ডাঃ হাসানুজ্জামান সহকারী অধ্যাপক হওয়ায় ইসলামী হাসপাতালের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা প্রদান 


মে ১২ ২০২৩

Spread the love

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট নিউরো সার্জন ডাঃ মো. হাসানুজ্জামান খুলনা মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতি পাওয়ায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ১২ই এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় ইসলামী ব্যাংক হাসপাতালে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, পাবলিক রিলেশন অফিসার মো.  মোস্তাফিজুর রহমান, মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, ওয়ার্ড মাস্টার ফিরোজ হোসেনসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের স্টাফগন। তিনি এর আগে খুলনা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ গত ৮ই মে ২০২৩ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতি পেলেন। 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন