ঢাকায় চিকিৎসাধীন আ:লীগ নেতার পাশে তালার সাংবাদিক নজরুল


মে ৯ ২০২৩

Spread the love

প্রেস রিলিজ : তালার শাহাপুর গ্রামের আওয়ামীলীগ নেতা মো: শাহিনুর রহমান খাঁ অসুস্থ্য হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে সাবেক ইউ,পি সদস্য গুরুভাই মোঃ আব্দুর রহিম খাঁ সাহেব এর মেঝ পুত্র।
শাহিনুর রহমান দীর্ঘদিন যাবত শরিলে পিঠের শিরার পাশর্^ টিউমার জনিত কারনে সমস্যায় ভুগছিলেন।তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সি ব্লকের লিফটের ৪ র্থ তালায় ৫২৫ নম্বর রুমে ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। অতিদ্রুত তার অপারেশন করা হবে।
তার সুস্থ্যতা কামনা ও খোঁজ খবর নিতে উপস্থিত হন তালা উপজেলা জাতীয় পার্টির ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও তার সহধর্মীনি মিসেস তরুনা বেগম।
এসময় সাংবাদিক এসএম নজরুল ইসলাম তার গুরুভাই মোঃ আব্দুর রহিম খাঁ মেঝ ছেলে মো: শাহিনুর রহমান খাঁর জন্য আশু সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহু পাকের কাছে সকলকে দোয়া করার জন্য অনুরোধ করেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন