদক জি.এম শফিউর রহমান ডানলাপ যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খাঁ প্রমূখ।
তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত
মে ১ ২০২৩