রঘুনাথ খাঁ, সাতক্ষীরা ঃ বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচীব ড. অ্যাড. গোবিন্দ প্রামানিক বলেছেন, “ যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এখানে আমরা সম অধিকার নিয়ে বসবাস করতে চাই। এজন্য বর্তমান সরকারের ১৯৭২ সালের সংবিধানে ফিরে আসার কোন বিকল্প নেই।” শনিবার রাতে সাতক্ষীরার পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রে সনাতন ধর্মসভা ১৪৩০ ও ছয়দিন ব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে এসব কথা বলেন জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ এর মহাসচীব ও বিশ্ব হিন্দু পরিষদ এর প্রধান সমন্বয়কারি ড. অ্যাড. গোবিন্দ প্রামানিক ।
বিশিষ্ঠ ব্যবসায়ি নারায়ণ চন্দ্র সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন, হিন্দুদের জায়গা দখল, মন্দির ও প্রতিমা ভাঙচুর, প্রলোভন দেখিয়ে লাভ জিহাদের নামে ধর্মান্তরকরণ অব্যহত রয়েছে। মঠ, মন্দির ও শ্মশানের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে এসব আরো ভয়াবহ আকার ধারণ করছে। এ থেকে অব্যহতি পেতে হলে সকল সনাতনীদের একত্রিত হয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী সংসদ নির্বাচনে হিন্দুদের জন্য ৬০টি সংরক্ষিত আসন ছেড়ে দিতে হবে দাবি করে তিনি বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে মামলা করে রায় পাওয়ার পরও জেলা প্রশাসকের কাছ থেকে জমি ফিরে পাচ্ছেন না হিন্দু সম্প্রদায়ের লোকজন। কারণ অধিকাংশ জমিই ক্ষমতাসীনদের দখলে। তাই আইন অনুযায়ি হিন্দুদের ওইসব জমি ফিরিয়ে দিতে সরকারকেই বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যাঁচাই বাছাই না করে ধর্ম অবমাননার মিথ্যা ধুয়োতুলে হিন্দুদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পাঠানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার অভাবে দেশের হিন্দুরা অন্যদেশে চলে গেলে সে দায় সরকারকেই বহন করতে হবে। সবশেষে সম্প্রতি লাভ জিহাদের ফাঁদে পড়ে তালার ও আশাশুনির দুটি হিন্দু কিশোরী অপহৃত হলেও প্রশাসন তাদেরকে উদ্ধার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র উন্নয়ন কমিটির আয়োজনে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সময় ও জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ এর জ্যেষ্ঠ সহসভাপতি প্রদীপ কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অ্যাড. অসীম কুমার মণ্ডল ও সদস্য সচীব অ্যাড. সুনীল কুমার ঘোষ।# সাতক্ষীরা প্রতিনিধি। তাং- ১৫.০৪.২৩ ছবি আছে।
যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত”
সাতক্ষীরার পাটকেলঘাটায় সনাতন ধর্মসভায়——- ড. অ্যাড. গোবিন্দ প্রামানিক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা ঃ বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচীব ড. অ্যাড. গোবিন্দ প্রামানিক বলেছেন, “ যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এখানে আমরা সম অধিকার নিয়ে বসবাস করতে চাই। এজন্য বর্তমান সরকারের ১৯৭২ সালের সংবিধানে ফিরে আসার কোন বিকল্প নেই।” শনিবার রাতে সাতক্ষীরার পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রে সনাতন ধর্মসভা ১৪৩০ ও ছয়দিন ব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে এসব কথা বলেন জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ এর মহাসচীব ও বিশ্ব হিন্দু পরিষদ এর প্রধান সমন্বয়কারি ড. অ্যাড. গোবিন্দ প্রামানিক ।
বিশিষ্ঠ ব্যবসায়ি নারায়ণ চন্দ্র সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন, হিন্দুদের জায়গা দখল, মন্দির ও প্রতিমা ভাঙচুর, প্রলোভন দেখিয়ে লাভ জিহাদের নামে ধর্মান্তরকরণ অব্যহত রয়েছে। মঠ, মন্দির ও শ্মশানের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে এসব আরো ভয়াবহ আকার ধারণ করছে। এ থেকে অব্যহতি পেতে হলে সকল সনাতনীদের একত্রিত হয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী সংসদ নির্বাচনে হিন্দুদের জন্য ৬০টি সংরক্ষিত আসন ছেড়ে দিতে হবে দাবি করে তিনি বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে মামলা করে রায় পাওয়ার পরও জেলা প্রশাসকের কাছ থেকে জমি ফিরে পাচ্ছেন না হিন্দু সম্প্রদায়ের লোকজন। কারণ অধিকাংশ জমিই ক্ষমতাসীনদের দখলে। তাই আইন অনুযায়ি হিন্দুদের ওইসব জমি ফিরিয়ে দিতে সরকারকেই বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যাঁচাই বাছাই না করে ধর্ম অবমাননার মিথ্যা ধুয়োতুলে হিন্দুদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পাঠানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার অভাবে দেশের হিন্দুরা অন্যদেশে চলে গেলে সে দায় সরকারকেই বহন করতে হবে। সবশেষে সম্প্রতি লাভ জিহাদের ফাঁদে পড়ে তালার ও আশাশুনির দুটি হিন্দু কিশোরী অপহৃত হলেও প্রশাসন তাদেরকে উদ্ধার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র উন্নয়ন কমিটির আয়োজনে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সময় ও জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ এর জ্যেষ্ঠ সহসভাপতি প্রদীপ কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অ্যাড. অসীম কুমার মণ্ডল ও সদস্য সচীব অ্যাড. সুনীল কুমার ঘোষ।# সাতক্ষীরা প্রতিনিধি। তাং- ১৫.০৪.২৩ ছবি আছে।