সাতক্ষীরায় যাত্রীবাহি বাসের ধাক্কায় নারী নিহত


এপ্রিল ৭ ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি : রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহি বাসের ধাক্কায় তাসলিমা বেগম(৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা বেগম সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার গোপীনাথপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী।
নিহতের ছেলে মোঃ ই¯্রাফিল গাজী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে চায়না বাংলা হাসপাতালের সামনে তার মা রাস্তা পার হচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এবিএম আক্তার মারুফ তাকে মৃত বলে ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক বাস ও তার ড্রাইভারকে খুজে বের করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন