প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ কলারোয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৯ মে মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়তে, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহ বাস্তবায়ন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচার এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, সমৃদ্ধ বাংলাদেশকে পূর্ণতা দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার বিকল্প নেই। আর এ জন্য প্রথমে আমাদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে এ ব্যাপারে বেশি ভূমিকা পালন করতে হবে। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা’র উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান, সহকারি তথ্য অফিসার মিসেস লতিফুন নাহার, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তাফিজুর রহমানসহ কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ। সরকারের উন্নয়ন কর্মকান্ড, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচকগণ বক্তব্য প্রদান করেন। এ সময় দুইশতাধিক নারী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেলা তথ্য অফিসের আয়োজনে কলারোয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত
মে ৯ ২০২৩