শ্যামনগর ব্যুরো : ইউনিসেফের সহযোগিতায়, শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে সিএসপিবি কর্তৃক শ্যামনগরে অসহায়, হতদরিদ্র, এতিম প্রতিবন্ধী শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে এনএফআই কীট বিতরন করা হয়েছে। ৪ এপ্রিল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা কার্যালয় চত্ত্বরে ১০০ জন অসহায় হতদরিদ্র এতিম প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রত্যেককে ১ টি করে মোট ১০০ টি কীট বক্স বিতরন করা হয়। প্রতিটি বক্সে ছিল- কম্বল ৪ টি (ছোট- ২টি, বড়- ২টি), মশারি- ৪টি, তোয়ালে- ২টি, স্কুল ব্যাগ- ১টি, টর্চ লাইট- ১টি, টুথপেষ্ট- ৪ টি (ছোট- ২টি, বড়- ২টি), টুথ ব্রাশ- ৪ টি (ছোট- ২টি, বড়- ২টি), লাক্স সাবান- ২টি, হুইল সাবান- ২টি। এ কীট বক্স বিতরন কালে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, খুলনা জোনের শিশু সুরক্ষা কর্মকর্তা মোমিনুর নেছা শিখা, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, মহিলা অধিদপ্তর কর্মকর্তা শারিদ বিন শফিক।
শ্যামনগরে প্রতিবন্ধী শিশুদের মাঝে এনএফআই কীট বিতরন
এপ্রিল ৪ ২০২৩