সাতক্ষীরায় ডি,বি,ইউনাইটেড হাইস্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


এপ্রিল ২৭ ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি  :  সাতক্ষীরায় ডি বি ইউনাইটেড হাইস্কুলে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  বৃহস্পতিবার) সকাল ১০টা৩০মিনিটে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর।সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলোওয়াত করেন এস,এস,সি পরীক্ষার্থী তামিম হোসেন এবং গীতা থেকে পাঠ করেন জয়ন্তী অধিকারী। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের ভাল ফলাফল করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আশিক রানা, শিমু, জান্নাতুল মাওয়া, তামিম হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক লুৎফুন্নেছা, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন