1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
৬ মাঘ, ১৪৩১
Latest Posts
📰কলারোয়া সীমান্তে ৫ বাংলাদেশীকে আটক📰তালায় পানি সরবরাহের খাল জোর পূর্বক দখল ও বাড়ি নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ 📰তালায় বন্ধ ক্লিনিক খুলতে দৌড়ঝাঁপ শুরু! 📰তালায় কেক কেটে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন 📰গুনাকরকাটি কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান📰আশাশুনিতে বিনা চাষ ও চাষকৃত জমিতে সরিষা আবাদ, দিগন্তজুড়ে হলুদ ফুলে সুশোভিত📰সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তি আটক📰আশাশুনিতে মৎস‍্য ঘেরের বাসা ও নেট পাটা ভাংচুর করে লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ 📰আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতেও ছিল: উপদেষ্টা সাখাওয়াত📰দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে, তারাই আমানতের খেয়ানত করেছে : জামায়া‌তের আমির

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আশেক ই-এলাহী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী ও স্বাধীনতার স্বপক্ষের মানুষদের সমন্বয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কাজ করছে। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে সে বিষয়ে আপনারা অবগত আছেন। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি আরো বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৭দফা দাবী গুলি জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। স্বাধীনতা বিরোধীরা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”
সাতক্ষীরার প্রথম যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত কার্যকর করা, সকল যুদ্ধপরাধের ঘটনা আইনের আওতায় আনা, মুক্তিযুদ্ধের শহিদ এবং ২০১৩-১৪ সালের নাশকতায় শহিদ ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত, ২০১৩-১৪ সালের নাশকতা মামলার সকল আসামীদের আইনের আওতায় আনা, ফতেপুর চাকদহা সহিংসতা মামলার সকল চার্জশিটভুক্ত আসামিদের আইনের আওতায় আনা, যুদ্ধাপরাধীদের নামে সড়কসহ স্থাপনার নামকরণ বাতিল করা ও একাত্তরের গণহত্যার স্থান সমূহ চিহ্নিত করা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এই ৭দফা দাবি তুলে ধরে বক্তব্য বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক পবিত্র মোহন দাস, উপাধ্যক্ষ মো. ময়নুল হাসান, কবি স.ম তুহিন, স্বপন কুমার শীল, কবি দিলরুবা রোজ, কবিকবির রায়হান, আবু কাজী ও ডা. সুব্রত কুমার ঘোষ প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd