শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরন


এপ্রিল ১৭ ২০২৩

Spread the love


শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর উদ্যোগে জনশুমারী ও গৃহ গননা-২০২১ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ শ্যামনগর উপজেলা ব্যাপী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট)- ট্যাব আনুষ্ঠানিক ভাবে বিতরন করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা হলরুমে এ উপহার বিতরন অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত শ্যামনগর উপজেলা পরিসংখ্যান অফিসার আমজাদ হোসেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, থানা অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন